প্রশ্নমালা ======
১ পরশুরাম তাঁর পিতা ঋষি জামদগ্নির আদেশে কুঠার দিয়ে মাতা রেণুকার শিরশ্ছেদ করলেন।
ক--পিতা এমন আদেশ দিলেন কেন?
খ--কাজটা কি উচিত হয়েছিল? তখনকার নৈতিক নিয়মে এবং বর্তমান নৈতিকতায়? সবাই নিজের মত উত্তর দিন।
গ--পরশুরামের কি কোন পাপ হয়েছিল?
২ আর্ত ব্যক্তিকে শয্যা, শ্রান্তকে আসন, তৃষিতকে জল, ক্ষুধিতকে আহার দিতে হয়। গৃহস্থের পক্ষে এইরূপ আচরণই পরম ধর্ম।
--এই মহাবাক্য কে কাকে বলেছিলেন?
পৃঃ ১২৬
৩ যুধিষ্ঠিরকে রাজ্যের আধিপত্য দিন, দুর্যোধন, শকুনি আর কর্ণ পাণ্ডবদের অনুগত হোক, দুঃশাসন সভামধ্যে ভীমসেন এবং দ্রৌপদীর নিকট ক্ষমা প্রার্থনা করুক।
--এই পরামর্শ কে কাকে দিয়েছিলেন? শ্রোতার প্রতিক্রিয়া কী ছিল?
৪ রাজা যযাতি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী ও দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার পাঁচ সন্তানের পিতা। কিন্তু মেয়ের সঙ্গে চিটিং করেছে জেনে শুক্রাচার্য তাঁকে অভিশাপ দিয়ে জরাগ্রস্ত করলেন।
যযাতি ছেলেদের বললেন--আমি যৌবনভোগে এখনও তৃপ্ত হই নি। তোমরা কেউ হাজার বছরের জন্যে আমার জরা নাও।
কনিষ্ঠ পুত্র পুরু মেনে নিলেন। হাজার বছর পরে যযাতি ছেলেকে যৌবন ফিরিয়ে দিয়ে লেকচার দিলেন--বিষয়তৃষ্ণা ত্যাগ করা উচিত। (মাইরি!)
প্রশ্নঃ
ক-- তিনি কি স্বর্গ লাভের যোগ্য?
খ-- আরেকটি ঘটনায় স্বররগচ্যুত হয়ে উনি একটি বিশেষ উপাধি লাভ করেন যা আজ পর্য্যন্ত ব্যবহার করা হয়। সেটি কী? পৃঃ ৩০-৩১
৫ উতথ্য ঋষির পত্নী মমতার পুত্র ঋষি দীর্ঘতমা জন্ম থেকেই অন্ধ। কেন?
৬ দুষ্যন্ত শকুন্তলাকে বললেন-- নারীরা মিথ্যা কথাই বলে থাকে। তোমার জননী মেনকা অসতী ও নির্দয়া। ব্রাহ্মণত্বলোভী পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয়। দুষ্ট তাপসী, দূর হও!
জবাবে শকুন্তলা বললেন-- যে নিজে দূর্জন সে সজ্জনকে দুর্জন বলে, এর চেয়ে হাস্যকর কিছু নেই।
দৈববাণী শুনে দুষ্যন্তের চৈতন্য হল। ক্রোধবশে কটুবাক্য বলার জন্যে শকুন্তলাকে ক্ষমা করে দিলেন। কিন্তু নিজে যে অনেক বেশি কুবাক্য-- বাপমা তুলে খিস্তি-- বলেছিলেন, তার জন্যে মাফি চাইলেন কি?
৭ "অন্ন আদি সমস্তই সমভাবে সহায়দের সঙ্গে ভোগ করবে, অনর্থক কথা বলবে না, আত্মশ্লাঘা করবে না"।
--এই অমৃতবচনের বক্তা কে, শ্রোতা কে?
পৃঃ ১২৮
৮ সমুদ্রের নাম সাগর কেন হয়েছিল?
পৃঃ ১৬৪
৯ মহাদেবের জটা থেকে পতিত হয়ে গঙ্গা তিন ধারায় প্রবাহিত হলেন--স্বর্গ, মর্ত্য ও পাতাল।
---কোন স্থানে কী নামে?
১০ কান্যকুব্জের রাজা গাধির অপ্সরার ন্যায় রূপবতী এক কন্যা ছিল। ভৃগু ঋষির পুত্র ঋচীক সেই কন্যাকে বিয়ে করতে চাইলেন। রাজা গাধি বললেন--আমাদের কৌলিক প্রথা অনুযায়ী আলনাকে কনাশুল্ক দিতে হবে।
প্রশ্নঃ কী সেই শুল্ক? ঋষির কাছে ধন কোথায়? কীভাবে জোগাড় হল?