গুরুচণ্ডা৯- র মোবাইল এপ পেয়ে আমোদিত হয়েছি। তবে নতুন সংস্করণের গুরুর সাইটে সরগর হতে সময় লাগবে। এক সার্চ ইঞ্জিন ব্যবহার করতেই নির্দেশিকা লাগলো! ইউটিউবেও গুরু ব্যবহারের নির্দেশিকা আছে।
ব্লগ সাইট হরিদাস পালের পোস্টগুলো সংশোধন বা মুছে ফেলা যাচ্ছে, এ-ও দারুণ ব্যাপার । এটি শুরু থেকেই কাম্য ছিল। কারণ একটি লেখা প্রয়োজনে সংশোধন বা মুছে ফেলার দরকার হতেই পারে, নইলে লেখককে সীমাবদ্ধ করে ফেলা হয়, আর এটি ব্লগ ধারণার সাথে সংগতিপূর্ণ নয়।
গুরুর টেকনো টিমকে সবিশেষ ধন্যবাদ। জ্জয় গুরু!
গুরুচন্ডা৯ এপ এখন গুগল প্লে স্টোরে!
এই করোনা ক্রান্তিতে প্রথমে গুরুর বইপত্র পার্সেল সার্ভিস, পরে এই এপ ভার্সন!
ব্রেভো!
এইখানে আবারও বলি।
গুরুর ই-বুক খুঁজে পাই না। আলাদা বোতামও নাই।অথচ ই-বুকগুলো গুরুর অমূল্য সম্পদ।
করোনার মতো ই-বুকের আলাদা নীল বোতাম চাই।
বলে বলে হয়রান। কীযেএক্টাবস্থা! :/
ই-বুকের আলাদা বোতাম পেয়ে খুশী হয়েছি। কিন্তু সেখানে শুধু ক্রয় যোগ্য ই-বুকের তালিকায় কিছুটা হতাশ হয়েছি।
একই বোতামে গুরুর ফ্রি ই-বুকগুলো রাখা হোক। জনতার দাবি
গুরুর সাইটে ধীরে ধীরে অনেক কিছু যোগ হয়েছে, এতে সুবিধা কিছু অবশ্যই আছে, কিন্তু ইন্টারফেস পুরোই সার্কাস মেকাপে রূপ নিয়েছে।
সাইটে রং, আইকনের ছড়াছড়ি খুব চোখে লাগে, বিশেষ করে সাইটের শুরুতেই সার বাধা পেঁচা আইকনে কিছু লেখার শিরোনাম।
চণ্ডালের প্রস্তাব :
*সাইট থেকে হাবিজাবি আইকন, ট্যাব ও অত্যাধিক রং সরিয়ে একে সহজ, সুন্দর করা হোক। সর্বত্র পেশাদারীত্বের ছাপ থাকা চাই।