ডেভিড লিভিংস্টোন। আফ্রিকায় বেপাত্তা। কিংবদন্তি মানুষটির খোঁজে আফ্রিকা পৌঁছেছেন মার্কিন সাংবাদিক হেনরি মর্টন স্ট্যানলে। জাঞ্জিবার থেকে শুরু হল আফ্রিকার গভীরে অভিযান। প্রথম লক্ষ্য বাগামোয়ো শহরে পৌঁছে পাক্কা দেড় মাস আটকে সেখান থেকে একে একে রওনা হয়েছে অভিযানের মোট পাঁচটি কাফেলা। চলছে অভিযানের মূল কাহিনী। স্ট্যানলের সেই বিখ্যাত সফরনামা ‘হাও আই ফাউন্ড লিভিংস্টোন’। এই প্রথম বাংলায়। শুরু হচ্ছে একাদশ অধ্যায়। এ অধ্যায়েও চলছে উকাওয়েন্ডি, উভিনযা ও উহহা-র মধ্য দিয়ে উজিজি যাত্রার বর্ণনা। তরজমা স্বাতী রায়
একাদশ অধ্যায় উকাওয়েন্ডি, উভিনযা ও উহহা র মধ্য দিয়ে উজিজি যাত্রা
উকোনোঙ্গো | ঘণ্টা | মিনিট | ঘণ্টা | মিনিট | |
ম্রেরা থেকে এমটোনি | ৪ | ৩০ | বনের মধ্যের শিবির | ৪ | ১৫ |
মিসংঘি | ৪ | ৩০ | মালাগারাজি নদীর পারের সিয়ালা | ২ | ৪৫ |
এমটোনি | ৬ | ০ | মালাগারাজি নদীর ইহাটা দ্বীপ | ১ | ৩০ |
উটান্ডার এমপোকওয়া | ৪ | ৪৫ | কাটালাম্বুলা | ১ | ৪৫ |
এমটোনি | উহহা | ||||
উকাওয়েন্দি | উহহার কাওয়াঙ্গা | ৫ | ৩০ | ||
এমটাম্বু নদী | ৪ | ৩০ | উহহার লুকোমো | ১ | ০ |
ইম্রেরা | ৪ | ২০ | উহহার কাহিরিগি | ৪ | ০ |
রুসাওয়া পর্বতমালা | ২ | ৩০ | রুসুগি নদী | ৫ | ০ |
এমটোনি | ৪ | ৩০ | মালাগারাজি নদীর পারের সিয়ালা | ২ | ৪৫ |
মিসংঘি | ৪ | ০ | মুসুন্যা হৃদ | ৪ | ০ |
মিসংঘি | ৪ | ৩০ | মালাগারাজি নদীর পারের সিয়ালা | ২ | ৪৫ |
এমটোনি | ৫ | ০ | রুগুফু নদী | ৪ | ৩০ |
বনের মধ্যের শিবির | ৬ | ০ | সুনুজ্জি নদী | ৩ | ০ |
বনের মধ্যের শিবির | ৫ | ৩০ | উকারাঙ্গার নিয়ামটাগা | ৯ | ৩০ |
উভিনযা | উজিজির উজিজি বন্দর | ৬ | ০ | ||
কূপ-যুক্ত এনযোগেরা | ২ | ৩০ |