এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • নানা সময়ে ভালো লাগা কবিতার ঝুলি 

    &/
    কাব্য | ১৯ আগস্ট ২০২৫ | ২৩ বার পঠিত
  • এখানে তুলে তুলে রাখতে চাই কবিতাদের 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ০০:২২745608
  • ‘কোনটা যে চন্দ্রমল্লিকার ফুল
    আর কোনটা যে সূর্যমুখী –
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না৷
    ওলকপি এবং শালগম,
    মৃগেলের বাচ্চা এবং বাটামাছ,
    মানুষ এবং মানুষের মত মানুষ –
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না৷
    বই এবং পড়ার মত বই,
    স্বপ্ন এবং দেখার মত স্বপ্ন,
    কবিতা এবং কবিতার মত কবিতা,
    বারবার দেখেও
    আমার ভুল হয়ে যায়,
    আমি আলাদা করতে পারি না৷’

    - তারাপদ রায় ( ভুল)
  • &/ | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ০০:২৮745609
  • কুড়ি বছর পরে
    — জীবনানন্দ দাশ

    আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
    আবার বছর কুড়ি পরে—
    হয়তো ধানের ছড়ার পাশে
    কার্তিকের মাসে—
    তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে— তখন হলুদ নদী
    নরম-নরম হয় শর কাশ হোগলায়— মাঠের ভিতরে।

    অথবা নাইকো ধান খেতে আর;
    ব্যস্ততা নাইকো আর,
    হাঁসের নীড়ের থেকে খড়
    পাখির নীড়ের থেকে খড়
    ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের
    জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার—
    তখন হঠাৎ যদি মেঠে পথে পাই আমি তোমারে আবার!

    হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে
    সরু-সরু কালো-কালো ডালপালা মুখে নিয়ে তার,
    শিরীষের অথবা জামের,
    ঝাউয়ের— আমের;
    কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!
    জীবন গিয়েছে চ’লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার—
    তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

    তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে—
    বাবলার গলির অন্ধকারে
    অশথের জানালার ফাঁকে
    কোথায় লুকায় আপনাকে!
    চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে—

    সোনালি-সোনালি চিল— শিশির শিকার ক’রে নিয়ে গেছে তারে—
    কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে! 
  • &/ | 151.14.***.*** | ১৯ আগস্ট ২০২৫ ০০:৩২745610
  • নির্জন স্বাক্ষর
    - জীবনানন্দ দাশ
    তুমি তা জানো না কিছু—না জানিলে,
    আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;
    যখন ঝরিয়া যাবো হেমন্তের ঝড়ে’—
    পথের পাতার মতো তুমিও তখন
    আমার বুকের ’পরে শুয়ে রবে?
    অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
    সেদিন তোমার!
    তোমার এ জীবনের ধার
    ক্ষ’য়ে যাবে সেদিন সকল?
    আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
    তুমিও কি চেয়েছিলে শুধু তাই;
    শুধু তার স্বাদ
    তোমারে কি শান্তি দেবে;
    আমি ঝ’রে যাবো–তবু জীবন অগাধ
    তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে,
    —আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
    রয়েছি সবুজ মাঠে—ঘাসে—
    আকাশ ছডায়ে আছে নীল হ’য়ে আকাশে-আকাশে;
    জীবনের রং তবু ফলানো কি হয়
    এই সব ছুঁয়ে ছেনে’;—সে এক বিস্ময়
    পৃথিবীতে নাই তাহা—আকাশেও নাই তার স্থল,
    চেনে নাই তারে ওই সমুদ্রের জল;
    রাতে-রাতে হেঁটে-হেঁটে নক্ষত্রের সনে
    তারে আমি পাই নাই; কোনো এক মানুষীর মনে
    কোনো এক মানুষের তরে
    যে-জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে
    নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে
    কোনো এক মানুষের তরে এক মানুষীর মনে।
    একবার কথা ক’য়ে দেশ আর দিকের দেবতা
    বোবা হয়ে পড়ে থাকে—ভুলে যায় কথা;
    যে-আগুন উঠেছিলো তাদের চোখের তলে জ্ব'লে
    নিভে যায়—ডুবে যায়—তারা যায় স্খ’লে।
    নতুন আকাঙ্ক্ষা আসে—চ’লে আসে নতুন সময়—
    পুরানো সে-নক্ষত্রের দিন শেষ হয়
    নতুনেরা আসিতেছে ব’লে;
    আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্খ’লে
    কোনো এক মানুষীর তরে
    যেই প্রেম জ্বালায়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে।
    আমি সেই পুরোহিত—সেই পুরোহিত।
    যে-নক্ষত্র ম’রে যায়, তাহার বুকের শীত
    লাগিতেছে আমার শরীরে—
    যেই তারা জেগে আছে, তার দিকে ফিরে
    তুমি আছো জেগে—
    যে-আকাশ জ্বলিতেছে, তার মতো মনের আবেগে
    জেগে আছো;
    জানিয়াছো তুমি এক নিশ্চয়তা—হয়েছো নিশ্চয়।
    হ’য়ে যায় আকাশের তলে কতো আলো—কতো আগুনের ক্ষয়;
    কতোবার বর্তমান হ’য়ে গেছে ব্যথিত অতীত—
    তবুও তোমার বুকে লাগে নাই শীত
    যে-নক্ষত্র ঝ’রে যায় তার।
    যে-পৃথিবী জেগে আছে, তার ঘাস—আকাশ তোমার।
    জীবনের স্বাদ ল’য়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে
    পারো তুমি;
    তোমার আকাশে তুমি উষ্ণ হ’য়ে আছো—তবু—
    বাহিরের আকাশের শীতে
    নক্ষত্রের হইতেছে ক্ষয়,
    নক্ষত্রের মতন হৃদয়
    পড়িতেছে ঝ’রে—
    ক্লান্ত হ’য়ে—শিশিরের মতো শব্দ ক’রে।
    জানোনাকো তুমি তার স্বাদ—
    তোমারে নিতেছে ডেকে জীবন অবাধ,
    জীবন অগাধ।
    হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন
    পথের পাতার মতো তুমিও তখন
    আমার বুকের ’পরে শুয়ে রবে? অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন
    সেদিন তোমার।
    তোমার আকাশ—আলো—জীবনের ধার
    ক্ষ’য়ে যাবে সেদিন সকল?
    আমার বুকের ’পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল
    তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ
    তোমারে কি শান্তি দেবে।
    আমি চ’লে যাবো—তবু জীবন অগাধ
    তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে;
    আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন