এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • গুরুচণ্ডা৯ কী কেন ইত্যাদি

    pi
    বইপত্তর | ০৫ জানুয়ারি ২০১৮ | ১১০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 144.159.***.*** | ০৫ জানুয়ারি ২০১৮ ১০:১১372011
  • অ্যাঁ! অ্যাঁ!! অ্যাঁ!!!
  • সিকি | 158.168.***.*** | ০৫ জানুয়ারি ২০১৮ ১১:০২372013
  • হ্যাঁ! হ্যাঁ!! হ্যাঁ!!!
  • dd | 59.207.***.*** | ০৬ জানুয়ারি ২০১৮ ০৭:৩৯372014
  • ক্ষি ? ক্যানো?
  • avi | 57.***.*** | ০৬ জানুয়ারি ২০১৮ ১২:০১372015
  • ইত্যাদি ব্যাপারটাও জানানো হৌক।
  • π | ২৬ মে ২০১৮ ২২:২৪372016
  • আরে এই সুতোটা সেই তখন খুলেছিলাম, ফেবুগ্রুপে গুরু কী কেন গ্রুপ সাইট প্রকাশনা ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, বছ্হর দেড়েক আগে, সেটা তুলে রাখব বলে আর তাই নিয়ে সাইটেও লোক্জনের মতামতের জন্য। সে আর করব করব বলেও করা হয়নি। বেটার লেট ইত্যাদি।

    শুরু হয়েছিল, অভিষেক সরকারের একটা পোস্ট দিয়ে। সেটা আর তাই নিচে আলোচনা রইল।

    Abhishek Sarkar
    3 ডিসেম্বর 2016
    গুরুচন্ডা৯ ও পাঠক প্রতিক্রিয়া-- বিনির্মাণ - অপনির্মাণ - প্রতিনির্মাণ
    -------------------------------------------------------------------------------

    নিচের সমস্ত কথাই এক সাধারণ পাঠকের বয়ান মাত্র।

    গুরুর তিনটে প্রেক্ষিতের কথা মাথায় আসে,একে একে বলি।

    ১)প্রকাশক গুরু- যার সাথে আমি জড়িত পাঠক হয়ে

    ২) ফেবু গ্রুপ গুরু- অদ্ভুত মিনি ব্রহ্মান্ড,নিদারুণ,হিংস্র,আলোকময় এবং মুচমুচে অসংখ্য মিনিয়েচার সভ্যতা এবং অসভ্যতা ছড়ানো এক অঞ্চল বিশেষ-- আছি সভ্য হয়ে এখানেও।।। ভয়ংকর ধৈর্যধারী কিছু এডমিনের সহনশীল মোচড়ে চলছে বেশ এই জগৎ

    ৩) গুরুর আন্তঃজগৎ- যেখানে প্রকাশনা এবং ব্যাক্তিগত পেশা- অপেশার পোষাক খুলে বহু সমমানসিক অস্তিত্ব আছেন,থাকবেন আড্ডা,ঝগড়া,পিকনিক,সুখ এবং বেদনামালা নিয়ে- আপাতত এ নিয়ে কথা তুলব কম।

    কথা বলছি প্রকাশক গুরুকে নিয়ে।যেখানে বহু পাঠকদের সাথে আছি আমিও।এবারে যা হয়, গুরুর কিছু বই ভালো লাগে গুরুরই বাকি বইএর তুলনায়।তার মানে অবশ্য এই নয় যে আমার মূল্যায়ন গুরুর নিজস্ব মূল্যায়ন বা বোধের সাথে মিলেছে সর্বত্র কিন্তু প্রকাশনা তো নিজের নিয়মেই এক এক জনের সাথে এক এক রকমের সম্পর্ক গড়ে তুলবে। গুরুও নিশ্চয়ই এই সেতু নির্মাণটাই চায়।

    বেশ কিছু বছরে আমি নিশ্চিত আমার মতনই গুরুর কিছু পাঠক জুটেছে যারা ফেবুকে নজর রাখে গুরু কি নতুন ছাপবেন,বা ছাপছেন । অত্যন্ত সিরিয়স কিছু কথা,আলোচনা এবং ন্যারেশান( সবসময়েই কাউন্টার তা নয় কিন্তু) পড়তে,জানতে গুরুর কাছে পাঠকদের আসা এবং সেই থেকেই
    একটা চাহিদা তৈরি হয়েছে, একটা ঘরানাও হয়ত।এসব কথা আপনাদের অজানা এমন নয়।
    নিশ্চয়ই নানা বইমেলা বা পুস্তকপ্রকাশে পাঠকদের অবস্থান,আনন্দ এবং উপস্থিতি এই কথা সায় দিয়ে জানিয়েছে আপনাদের।

    এবারে একটা বই নিয়ে বিশেষ করে বলছি বা একটা সিরিজ বললে ভালো হয় বেশি---- চটি সিরিজ, ধনঞ্জয়ের বিচার বা অন্য যৌনতা যেই নাম ধারণ করে।
    অত্যন্ত যত্নশীল প্রকাশনা এবং এইদুটো আমার বেশ প্রিয় কাজ বটে, আরও আছে তবে উদাহরণ এগুলো নিয়েই দেয়া যাক।

    তিনটে ব্যাপার লক্ষ্য করে দেখেছি আপনাদের একটা অসম্পূর্ণ বিবরণ এবং রূপ তৈরি করেছে পাঠকের মনে এবং গ্রহণেচ্ছায়।
    আবার বলছি এই নির্মাণে গুরুর দায়িত্ব যত তার চেয়ে বেশী হওয়ার কথা ছিল পাঠকের, কিন্তু ম্যাটার অফ দা ফ্যাক্ট হল নির্মাণটা হয়ে গ্যাছে ।

    ১) গুরুর চিহ্ন বা লোগো
    ২) সিরিজের নাম চটি, আনুষঙ্গিক পদচিহ্নের ছবি,পেছনে চটির জেনেরিক পরিচয়
    ৩) গুরুর ফেবু দুনিয়ায় বিচিত্র এবং অসংখ্য অত্যন্ত লঘু আলোচনা এবং বাগধারা

    ৩এর ব্যাপারে বলি যে এগুলোর সিংহভাগ আপনাদের প্রকাশনার তরফ থেকে হয় না এবং সত্যি কথা হল যে যদি হতও তাহলেও তার সাথে আপনাদের প্রকাশনার গুণগত মান এবং ধারা গুলিয়ে ফেলা আপনাদের নয়, পাঠকেরই দায়। কিন্তু এটা গুলিয়ে যায়,যাচ্ছে।
    সব মিলিয়ে গুরুর যেমন একটা সিরিয়াস পাঠকগোষ্ঠী তৈরি হয়েছে তার বহুগুণ তৈরি হয়েছে অসংখ্য চটুল এবং হাল্কা পাঠক গোষ্ঠী।

    এর ফলে যেটা হয়েছে তা হোল আজ অনেক পাঠকই - অন্য যৌনতা,আদালত-মিডিয়া এই সব বই না পড়েই ধরে নিচ্ছে যে যেহেতু এটায় প্যাঁচার ছবি,এর নাম চটি সিরিজ এবং এর প্রকাশনার ফেবু গ্রুপে সকাল থেকে দুজন আল্পটকা খিস্তি করছে- তাই এ বই নিতান্ত খেলো।
    না পড়েই এই মূল্যায়নের প্রশংসা করছি না। কিন্তু এটা হচ্ছে।

    আপনাদের সাইট ও দেখেছি। কোনো ভাবেই ফেবু গ্রুপের সাথে তুলনীয় নয়। কন্টেন্টে এবং আলাপচারীদের। কিন্তু অধিকাংশ পাঠক ফলো করে আপনাদের ফেবু গ্রুপ বেশী, সাইট কম।

    এই গুলিয়ে যাওয়াটা কেমন জানেন তো - যেমন অধিকাংশের কাঙাল মালসাট নাটক দেখতে চাওয়ার ইচ্ছা। নবারুণের নানা প্রকার বি এবং অপ নির্মাণ আপনাদের অজানা নয়।

    আমার নিজের কথা বলছি- প্যাঁচা আমার দিব্বি লেগেছে এবং ফেবু গ্রুপের সাথে আমি আপনাদের প্রকাশনা এখনও গুলিয়ে ফেলি না।

    আমি নিশ্চিত ভবিষ্যতেও আপনারা আরও মনোগ্রাহী এবং দরকারি প্রকাশনা করবেন আরও নানা দরকারি বিষয় নিয়ে এবং এমন যত্ন নিয়েই।

    সরকারি মধ্যস্ততায় পশ্চিম বংগের সামগ্রিক উচ্ছেদ প্রকল্প নিয়ে আমি তো অনেক দিন অপেক্ষায় আছি বড় করে নিশ্চয় কিছু পাবো আপনাদের কাছে।
    আপনাদের বেশ কিছু বইএর ইংরাজি অনুবাদ ও হবে এমন আশা রাখি।

    আশা করছি মূল বক্তব্য মোটের ওপরে বোঝাতে পারলাম। এবারে আলোচনা করে আপনারা ভাবতে পারেন যে কি করা যায় এই নিয়ে।

    ------
    Rabimba KaranjaiRabimba এবং অন্যান্য 11 জন গুরুচন্ডা৯ guruchandali -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। আমি প্যাঁচাবাদী। বাকি সব বিবাদী এবং অবিসংবাদী

    Asish Das এটাই কথা। গ্রুপের গুরু আর সাইটের গুরু পুরো আলাদা জিনিস। অনেকেই সেটা জানেনা। আমি সাইট পুরোটা ফলো করিনা, যতটুকু ফলো করেছি তাতে এটাই মনে হয়েছে।
    5
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal Souradeep Ganguly Arijit Guha Arko Probho Arijit Mondal Azad Hossain Ruman Sharif Sanjay Ghosal Parichay Patra Prativa Sarker
    2
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Rabimba Karanjai
    Rabimba KaranjaiRabimba এবং অন্যান্য 11 জন গুরুচন্ডা৯ guruchandali -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। এটা হবেই, হতোই,এবং হচ্ছেও। প্রশ্ন টা হচ্ছে গুরু কি "একটি উল্টো পাল্টা প্রতিষ্ঠান" ই থেকে যেতে চাই. নাকি ব্র্যান্ড আইডেন্টিটি প্রতিষ্টা করতে চায় (বর্তমানে যা আছে তার থেকে ভিন্ন ভাবে)
    3
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Paramita Datta
    সহমত ...সাইট আর গুরু গ্রুপ এক নয়
    6
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর

    Rajashri Sarkar Gurur sathe prothom alaap Dhanonjoyer faasi r boi prokaash e. Site ta puropuri follow kora hoye othena, seta amar nijer e fault :( , r face book e guru comperatively easily accessible..nananrokomer discussions hoy, sabkota e je amar monomoto ba ruchimo...আরও দেখুন
    4
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর · সম্পাদনা করা হয়েছে
    Sanjay Ghosal
    Sanjay Ghosal সাইট টা পুরো অন্য জগত। কিন্তু গ্রুপ এর বিভিন্ন আলোচনা থেকে এডমিন দের সম্পর্কে একটা আইডিয়া তৈরী হয় যেটা থেকে অনেকে অনেকসময় সাইট এর লেখাগুলোকে প্রিজাজ করে বসে।
    6
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Rouhin Banerjee
    Rouhin BanerjeeRouhin এবং অন্যান্য 11 জন গুরুচন্ডা৯ guruchandali -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। এখানে যত বেশী সম্ভব সেই সদস্যদের মতামত শুনতে চাই যারা ফেবু গ্রুপ বা সাইটে লেখাপত্তর পড়েন, কখনো মতামত দেন, কখনো নানাবিধ কারণে চুপ থাকেন। এখানে সবাই প্রান খুলে বলুন। সমালোচনা নিন্দা করতে হলে তা-ও করুন প্রান খুলে।
    6
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Souvik Ghoshal
    Souvik Ghoshal গুরুর বইপত্র ডানা মেলতে শুরু করেছে ভালোভাবেই। একটা নিজস্ব ঘরানা তৈরি করে সে অনেক ধরনের পাঠককে আকর্ষণ করতে পারছে। এটা খুব জরুরী একটা ব্যাপার।
    5
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal Sayan Bhattacharyya
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ruman Sharif
    Ruman Sharif অনির্বাণ নন্দী

    Sayan Bhattacharyya
    Sayan Bhattacharyya "ধরে নিচ্ছে যে যেহেতু এটায় প্যাঁচার ছবি,এর নাম চটি সিরিজ এবং এর প্রকাশনার ফেবু গ্রুপে সকাল থেকে দুজন আল্পটকা খিস্তি করছে- তাই এ বই নিতান্ত খেলো।"

    I think this is a serious problem.
    3
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal Sayan Kar Bhowmik
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Sayan Kar Bhowmik
    Sayan Kar BhowmikSayan এবং অন্যান্য 11 জন গুরুচন্ডা৯ guruchandali -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। Ami follow korchhi ei thread ta :)
    2
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Sayan Kar Bhowmik
    Sayan Kar BhowmikSayan এবং অন্যান্য 11 জন গুরুচন্ডা৯ guruchandali -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। Site aar group er conflict ta niye ami o khub curious
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal ar prokashoni pyacha chotir sathe conflict nie ami curious :)
    4
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Sayan Bhattacharyya
    Sayan Bhattacharyya An aged relative of mine, who is a serious reader of Bengali prose, was put off by precisely the factor mentioned here: ""ধরে নিচ্ছে যে যেহেতু এটায় প্যাঁচার ছবি,এর নাম চটি সিরিজ...তাই এ বই নিতান্ত খেলো।" This may be somewhat of a generational issue, however.
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal

    একটি জবাব লিখুন...

    Miksau Sen
    Miksau Sen Group ta easily acessible. Group ta te published boi er katha discuss hotei pare. Site mone hoy sabai sight-seeing koren na.
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal site o to open to all !
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal mane grp er thekeo open :)
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Miksau Sen
    Miksau Sen Site keu visit korle ki bojha jay? Onek site e visitor numbers thake. Open niye kono doubt nei. Facebook e ese mone hoy site korte chay na. My personal view.
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Sayan Bhattacharyya
    Sayan Bhattacharyya I find the aesthetics of the site displeasing, so I rarely visit the site.
    2

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal Rabimba Karanjai
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    আরও উত্তর দেখুন
    Ipsita Pal

    একটি জবাব লিখুন...

    Ipsita Pal
    Ipsita Pal site er niche visitor sankhya lekha ache dekhun
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Prativa Sarker
    Prativa Sarker লেখাটার শেষ চারটে প্যারার সঙ্গে সহমত। যদিও বেজায় ভালো বিশ্লেষণ, কিন্তু এতে গুরুর কিছু করার আছে কি ? পাঠক তৈরি করা গুরুর কাজ হলে সেটা মন্দ হয় না, তবে পাঠকরাও ঠিক গুরু খুঁজে নেয় এটাও দেখেছি বার বার।
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর · সম্পাদনা করা হয়েছে
    Arijit Guha
    Arijit Guha খুব নিরপেক্ষ মূল্যায়ন। একেবারেই সহমত।
    1
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Ipsita Pal
    Ipsita Pal Nilanjan Sayed
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর
    Rituparno Basu
    Rituparno Basu Penguin Seagull থাকলে তো কেউ খেলো মনে করে না। তারা ও তো পাখি।
    3
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · 1বছর · সম্পাদনা করা হয়েছে
    Prativa Sarker
    Prativa Sarker ওগুলো সাহেব-পাখি !
  • π | ২৬ মে ২০১৮ ২২:২৮372017
  • Saikat Bandyopadhyay
    6 ডিসেম্বর 2016
    অভিষেক সরকার ( কোনো কারণে ট্যাগ করা যাচ্ছেনা), গুরুর গ্রুপের চেহারা, বইয়ের আকার ইত্যাদি পাঁচমেশালি জিনিস নিয়ে একটা চমৎকার লেখা লিখেছেন, এটা তার উত্তর। বড় হয়ে যাবে, এই আশংকায় একটা আলাদা সুতো খুললাম। যদিও বড় হবার আশকা আছে, কিন্তু সময় বেশি নেই, তাই খাপছাড়াও হবে স্লাইট, নিজগুণে একটু বুঝে পড়বেন।

    অভিষেক ঠিকই বলেছেন, গুরুর একটা সৃষ্টিছাড়া টাইপের ব্যাপার আছে। সাইট এক জিনিস, গ্রুপ আরেক, লোগো-টোগো প্যাঁচার, নামের ল্যাজে ৯, বইয়ের নাম চটি সিরিজ। কিন্তু কেস হল এই, যে, এর কোনোটাই একটুও অপরিকল্পিত না। বললে বিশ্বাস করবেননা, হেবি হিডন ফিলসফি আছে। নামটাই ধরুন, "আকাশ ভরা সূর্যতারা" হতে পারত, "গানেই ভুবন ভরিয়ে দেব" হতে পারত, হঠাৎ গুরুচন্ডা৯ কেন?

    কারণটা এক লাইনে বলা মুশকিল। বাংলা পত্রপত্রিকার নামকরণের একটা ইতিহাস আছে। বিশেষ করে যারা একটু বিদ্রোহী টাইপের। একটা সময় কমিউনিস্ট পার্টির মুখপত্রের নাম ছিল স্বাধীনতা। কীরকম একটা প্রজ্জ্বলিত শিখা ছিল নামেই। তখন যাঁরা পত্রিকা করতেন, নাম দিতেন স্ফুলিঙ্গ, অগ্রণী এইসব। অথবা অনুষ্টুপ এক্ষণ। মোটের উপর, আলোকবর্তিকা ধরে আছি, সাম্প্রতিকতার শীর্ষে বসে আছি, এরকম একটা হাবভাব ছিল নামকরণে।

    নব্বইয়ে এসে জিনিসটা উল্টে গেল। অর্থনৈতিক উদারীকরণ, সামাজিক উদানৈতিকতা, যুগপৎ সোভিয়েতের পতন, আর উত্তর আধুনিকতার উত্থান, সব খুব তাড়াতাড়ি হয়ে গেল। একদিকে মিলান কুন্দেরা, অন্যদিকে ফ্রান্সিস ফুকোয়ামা। আমাদের বুদ্ধিজীবী দাদা দিদিরা এবং আমরাও টোটাল ঘেঁটে গেলাম। বাড়াবাড়ি অনেক হল, কিন্তু তার মধ্যে এইটুকু বোঝা গেল, প্রগতি কোনো সরলরৈখিক ব্যাপার না। "চল চল চল , ঊর্ধ্বগগনে বাজে মাদল" বলে মার্চ করার দিন গিয়াছে। চলে এল সেই জিনিস, যার নাম সাবভার্সান, সঙ্গে এল ফুক্কুড়ি। ( আপনি যার নাম নিয়েছেন সেই কাঙাল মালসাটও এই ধারারই একটা প্রোডাক্ট।) পত্রিকার নামও পাল্টাতে শুরু করল। অপর, অনার্য, রাক্ষস, এইসব হল নাম। প্রগতির টোটাল রোল রিভার্সাল হল আর কি।

    এই প্রেক্ষাপটে গুরুর জন্ম। ২০০৪ সালে। তখন ট্রাডিশনাল প্রগতির ধারণাকে অবান্তর মনে হচ্ছে। তখন টোটাল রোল রিভার্সালের উন্মাদনাও কমে এসেছে। অর্থাৎ রাক্ষস নামটা নতুন সময়ের জন্যও বড়ো উচ্চকিত লাগছে। স্লোগানের জবাবে আরেকটা স্লোগান মনে হচ্ছে। এবং, একই সঙ্গে পাল্টা স্লোগান না দিয়ে করবটা কী, সেটা একেবারেই ক্লিয়ার নয়। আমরা "সব বাল" ১০ বছর আগে বলে ফেলেছি, কিন্তু তার পর কী? অজিত চৌধুরিরা লিখে ফেলেছেন, পোস্ট কলোনিয়াল কোলাবরেটরের গপ্পোও লিখে দিয়েছেন। এইসব থিয়োরি-টিয়োরি সব পশ্চিমের চক্কর, বোঝা হয়ে গেছে। কিন্তু অত্ঃকিম?

    এই প্রশ্নচিহ্ন, এখান থেকেই গুরুর নামকরণ। কী নামই বা দেওয়া যেত? "ঊর্ধ গগনে বাজে মাদল" টাইপের নাম দেওয়া যেতনা। ওসবে বিশ্বাস ছিলনা আর। "দ্রৌপদী" (মহাশ্বেতা দেবীর), বা "বৃহন্নলা" (প্রান্তিক),কি ংবা "সাঁওতাল"(প্রান্তিক) দেওয়া যেত। কিন্তু লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা নামের শেষেই ব্র‌্যাকেটে যে কথাগুলো লিখেছি, সেসব কোনো না কোনো বড়দার বলে দেওয়া নাম। দ্রৌপদী কে মহাশ্বেতা দেবী দ্রৌপদী বানিয়েছেন। বৃহন্নলা যে প্রান্তিক, এই প্রান্তিকতা কোনো পশ্চিমী বড়দার শিক্ষা। এসব কোনো প্রশ্নচিহ্ন ছাড়া মেনে নেওয়া অসম্ভব ছিল ২০০৪ এ (এখনও তাই)। এসব যেন স্লোগানের বদলে পাল্টা স্লোগান। আর, আমরা বাপু কোনো পার্টির ক্যাডার নই।

    তাহলে? নিজেদের নামকরণ যদি নিজেদেরই করতে হয় তো, খুঁড়ে দেখি আমাদের কী আছে। স্লাইট ভাবালুতা আছে। বেগম আখতার শুনলে কান্না পায়, নাজিয়া হাসান শুনলে নাচ। ময়ূর পেখম তুললে হাঁ করে দেখি, পিকাসো ছবি আঁকলে কিসুই বুঝিনা, রাগ হয় প্রচন্ড। কোনোকিছুই মাপেমাপ নয়। কম্পোজিশনের বালাই নেই। ম্যাগাজিনে লিখতে গেলেই সাধু ভাষায় বাতেলা দিতে ইচ্ছে করে, তত্ত্ব করতে হলে যেখান থেকে পাই টুকি। মাঝে মাঝে প্রচন্ড রাগ হয়, কার উপর বোঝা মুশকিল। নিজের উপরেই হবে। রবীন্দ্রসঙ্গীত শুনলে ভাবগম্ভীর হয়ে যাই, পকেটমার দেখলে পেটাই, দূর থেকে দেখলে নিজেকে কার্টুনের মতো লাগে। সাজানো বাগানে যেন ঘুরে বেড়চ্ছে মূতিমান কিছু ইয়ার্কি। এই ২০০৪ সালে, যখন আর কোনোকিছুই নাগালে নেই, সব আউট অফ কন্ট্রোল, কোনো থিয়োরি দিয়ে আর কিছু মাপা যাচ্ছেনা, তখন এই বিদঘুটে খাপছাড়া রিয়েলিটি, এখান থেকে যদি শুরু করতে চাই, তবে কী আর তার নাম হতে পারে, গুরুচন্ডা৯ ছাড়া( ৯ সমেত)? ওই ৯ টা ওখানে এতটুকু আপতিক না। ওটা শুধু স্মার্টনেস না। চাঁদের ছায়া যখন নিজেই আরেকটা পরিপূর্ণ চাঁদ হয়ে উঠতে চায়, তাকে ভেঙে দিতে যে ঢেউ লাগে, ৯ টা সেই ঢেউ। গুরুচন্ডালির কম্পোজিশনের বিক্ষিপ্ততা। খানিকটা ইয়ার্কি খানিকটা একসেন্ট্রিসিটি। ওই জন্যই ৯ টা আমাদের সিগনেচার। যেমন ওই প্যাঁচার চোখমারা তেমনই গুরুচন্ডালির ল্যাজে ৯। পুরো সিমেট্রিকে, পুরো ফিল গুডকে যা ভেঙে দেয়।

    গুরুর এই পুরো জার্নিটাই তাই। গ্রুপ, সাইট, বই, হট্টগোল সব।

    (এইটা শুধু প্রথমাংশ। আর এখন পারছিনা। বাকি পরে হবে)।
  • π | ২৬ মে ২০১৮ ২২:৩৬372018
  • অবিম্ব Kঅরন্জইRবিম্ব এ হম। গুরু নতুন ব্র্যান্ড আইডেন্টিটি চায়নাচায়না ঃড
    ব্যাস। প্রশ্নের উত্তর পাওয়া গেছে



    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    আসিশ ডস
    আসিশ ডস ৯ আর প্যাঁচা। গুরুর ব্র‍্যান্ড আইকন! আমাকে সেই প্যাঁচা নিয়ে আগের বইমেলায় কি বিশাল একটা গল্প দিতে যাচ্ছিলো! ঃ

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল কে ?
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    আসিশ ডস
    আসিশ ডস সুমেরুদা গ্রুপে সেই অ্যাস্ট্রোফিজিক্স এর গল্প দিল না? ;) আরে তারপর তো তুমি আসল গল্পগুলো বলছিলে।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    আমিত হক্রবোর্ত্য
    আমিত হক্রবোর্ত্য ~ উমেরু অজ্কল অস্ত্রোফ্য়্সি্স নিয়ে ও গোল্পো দি্চে!!!! ম্ম্ম । । #ডে্‌অ্‌রন্দি্‌এফিস্তোফেলেস । । ঃড
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল

    একটি জবাব লিখুন।।।

    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল ঃ)
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল তবে আমি কোন গল্পগুলো দিয়েছিলাম, সে আমিও ভুলে গেছি ঃ

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    আসিশ ডস
    আসিশ ডস এই গুলোই বলেছিলে আরেকটু সংক্ষেপে! ঃ

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    ঈপ্সিত অল

    একটি জবাব লিখুন।।।

    ওম্লত ডেব্নথ
    ওম্লত ডেব্নথ ওনেক দিনের ইচ্চে চিলো এই গ্র্প এর ইতিহস ত জন্বর।। খুব ভলো লগ্লো।


    ওমেন অসু বাঃ।।।। ঃ-)

    ঈন্দ্রনি অন্দল বাহবা! বেশ তো!! বেশ।।। বেশ।।।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর

    অউতম ইস্ত্রি নাহ। যতই নাক কুঁচকাও না কেন, একে এড়িয়ে যাবার উপায় নেই। প্যাঁচার ট্যারা চোখের কটাক্ষ বাঙালির মজ্জাগত ভাবালুতা ভেঙেচুরে নতুন করে গড়তে বাধ্য করবেই।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর

    অরমিত ডত্ত সব ভেঙেচুরে যাক


    আভিশেক অর্কর গুরুর মধ্যে এই তুমুল উথালপাথাল করা ভেংচি ছাড়াও এক অদ্ভুত মায়াময়তাও পাই। উত্তর যুগের অতঃকিমদের চারিত্রিক বহু গুণ এবং লক্ষণ থাকলেও এই স্থিতধী ভাবঘনতা এবং তন্ময়তা আপাত ছটফটে ইক্সেন্ট্রিসিটির ঢেউগুলো পেড়িয়ে আসে।থিতু হয় ক্ষেপে ক্ষেপে, পারের গুলতানি করা আগ্।।।আরও দেখুন
    ১২
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    আভিশেক অর্কর
    আভিশেক অর্কর আর প্রকাশনা এবং পাঠক-প্রকাশনার নব্য সম্পর্ক গঠন এবং প্রচারের কিছু বিশেষ দায়িত্ব গুরু নিয়েছে এবং হয়ত আরও নেবে। হয়ত কিন্ডেল রিলিজ আসবে, আসবে অডিও বুক।হয়ত সংমিশ্রণ ঘটবে নানা শিল্প মাধ্যমদের। সব যে খুব ভালো হবে এমনটা ও নয়। পরে আরও কেউ আরও ভালো করবেন।তবে প্।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    ডেব্রজ ওস্বমি
    ডেব্রজ ওস্বমি যে নামের ভেতর বাই ডিফল্ট গুরু এবং চণ্ডাল মিলেমিশে থাকে বহুমাত্রিকতাই তার প্রধান শর্ত। 'আমি একাই ঠিক আর দুনিয়ার সবাই ভুল' এই এককমাত্রার বিপরীত অবস্থানকে বোঝানোর জন্য নামটা মোক্ষম । আর শেষের ৯ টা মাস্টার টাচ । দেখলেই ছেলেবেলায় পড়া '৯কার যেন ডিগবাজি খায়'।।।আরও দেখুন
    ১১
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    আভিশেক অর্কর
    আভিশেক অর্কর আরও একটা কথা না বললেই নয়। আঠারো-উনিশ শতকের রোমান্টিক প্রকাশভঙ্গীমায় মনের একটা বিশেষ তাড়না কার্যকরি ছিল।একে বোধকরি এহ্ন্সুচ্ত বলা হয়। রবীন্দ্রনাথে এই 'কী জানি পরান কী যে চায়' ভাবটা বহুবার বাঙালী পাঠক,শ্রোতা দেখেছেন। উত্তর যুগের বাসিন্দারাও এতে বিশেষ ভাবে।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    অন্জীভ উখের্জী
    অন্জীভ উখের্জী মোদ্দা কথা " একটি উল্টো পাল্টা প্রতিষ্ঠান "

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    রনব ডস
    রনব ডস আমাদের চুপ করিয়ে বেশ করেছিস।খুব ভাল লাগছে ।

    Rুমন হরিফ বাহ!
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল কদের চুপ কোরিএ !! রনব ডস
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    রনব ডস
    রনব ডস এত ভাল লেখার পর আর কিচ্ছু বলার আছে কী?

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল

    একটি জবাব লিখুন।।।

    অর্থোক হত্তের্জী
    অর্থোক হত্তের্জী দারুণ লাগলো।।।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল ঔরভ হত্তচর‌্য

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঔরভ হত্তচর‌্য
    ঔরভ হত্তচর‌্য পোরে ফেলেচি,সইকত ববু কে ফোল্লো কোরি,ন সোর্র্য স্তল্ক কোরি বসিল্ল্য
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · অনুবাদ দেখুন · ১বছর
    ঈপ্সিত অল

    একটি জবাব লিখুন।।।

    ওম্লত ডেব্নথ
    ওম্লত ডেব্নথ ৯ এর ব্যবোহর অর হোয় ন।। নোতুন বোর্নোপোরিচোয় বৈ থেকেও ৯ বদ দে হোয়েচে। জগ গে তোবু ঈই নমের দৌলোতে উসে কোর্চি বচিয়ে রেখেচি ৯ কে।

    অন্তনু Kউমর ডস আমি আবার মাথায় খাটো । পড়াশুনোও নেই । তবে এই লেখাটা কেমন কবিতা কবিতা লাগল । একটা লাইন কোট করছি
    " চাঁদের ছায়া যখন নিজেই আরেকটা পরিপূর্ণ চাঁদ হয়ে উঠতে চায়
    তাকে ভেঙে দিতে যে ঢেউ লাগে
    ৯ টা সেই ঢেউ "


    অন্খ Kঅর্ভউমিক ভাগ্যিস আমার সঙ্গে পড়েছিলি, নইলে তোকে হাতে ধরে এসব শেখাত কে
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    Rৌহিন অনের্জী
    Rৌহিন অনের্জীRৌহিন এবং অন্যান্য ১১ জন গুরুচন্ডা৯ গুরুচন্দলি -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। "পুরো সিমেট্রিকে, পুরো ফিল গুডকে যা ভেঙে দেয়" - ২০১৩ তে যখন প্রথম গুরুর সঙ্গে পরিচয়, ঠিক এই ধারণাটাই আমাকে আকৃষ্ট করেছিল প্রথমেই। তারপর থেকে যত বেশী জড়িয়ে পড়েছি, এই চারিত্রিক বৈশিষ্ট্যটাই আমাকে সবচেয়ে বেশী টেনে রেখেছে। ডার্ক নাইটের জোকারের মত মোস্ট আনএ।।।আরও দেখুন
    ১১
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল োম্মেন্ত্গুলো ইনেতের্স্তিঙ্গ লগ্ছে।

    টিতি Rয় বেশ। এবং দিব্যি।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    অইকত অন্দ্যোপধ্যয়
    অইকত অন্দ্যোপধ্যয়অইকত এবং অন্যান্য ১১ জন গুরুচন্ডা৯ গুরুচন্দলি -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। সব মন্তব্যগুলো পড়লাম। আমার লেখাটা আসলে শেষ হয়নি। বাকিটা পরে লিখব। আজও সময় নেই।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ইতন্শু ওন্দল
    ইতন্শু ওন্দল লেখা শেষ হলে তারপর কমেন্ট করব।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য "প্যাঁচার ট্যারা চোখের কটাক্ষ বাঙালির মজ্জাগত ভাবালুতা নতুন করে গড়তে বাধ্য করবেই।"

    "ভেঙেচুরে" ইস রেলতিভেল্য এঅস্য; " নতুন করে গড়তে" ইস দিফ্ফিুল্ত, অন্দ ইস নেভের গুঅরন্তীদ।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল হ্ম্ম।।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য "বাঙালির মজ্জাগত ভাবালুতা"

    ঈ থিন্ক থত থে স্তোর‌্য থত "ভাবালুতা" ইস মজ্জাগত অমোঙ্গ থে বাঙালি ইস লর্গেল্য অ ম্য়্থ।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল কেনো ?

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য ঠিন্ক অবৌত থে ওরিগিন ওফ থিস ম্য়্থ (অবৌত বাঙালির মজ্জাগত ভাবালুতা")। ঠে ওরিগিন স্তোর‌্য ওফ থিস ম্য়্থ ইস এঙ্গল'স অইশ্নব ত্রদিতিওন, এস্পেিঅল্ল্য রি হইতন্য। ঠে সিঙ্গিঙ্গ অন্দ দিঙ্গ, থে "ফেমিনিনে" নতুরে ওফ থিস ত্রদিতিওন, এ।

    উত থিস রেঅল্ল্য রেস্ত্স।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · অনুবাদ দেখুন · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    ১টি জবাব
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল ওম্নথ Rোয় কি বোলে দেখি এই ভবলুত নিএ।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    আভিশেক অর্কর
    আভিশেক অর্কর সায়নবাবুর মত পুরোটা মানতে পারলাম না। অবশ্যই এই জাতীয় বাক্য সামগ্রিক ভাবে বাঙালী চরিত্র বয়ান করতে অসমর্থ কিন্তু প্রশ্ন হল গোড়াতেই - যে বাঙালীর আদৌ কোন অদ্বৈত, একক চরিত্রের খোঁজটাও তো একটা নির্মাণ। কোথাও এই জাতীয় একটা কার্ভ ফিটিং করা বাক্য দেখলে তা দিয়ে ।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য "বাঙালীর আদৌ কোন অদ্বৈত, একক চরিত্রের খোঁজটাও তো একটা নির্মাণ। কোথাও এই জাতীয় একটা কার্ভ ফিটিং করা বাক্য দেখলে তা দিয়ে শুধু মাত্র কলকাতার 'ভদ্রলোক'গোষ্ঠী ডিফাইন্ড এমন ধরাটাই বোধহয় ভালো।"

    ঠিস ইস ত্রুএ। ঈন অদ্দিতিওন তো থিন্কিঙ্গ বেয়োন্দ অুত্ত তো ওথের প।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ১বছর · সম্পাদনা করা হয়েছে
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল তুললাম। অনেকে আরো নতুন এসেছেন। কথা হোক।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য "সঙ্গে এল ফুক্কুড়ি"

    ঈ অম অ ভের‌্য সেরিঔস পের্সোন। ঈ সিেরেল্য বেলিএভে থত নো 'মোহোত' কোর্মো ন বে সোন্ঘোটিতো ব্য মেঅন্স ওফ ফুক্কুড়ি ।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    ২ Rেপ্লিএস
    Rৌহিন অনের্জী
    Rৌহিন অনের্জীRৌহিন এবং অন্যান্য ১১ জন গুরুচন্ডা৯ গুরুচন্দলি -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। সব সময়ে "মহৎ কর্ম" করতেই হবে এর কোন মানে আছে নাকি। মাঝে মাঝেই (একটু বেশীই মাঝে মাঝে) আমারা মারাউডর'স ম্যাপ খুলি - আর ওয়ান্ডের টোকা দিয়ে বলি "উই সোলেমলি সোয়ার দ্যাট উই আর অফ নো গুড" - তারপর কান্ডকারখানা দেখতে থাকি।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য অইকত ব্রোতেঃ "আমার লেখাটা আসলে শেষ হয়নি। বাকিটা পরে লিখব। "

    হেরে ইস থে রেমইনিঙ্গ পর্ত?

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    ১টি জবাব
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল Kইন্তু অপ্নর ন অম্ব দরুন লেগেচিলো , অয়ন হত্তচর‌্য্য দ ? ঃ)

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    ২ Rেপ্লিএস
    আভিশেক অর্কর
    আভিশেক অর্কর সায়নদার বোধহয় ফক্কুড়ি এজ দা কন্টেন্ট নিয়ে আপত্তি, নট এজ আ ফর্ম।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ · সম্পাদনা করা হয়েছে
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল Kইন্তু উরুর ফুক্কুরি তো অস অ ফোর্ম, নোত োন্তেন্ত।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    আভিশেক অর্কর
    আভিশেক অর্কর এবং পাঠকদের কাছে গুরুর ফক্কুড়ি ছাড়া আরও নানা ফর্মের উপস্থিতি বর্তমান। প্রকাশক গুরুর কথাই বলছি। গালিভারস ট্র‍্যাভেল,ডন কিয়োটে,ক্যাঁদিদ,কাঙাল মালসাট, হাম্বা, খেরোবাসনাদের মধ্যে একটা আপাত ফক্কুড়ি ঝোঁক থাকতেই পারে কিন্তু সেটাই তাদের একমাত্র পরিচয় নয়,তাদের লেখকদেরও নয়,প্রকাশকের তো নয়ই।।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য অয়্বে ইত'স অ গেনেরতিওনল থিঙ্গ, আভিশেক। ঈ মে ওফ অগে অত থে ফগ-এন্দ ওফ থে এর ইন হিস্তোর‌্য ্হেন মোমেন্তৌস চঙ্গে স্তিল্ল সীমেদ অরৌন্দ থে োর্নের। হঙ্গে সীমেদ লিকে সেরিঔস বুসিনেস্স। ঈ অম অ মন ফ্রোম থে ত্বেন্তিএথ-েন্তুর‌্য (থে প্রে-নিনেতিএস ত্বেন্তিএথ-।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · অনুবাদ দেখুন · ৫১সপ্তাহ · সম্পাদনা করা হয়েছে
    ১টি জবাব
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল আর অয়ন হত্তচর‌্য্য দ, অপ্নর ভলো লগ অম্বতেও ফোর্ম কিন্তু ফুকুরি ই
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য 'ফক্কুড়ি'

    "কাল এইচএস রেজাল্ট, অ্যাকাডেমিক অর্থে অনেকেরই ভবিষ্যৎ নির্ধারণের দিন, পরীক্ষায় অনেকেই দুর্দান্ত নাম্বার পাবে (সে নিয়ে আদিখ্যেতাও ফেসবুকে অনেকদিন চলছে) এবং তাদের পাকামিও পরদিন থেকে নাম্বারের সমানুপাতে বাড়বে। এ থেকে বোঝা যায় যে যা করতে চায় সে ।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    টেজোমোয় হোশ
    টেজোমোয় হোশ পোরের পর্ত ত কৈ

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল অইকত অন্দ্যোপধ্যয়
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল অয়ন হত্তচর‌্য্য ।।।ঊপোরের এই পোস্ত এর সথে অক্কুরির কি সম্পোর্কো ?
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    ৩ Rেপ্লিএস
    ঈপ্সিত অল
    ঈপ্সিত অল নাহ , এটা পুরাই ট্যান গেল ঃ(

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ৫১সপ্তাহ
    ঈপ্সিত অল

    আন্কুর হক্রবোর্ত্য স্টিরিওটাইপগুলো ভাঙা হোক না।
    তাতে যাদের ফাটছে, ফাটতে দিন।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ

    ডেবোত্তোম হক্রবর্ত্য লেখাটা খুবই ভালো লাগল কিন্তু মাননীয় অ্যাডমিন বারবার 'গুরুচন্ডা৯' লিখলেন কেন 'গুরুচণ্ডা৯' না লিখে?

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    অইকত অন্দ্যোপধ্যয়
    অইকত অন্দ্যোপধ্যয়সংক্ষেপে, বানান ভুল করে। ঃ-) কেন বানান এরকম তার একটা লম্বা ব্যাখ্যাও ছিল অবশ্য।

    ঈশন ঔভিক এন্শর্ম বেশ লাগলো়
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    টপোশ ডশ
    টপোশ ডশসায়ন ভটচায ও তাঁর অবস্থান নিয়ে, যা ফ্রি অ্যাসোসিয়েশন ইত্যাদি নামে এখানে আসছে, সে নিয়ে আমার কটা কথা আছে। কিন্তু আমি নিশ্চিত নই যে সায়ন ভশ্চাজ এত কথা ডিজার্ভ করেন কিনা।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    টপোশ ডশ
    টপোশ ডশএটা ওনাকে ছোট করার জন্য লিখলাম না। রায়া সরকার এট আল দের বোকামির সময়ে উনি সৈকতের দেয়ালে লিখেছিলেন, আমায় উদ্দেশ করে, যে গুরুচণ্ডালীসুলভ এয়ার্কি দিয়ে সব কিছু দেখা উচিৎ নয়। অর্থাৎ, উনি মনে করেন, সিরিয়াস সাবজেক্টকে সিরিয়াসলি ডিল করার জন্য একধরনের গাম্ভীর্য ।।।আরও দেখুন

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    ২ Rেপ্লিএস
    শুভদীপ গঙ্গোপাধ্যায়
    শুভদীপ গঙ্গোপাধ্যায় দুটো প্রশ্ন,
    ১)নিজেকে শ্রদ্ধা করতেই হবে কেন?
    ২)বাঙালী রাত জেগে সিনেমা এডিট করে বা কবিতা লিখেকোন রাজা উজিরটা মেরেছে?
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ · সম্পাদনা করা হয়েছে
    ২ Rেপ্লিএস
    ডেব্রজ ওস্বমি
    ডেব্রজ ওস্বমি উভদীপ অঙ্গোপধ্যয় উত্তর - ১) নিজের শ্রাদ্ধ যেহেতু নিজে করা যায় না সুতরাং ওই একটাই অপশান হাতে থাকে। ২) রাজা উজির বাঙালীর পিছনে থাকে। রাতজেগে নিজেও মারা যায় ।।। আবার অন্য কেউ ও মারতে পারে।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য টপোশ, আকাডেমিয়া মোনোলিথিক নয়, পুরোপুরি হেজিমোনিক-ও নয়। বরং নিওলিবারেল বিশ্বে আকাডেমিয়া নিজেই অনেকাংশে সংকটাপন্ন, কারণ আকাডেমিয়া থেকেই কিন্তু শিক্ষিত প্রতিবাদী স্বর বেরিয়ে আসে — তাই নিওলিবারেল পুঁজি তাকে দাবিয়ে রাখতে পারলে বেঁচে যায়। (ভুললে চলবে না, ব্রেখট বলেছিলেন যে বই একটা হাতিয়ার)।
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ · সম্পাদনা করা হয়েছে

    ঈশনি হক্রবোর্ত্য অকি কথ কখোন হবে ? অইকত অন্দ্যোপধ্যয়্য
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    টপোশ ডশ
    টপোশ ডশ। "আকাডেমিয়া থেকেই কিন্তু শিক্ষিত প্রতিবাদী স্বর বেরিয়ে আসে"- এটা ভুবনব্যাপী অ্যাকাডেমিয়ার হেজিমনির ভাষ্য। স্বীকৃতও। অ্যাকাডেমিয়ার বাইরের কোনও স্বর তখনই স্বীকৃত হয়, যখন তা অ্যাকাডেমিয়ার দ্বারা স্বীকৃত হয়। অ্যাকাডেমিয়া একটি প্রতিষ্ঠান। যার কোনও বাহির থাকছ।।।আরও দেখুন
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য " *শুধু* আকাডেমিয়া থেকেই" বলি নি তো !
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    অয়ন হত্তচর‌্য্য
    অয়ন হত্তচর‌্য্য "রায়া সরকার এট আল দের বোকামির সময়ে উনি সৈকতের দেয়ালে লিখেছিলেন, আমায় উদ্দেশ করে, যে গুরুচণ্ডালীসুলভ এয়ার্কি দিয়ে সব কিছু দেখা উচিৎ নয়।" (টপোশ ডশ)

    তাপস লোহার ব্যবসায় যদি কখনো নামে, ব্যবসা ফেল করবে। (বুঝো লোক যে জানো।।। )
    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ · সম্পাদনা করা হয়েছে

    টপোশ ডশ
    টপোশ ডশ আমিও শুধু কোট করিনি তো। "অ্যাকাডেমিয়া থেকেই কিন্তু", এটা কোটেড। অ্যাকাডেমিয়া থেকেও কিন্তু, এমনটা লেখা নেই। ওই ই থেকে ও, একটা দুস্তর যাত্রাপথ। শামিল হওয়ার আহবান রইল।

    পরিচালনা করুন
    লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ
    ৪ Rেপ্লিএস
  • pinaki | 90.254.***.*** | ২৬ মে ২০১৮ ২৩:৫১372019
  • কিন্তু আল্টিমেটলি কী দাঁড়ালো? আঁতেল না জলপুলিশ?
  • কবি | 127.194.***.*** | ২৭ মে ২০১৮ ১৯:৩৯372020
  • একান্তই কমেন্টগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছে থাকলে আরেকটু বাড়তি শ্রম স্বীকার করে "প্রথম থেকে দে...আরও দেখুন" এরকম ক্ষেত্রে "... আরও দেখুন" অংশগুলোর আগের ডট গুলো এক্সপ্যান্ড করে নিয়ে তবে কপি করলে ভালো হত। আর, তারপর একেবারে এখানে পোস্ট না করে একটা ওয়ার্ড ফাইলে পোস্ট করে "পরিচালনা করুন লাইক আরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন · প্রত্যুত্তর · ২০সপ্তাহ" বা "Saikat BandyopadhyaySaikat এবং অন্যান্য 11 জন গুরুচন্ডা৯ guruchandali -এর জন্য সদস্যতা, মডারেটর, সেটিংস এবং পোস্টগুলি পরিচালনা করেন। " এগুলো এডিট করে দিলে ভালো হত।
    বর্তমান কপি পেস্ট থেকে কোনো আলোচনা এগোনোর ইচ্ছাই কাজ করছে না। হতে পারে সেটা ব্যক্তিগত সমস্যা, তবে নাও হতে পারে। হয়ত অন্য অনেকেরই এমনটাই মনে হওয়া, তাই লিখে গেলাম ভবিষ্যতের জন্য।
  • pi | 24.139.***.*** | ২৭ মে ২০১৮ ২১:৫৬372012
  • ওম্নাথের এতই যখন খুঁত্ধরাসর্বস্বতা, তখন ওর অবহার্ভেশনেও একটু খুঁত ধরে যাই। দেখলই যখন, আরেকটু ভাল করে দেখলে দেখতে পেত, পরিচালনা,মডারেশন ইত্যাফি একবার আছে কিন্তু অন্যগুলোতে নেই, মানে ধরে ধরে বাকিগুলোতে সব ডেল করা হয়েছে। আর সেটা অন্ততঃ জনা পাঁচেকের এন তম পোস্টে, কারণ যাঁরা লিখেছেন তাঁদের অনেকেই এখন আডমিন।

    আর উত্তরগুলো নিলে হত, চেষ্টা করেছিলাম, আমার নেত স্পিডে লোড কনেন্টসে চাকা ঘুরেই চলেছে, কররে পারিনি।

    লোকজনের সময় দামি বলে কিছুই কিছু করতে পারেনা, এক আমি বোধহয় আ্চি যার কোন কাম কাজ থাকতে পাআরেনা ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন