ডেভিড লিভিংস্টোন। আফ্রিকায় বেপাত্তা। কিংবদন্তি মানুষটির খোঁজে আফ্রিকা পৌঁছেছেন মার্কিন সাংবাদিক হেনরি মর্টন স্ট্যানলে। জাঞ্জিবার থেকে শুরু হল আফ্রিকার গভীরে অভিযান। প্রথম লক্ষ্য বাগামোয়ো শহরে পৌঁছে পাক্কা দেড় মাস আটকে সেখান থেকে একে একে রওনা হয়েছে অভিযানের মোট পাঁচটি কাফেলা। চলছে অভিযানের মূল কাহিনী। স্ট্যানলের সেই বিখ্যাত সফরনামা ‘হাও আই ফাউন্ড লিভিংস্টোন’। এই প্রথম বাংলায়। এ অধ্যায়ে শুরু হল উজিজির পথে যাত্রা। তরজমায় স্বাতী রায়
দশম অধ্যায়
উকোনঙ্গোর ম্রেরার পথে
উন্যাময়েজি | উকোনঙ্গো | ||||
কুইহারা থেকে | ঘণ্টা | মিনিট | মান্যরা থেকে | ঘন্টা | মিনিট |
এমক্বেওনক্বে | ১ | ৩০ | গোম্বে নদী | ৪ | ১৫ |
এমক্বেওনক্বে | ১ | ৩০ | গোম্বে নদী | ৪ | ১৫ |
ইনেসুকা | ২ | ০ | জিওয়ানি | ৫ | ২০ |
কাসেগেরা | ৩ | ০ | টঙ্গোনি | ১ | ৩০ |
কিগান্ডাস | ২ | ৪৫ | ক্যাম্প | ৫ | ১৫ |
উগুন্ডা | ৭ | ০ | মারেফু | ৩ | ০ |
বেনটা | ৩ | ১৫ | উটেন্ডে | ৭ | ১৫ |
কিকুরু | ৫ | ০ | এমটোনি | ৪ | ০ |
২০ সেপ্টেম্বর এসে গেল। নিজেদের সন্দেহ, ভয় আর বিশ্বাসের গল্প শুনিয়ে যেসব লোকরা আমার উপর ভারি অত্যাচার করছিল, এই দিনেই তাদের ছেড়ে চলে যাব বলে ঠিক করেছিলাম। এই দিনেই দক্ষিণের পথ ধরে উজিজির দিকে যাত্রা শুরু করব। আগের দিনের জ্বরের দাপটে তখনও আমি খুবই দুর্বল। এমন পরিস্থিতিতে যাত্রা শুরু করাই অনুচিত। তবে কিনা আমি শেখ বিন নাসিবের কাছে বুক বাজিয়ে বলেছিলাম যে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি কখনই তার কথার খেলাপ করে না, কাজেই শারীরিক দুর্বলতার কারণে যদি আমি যাত্রা স্থগিত করতাম তো একজন সাদা মানুষ হিসাবে আমার খ্যাতিতে কালি পড়ত।
পুরো কাফেলাকে টেম্বের বাইরে জড়ো করা হল, পতাকা উড়ছে, লোকদের বোঝা দেওয়ালে ঠেকিয়ে রাখা, খুব চেঁচামেচি, হাসি আর নিগ্রো সুলভ বাতেল্লাবাজি চলছিল। আমাদের যাত্রা করতে দেখার উদ্দেশ্যে কৌতূহল বশত অনেক আরব জড়ো হয়েছিল- সবাই এসেছিল, শুধু শেখ বিন নাসিব ছাড়া। গর্দভের মত তার ইচ্ছার বিরোধিতা করে আমি তাকে অসন্তুষ্ট করেছিলাম। বুড়ো মানুষটা তখনও শুয়ে, তবে তার দার্শনিক মানসিকতার শেষ এক টুকরো জ্ঞানসহ তার ছেলেকে পাঠিয়েছিল। নাসিবের ছেলে, আলির নাতি, সাইফের নাতির ছেলে, পিতৃতুল্য শেখের শেষ কথা হিসেবে যেন আমি সেই কথা মনে রাখি! বেচারা শেখ! যদি সে জানত যে এই একগুঁয়েমির কারণ কী- এই ভুল পথে এগিয়ে যাওয়ার গর্দভের মত গোঁ যে আসলে কেন, তা জানলে কি যে বলত সে! তবে শেখ এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিল যে, হয়ত কী যে করতে চাইছি সেটা আমি ওর থেকে বেশি জানি! শুধু শেখ কেন, কোনো আরবই তো জানত না যে ঠিক কেন আমি পশ্চিমমুখো যাচ্ছি, বিশেষত পুব দিকের পথে চলা যখন অনেক বেশি সহজ।
যে সকল সাহসী মানুষদের নিয়ে আমি উন্যানয়েম্বে থেকে দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, তাদের নাম রইল নিচে-
১ | জন উইলিয়াম শ | লন্ডন, ইংল্যান্ড | ২. | সেলিম হেশমি | আরব |
৩. | সিডি এমবারাক মোম্বে | জাঞ্জিবার | ৪. | মাব্রুকি স্পেক | জাঞ্জিবার |
৫. | উলিমেঙ্গো | =ঐ= | ৬. | আম্বারী | =ঐ= |
৭. | উলেদি | =ঐ= | ৮. | আসমানি | =ঐ= |
৯. | সারমিয়ান | =ঐ= | ১০. | কামনা | =ঐ= |
১১. | জায়েদি | =ঐ= | ১২. | খামিসি | =ঐ= |
১৩. | চৌপেরেহ | বাগাময়ো | ১৪. | কিঙ্গারু | বাগাময়ো |
১৫. | বেলালি | =ঐ= | ১৬. | ফেরাস | উন্যানয়েম্বে |
১৭. | রোজব | বাগামোয়ো | ১৮. | মাবরুক উন্যানয়েম্বে | =ঐ= |
১৯. | এমতামানি | উন্যানয়েম্বে | ২০. | চান্দা | =ঐ= |
২১. | সাদালা | জাঞ্জিবার | ২২. | কম্বো | জাঞ্জিবার |
২৩. | সাবুরি দ্য গ্রেট | মারোরো | ২৪. | সবুরি দ্য লিটল | মারোরো |
২৫. | মারোরা | =ঐ= | ২৬. | ফেরাজ্জি (রাঁধুনি) | জাঞ্জিবার |
২৭. | মাবরুক সেলিম | জাঞ্জিবার | ২৮. | বারাকা | =ঐ= |
২৯. | ইব্রাহিম | মারোরো | ৩০. | মাবরুক ফেরাস | মারোরো |
৩১. | বারুতি | বাগামোয়ো | ৩১. | উমগারেজা | জাঞ্জিবার |
৩২. | হামাদি (গাইড) | জাঞ্জিবার | ৩৩. | আসমানী (গাইড) | =ঐ= |
৩৪. | মাবরুক (গাইড) | =ঐ= | ৩৫. | হামদাল্লাহ | তাবোরা |
৩৬. | জুমাহ | জাঞ্জিবার | ৩৭. | মাগাঙ্গা | এমক্বেওনক্বে |
৩৮. | মুকাদুম | তাবোরা | ৪০. | দস্তুরি | তাবোরা |
৪১. | তুমায়োনা | উজিজি | ৪২. | এমপারামোটো | উজিজি |
৪৩. | ওয়াকিরি | =ঐ= | ৪৪. | মুফু | =ঐ= |
৪৫. | এমপেপো | =ঐ= | ৪৬. | কাপিঙ্গু | =ঐ= |
৪৭. | মাশিশাঙ্গা | =ঐ= | ৪৮. | মুহেরুকা | =ঐ= |
৪৯. | মিসোসি | =ঐ= | ৫০. | তুফুম ব্যাহ | =ঐ= |
৫১. | মাজওয়ারা (বালক) | উগান্ডা | ৫২. | বেলালি (বালক) | উয়েম্বা |
৫৩. | কালুলু (বালক) | লুন্ডা | ৫৪. | আব্দুল কাদের (দর্জি) | মালাবার |