সে এক সময় ছিল যখন গুরুচণ্ডা৯-র যে কোন টেক্সট বক্সে যেমন কমেন্ট করার বা খেরোর খাতা কি হরিদাস পালে লেখা তোলার বাকসোতে, সরাসরি ছবি আপলোড করে দেওয়া যেত। হায়! ঐ সুখের দিন গেছে। কিছুদিন আগে কোথাও পড়েছিলাম যে একটি নতুন এডিটর আসতে চলেছে। হয়ত সেইটি চালু হয়ে গেলে ছবি তোলা আবার সহজ হয়ে যাবে। কিন্তু সে যাদুকল কবে আসবে জানা নেই। অতএব, আপাতত ঘুরপথেই পাহাড়ে চড়তে হবে মানে গুরুর বদলে অন্য কোন সার্ভারের সাহায্য নিয়ে কাজ চালিয়ে নিতে হবে। এই ব্যাপারে ভাটিয়ালিতে আমাদের টেকনিক্যাল কাজের গুরু lcm বেশ বিস্তারিত করে সব বুঝিয়ে দিয়েছিলেন। আমি ওনার কথাই এখানে বসিয়ে দিচ্ছি। উনি কিছু ব্যতিক্রম পরিস্থিতির কথাও বলেছিলেন। সেগুলি আপাতত এখানে আনছি না।
********************************************************
“কোনো ইমেজ হোস্টিং সাইটে ছবি ম্যানুয়ালি আপলোড করে সেখান থেকে ছবির url নিয়ে পেস্ট করে দিতে পারেন, ফ্রি ইমেজ হোস্ট করতে দেয় এমন কিছু পপুলার ইমেজ হোস্টিং সাইট হল -
https://imgur.com/
https://imgbb.com/
https://postimages.org/
https://freeimage.host/
একটা জিনিস খেয়াল রাখতে হবে, url শেষে যেন থাকে নীচের এক্সটেনশনগুলো -
.jpg, .jpeg, .png, .gif
যেমন, উদাহারণ -
sample-image-hosting-site.com/bla/bla/bla/chhobi1.jpg (এরকম কাজ করবে)
sample-image-hosting-site.com/bla/bla/bla/chhobi1.jpg?ik=34875123 (এরকম কাজ করবে না)”
********************************************************
এইবার যা শিখলাম
(১) আমি https://freeimage.host/ -এ গিয়ে একটি অ্যাাকাউন্ট খুলে নিয়েছি। অ্যাাকাউন্ট না খুলেও করা যায়। তবে যতক্ষণ বিনা আর্থিক খরচে দিচ্ছে, নিয়ে রাখি - কোন কোন ছবি তুলছি, তার একটা সুষ্ঠু হিসাব পেতে সুবিধা হবে, এই আশায়।
(২) যে ছবিটি গুরুতে পোস্ট করতে চাই সেটি ওই ফ্রিইমেজ-ডট-হোস্ট সাইটে আপ্লোড করে দিলাম।
(৩) আপলোড হয়ে যাওয়ার পর ছবিটিতে ক্লিক করে বেশ বড় আকারে দেখতে পেলাম।
(৪) এবার ছবির পাতাটি স্ক্রল করে ছবির নিচে যেখানে কয়েকটি লিঙ্কের কথা বলা আছে সেখানে এলাম। এই যেমন নিচে দেখা যাচ্ছে।
(৫) আমার লাগবে, Image URL বাক্সটি।
এখানে যে লিঙ্কটি আছে সেটা
(৬) এই লিঙ্কটি পুরোটা কপি করে নিলাম।
(৭) এটি গুরুতে আমার লেখার বাক্সতে পেস্ট করে দিলাম।
হয়ে গেল। এবার গুরুর বাক্স সেভ করলেই ছবি এসে গেল।