গল্প : আকাশ প্রদীপের চুপকথা - প্রতিমা সেনগুপ্ত : Pratima Sengupta
টইপত্তর | বাকিসব : মোচ্ছব | ০৮ ডিসেম্বর ২০২০ | ৩৯৯০ বার পঠিত | মন্তব্য : ৩
কার্ত্তিক মাস পড়ে গিয়েছে। প্রত্যেক বছরের মতো, এ বছরও বাড়ির ছাদে পূর্ব কোণে বাবা–মার স্মৃতিতে আকাশ প্রদীপ দেওয়া হবে। সন্ধ্যাবেলা চিলেকোঠার ঠাকুর ঘরে সন্ধ্যা–প্রদীপ দেওয়া পর, দিদি আমাকে ডেকে বলল, “চল ফুলু, আকাশ প্রদীপ জ্বেলেদি।”