এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অপার বাংলা

  • বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে কিছু কথা

    ড. মাহমুদ হাসান (টিপু)
    অপার বাংলা | ০৩ জানুয়ারি ২০২৬ | ৬৬ বার পঠিত
  • এনসিপি যে জামায়াতের তৈরি একটা তরুণদের দল যা আমরা এনসিপির যাত্রা শুরুর সময় থেকেই বলে আসছি। জামায়াতের এটা তিন নম্বর দল। জামায়াতের দ্বিতীয় দল হলো এবি পার্টি। এরা যে সব একসময় একীভূত হবে সেটাও বলেছি। এটা অনুমান ছিল না। তাদের কার্যক্রম অবজার্ভ করেই বলেছি। আমেরিকার চাহিদামতে জামায়াতের এ, বি, ও সি টিম, চরমোনাই, খেলাফত (হেফাজত)সহ সব ইসলামী দল মিলে একটা এলায়ান্স হয়ে নির্বাচন করবে এটাও বলেছি। গরিবের কথা শোনার মানসিকতা আপনাদের নাই থাকতে পারে। চোখ কান খোলা রাখলে এটা বোঝার ক্ষমতা আপনাদেরও থাকতো। এখন এসে অবাক হওয়ার কিছু থাকতো না।
    শোনেন আরো কিছু কথা। যেটা আপনারা দেখতে পাইতেছেন কিনা জানিনা, কিন্তু আমি দেখতে পাইতেছি। একটা আমি প্রেডিকশন দিচ্ছি।

    ১. নির্বাচনের উদ্দেশ্যে সরকার থেকে পদত্যাগ করেছিল মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তারপর কিন্তু তারা এনসিপির সাথে মিলেই আন্দোলন করেছে, নির্বাচনের জন্য দৌঁড়ঝাপ করেছে।
    ২. জামায়াতের সাথে জোট করার পর মাহফুজ বলেছে সে এই জোটের পক্ষে না, ফলে সে এনসিপির সাথে নাই, সে লক্ষ্মীপুর ১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। আজ জানলাম মাহফুজ নির্বাচন করবে না। কিন্তু লক্ষ্মীপুর ১ আসন থেকে মাহফুজ আলমের ভাই মাহবুব আলম নির্বাচন করবে। স্বতন্ত্র থেকে না কিন্তু। এনসিপির জামায়াত জোট থেকে। মাহফুজ আলম তার ভাইয়ের জন্য নির্বাচন করবে।
    ৩. মাহফুজ আলম চাল্লু। নিজে জামায়াত/শিবিরের একজন হয়েও সবসময় একটা মধ্যপন্থার রাজনীতি বা মতাদর্শ ধারণ করে এসেছে বলে এনসিপি যখন জামায়াতের সাথে জোট করলো, তার সেই মতাদর্শ থেকে বিচ্যুতি হয় নাই, এমন একটা ভাব ধরার জন্যই সরাসরি এনসিপিতে যায় নাই। এটার মানে এই না যে সে এনসিপির সাথে নাই বা এনসিপির সাথে দ্বন্দ। এনসিপির পলিসি/ডিসিশন মেকিং এ নিশ্চিত কন্ট্রিবিউট করবে বলেই আমার ধারণা। যে কারণে নিজের পরিবর্তে তার ভাইকে নির্বাচনে দাঁড় করিয়েছে। তার দুই ঘনিষ্ট বন্ধু আখতার হোসেন ও মোল্লা ফারুক এহসানও জামায়াত জোট থেকে নির্বাচন করছে।
    ৪. এদিকে আসিফ মাহমুদ ঢাকা ১০ ও কুমিল্লায় তার জন্মস্থানের আসনে নির্বাচনের জন্য নমিনেশন তুলে, নির্বাচনের জন্য ব্যাপক প্রচারণা ও দৌঁড়ঝাপ করেও এখন বলছে সে নির্বাচন করবে না। এর পরিবর্তে এনসিপির নির্বাচনকালীন পুরো দায়িত্ব পালন করবে।
    আসিফ মাহমুদের মতো উচ্চাকাঙ্খা ও লোভী একটা ছেলে এতো সহজে দুই দুইটা আসন থেকে নির্বাচনের সুযোগ ছেড়ে দিল কেন সেটা নিয়ে ভেবেছি। মাহফুজকে নিয়েও ভেবেছি। কেন তারা সরাসরি নির্বাচন এভোয়েড করলো? তার কয়েকটা প্রধান কারণ খুঁজে পেয়েছি।
    ১. নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে এবং এনসিপি থেকে বেশ কয়েকজন জেতার সম্ভাবনা আছে। আগেও বলেছি, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জামায়াত জোট জিতলে বা বিরোধীদলে গেলে বলার সুযোগ পাবে যে তারা আদতেই জনপ্রিয় দল হয়ে উঠেছে। রেফারেন্স হিসেবে চারটা প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল সামনে নিয়ে আসবে।
    ২. আসিফ মাহমুদ ও মাহফুজ আলম একদম শেষ মুহুর্ত পর্যন্ত সরকারে ছিল। তারা নিজেরা নির্বাচন করলে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতো। এমনিতেই এনসিপি হলো কিংস পার্টি। তার উপর এনসিপি থেকে এই দুইজন নির্বাচন করলে ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করে তারা জিতলে ইউনুস সরকারের যে দূর্নাম হতো সেই পথ বন্ধ করে দিলো।
    ৩. এখনো বুঝছি না নির্বাচনের পর সরকার গঠন হলে কবে নাগাদ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কার্যকর হবে। আমি অনুমান করছি ১২ দলীয় জোট থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উচ্চ কক্ষে পাঠানোর উদ্দেশ্যেই তাদেরকে নির্বাচন থেকে বাইরে রেখেছে তাদের ডিসিশন মেকাররা। হয়তো তাদেরকে টেকনোক্রেট মন্ত্রী বানানোর সুযোগও আসতে পারে।
    ৪. উপরের কারণগুলোর বাইরে আরো যে গুরুত্বপূর্ণ কারণে আসিফ ও মাহফুজ নির্বাচন করছে সেটা হলো এই দুইজনের দূর্নীতি। এই দুইজনের বিরুদ্ধেই হাজার হাজার কোটি টাকা চুরি ও পাচারের অভিযোগ এসেছে। নির্বাচন করলে তাদের সম্পদের হিসাব দিতে গেলে লেজে গোবরে অবস্থা করে ফেলতে পারে এই ভয়েই তারা নির্বাচন থেকে বিরত থাকছে।

    তাসনিম জারার এনসিপি থেকে বের হওয়া নিয়ে আলাদা লিখতে ইচ্ছা করছে না। যতদূর জানি তাসনিম জারা সৈয়দা রিজওয়ানা হাসানের আত্মীয়। হবিগঞ্জ বাড়ি। তাসনিম জারা ইম্পল্যান্টেড নেত্রী যাকে আগে দেখে কেউ কোনদিন ভাবেনি সে রাজনীতি করবে। তাকে সবাই স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই চিনতো। গত বছর ৫ই আগস্টের পর সুযোগ বুঝে দেশে এসে প্রথমে নাগরিক কমিটিতে যোগ দেয় (নাগরিক কমিটিতে প্রচুর প্রগতিশীল মানুষ ছিল) এবং পরে যখন নাগরিক পার্টি তৈরি হয় সেখানে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। এটা পুরোটাই একটা প্ল্যানের অংশ। হিজাব পরে মেকআপ ছাড়া বিয়ে করে শফিকুল আলমের এএফপি হয়ে শায়েরের আলজাজিরাতে রিপোর্ট হওয়া এবং অক্সফোর্ডে পড়তে যাওয়া পুরোটাই তাকে নিয়ে এজেন্সির মাস্টারপ্ল্যান এবং সেই মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই এনসিপিতে যোগদান।
    তাসনিম জারা কেন এনসিপি থেকে বের হয়ে গিয়েছে তার কোন কারণ সে দেয়নি। অনেকেই শুধু ধরে নিচ্ছে বা অনুমান করছে জামায়াতের সাথে জোট করেছে বলে বের হয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করবে। আপনাদের কী মনে তাসনিম জারা গত দেড় বছর ধরে জানতো না যে এনসিপি জামায়াতের সি টিম? অবশ্যই জানতো। সে জেনেবুঝেই এবং জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতে সমস্যা নাই বলেই এতোদিন এনসিপিতে ছিল। তাহলে এখন কেন বের হয়ে গেল? জারার টিম জানে জামায়াত যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চেয়েছিল সেটা তারা পারেনি এবং জামায়াতের ভোট আসলে অতো নাই। তারচেয়ে একটা প্রগতিশীল লেবেল নিয়ে থাকলে, সৎ ভাব ধরে থাকলে তার এজেন্সির মূল্যও থাকে এবং মানুষের কাছেও প্রিয় থাকে।
    যাইহোক, এনসিপির যা করার কথা ছিল তারা তাই করেছে। মাঝখান দিয়ে কিছু কিউট ও ইনোসেন্ট মানুষ ডিসিভড হয়েছে। কিছু বামপন্থী ছেলেমেয়ে এই দলের সাথে নিজেদের যুক্ত করে প্রতারিত বোধ করছে। আবার দিলশানা পারুল, সামান্থা শারমিনদের মতো লোভী বামপন্থীদের অবশ্য জামায়াতে যেতে কোনই সমস্যা নাই। জারার পর পদত্যাগ করা তাজনুভা জাবিন এনসিপি থেকে পদত্যাগ করার কারণ হলো ঢাকা ১৭তে তারেক রহমানের নমিনেশন নেওয়া। তাজনূভার ঢাকা ১৭ তে তাকে জামায়াত জোট সম্ভবত অন্য কাউকে নমিনেট করেছিল আগে থেকেই। কিন্তু রাজনৈতিক উচ্চাকাঙ্খি মেয়েটা এমন একটা ভাব ধরলো যে এনসিপি জামায়াতের সাথে জোট করেছে বলে বের হয়ে গিয়েছে।

    ড. মাহমুদ হাসান (টিপু)
    আইনের অধ্যাপক ও গবেষক
    ডিসেম্বর ২৯, ২০২৫
    অটোয়া, কানাডা।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • অপার বাংলা | ০৩ জানুয়ারি ২০২৬ | ৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন