এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঘরে ফেরার গান

    Dipankar
    অন্যান্য | ২১ জানুয়ারি ২০১৭ | ১৫১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dipankar | 233.19.***.*** | ২১ জানুয়ারি ২০১৭ ১৫:২৮728793
  • ঠিক যেন আমীর খান বা শাহরুখের সিনেমা রিলিজের পরে বক্স অফিস কালেকশানের গল্পকথা।

    2015 সালের বেঙ্গল সামিটে লগ্নির প্রস্তাব এসেছিল 2.43 লক্ষ কোটি টাকা।

    2016 সালে প্রস্তাব এসেছিল 2.50 লক্ষ কোটি টাকা।

    2017 সালে সামিটের প্রথম দিনেই 27000 কোটি টাকার প্রস্তাব এসে গেছে।

    ভাবছি, রাজ্য সরকার প্রায় প্রতিদিন এত এত অনুপ্রেরণার বিজ্ঞাপন দেয় খবরের কাগজের পাতা জুড়ে, কিন্তু এর আগের বছরে যে এত কোটি কোটি টাকার শিল্প এল সেগুলোর স্টেটাস রিপোর্ট দেয় না কেন? দিলে পরে রাজ্যের মানুষেরও লাভ, সরকার এবং শাসক দলেরও লাভ। রাজ্যের মানুষের লাভ, কারন তারা বুঝতে পারে কবে তাদের ঘরের ছেলেকে সুরাটের শেঠের কাছে দুর্গাপূজা বা ইদের ছুটির জন্য কাকুতিমিনতি করতে হবে না। হায়দ্রাবাদের রাস্তায় রোল আর চাউমিনের দোকানে কাজ করতে হবে না। ব্যাঙ্গালুরুতে হোটেলে বয় এর কাজ করে বখশিসের টাকা জমিয়ে বাড়ি পাঠাতে হবে না। দিল্লীতে পাঁচ বাড়ি বাসন ধোয়া ঘর মোছার কাজ করতে হবে না। মুম্বাইএর বারে নাচার ফাঁকে খদ্দেরের সাথে দরদাম করতে হবে না। আর সারা ভারত জুড়েই নির্মানকার্যের রাজমিস্ত্রী থেকে জোগাড়ে,কলের মিস্ত্রী - এসব তো আজকাল ঘরছাড়া বাঙালীর মৌরশিপাট্টা।

    এবং এরকম আরো আরো লক্ষ কোটি বাঙালির লক্ষ কোটি রকম কাজের সূত্রে বাধ্য হয়ে হাওড়া আর শিয়ালদা স্টেশন থেকে অনিশ্চিতের উদ্দ্যেশে যাত্রা করতে হবে না। এবং হ্যাঁ, দমদম এয়ারপোর্ট থেকেও। প্রতি বছর 30-40 হাজারের ওপর ছেলেমেয়ে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ গুলি থেকে বেরোচ্ছে। কোন পরিসংখ্যান থাকলে জানা যেত এদের সিংহ ভাগ ছড়িয়ে পড়ছে ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই। এই কলকাতা শহরে গত পাঁচ বছরে ব্যাবসা বন্ধ করেছে অনেক নামী দেশী বা বিদেশী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। এক মাস, কখনো বা এক দিনের নোটিশে বেকার হয়ে গেছে পঁচিশ-ত্রিশ বছর ধরে কাজ করা সুশিক্ষিত কর্মীর দল। খুব ভাগ্যবান হলে তাকে বলা হয়েছে অন্য রাজ্যের অফিসে ট্র‍্যন্সফার নিতে। এত বছর কাজ করে সুশিক্ষিত কর্মীদের যদি এই অবস্থা হয় তবে সদ্য পাশ করা বা অপ্রশিক্ষিত দের অবস্থা কি তা সহজেই অনুমেয়। কলকাতা শহর বা শহরতলী জুড়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে এখন শুধু একটাই শিল্প - আবাসন। এই ধরনের যে কোন আবাসনে খোঁজ নিলে দেখা যাবে একটি বৈশিষ্ট্য । কর্মজীবন থেকে অবসর নিয়ে প্রৌঢ় দম্পতি দিন গুজরান করছেন প্রবাসী পুত্রকন্যার ছেলেবেলার স্মৃতিচারণ করে। দিনের শেষে একবার হয়তো বা ফোন বা ভিডিওচ্যাট, বছরে বা দুবছরে একবার পুজোর সময় বা শীতের ছুটিতে দেখা। অসীম শূন্যতায় ভরা জীবন, দিন গুনে যাওয়া কেবল অনন্তের দিকে তাকিয়ে। পশ্চিমবাংলা বা বাংলা - যে নামেই ডাকুন না কেন, প্রকৃতার্থে ইহা একটি বৃদ্ধাশ্রম মাত্র।

    তাই ভাবছিলাম, যদি একটা হিসেব পাওয়া যেত। এত লক্ষ কোটি বাঙালী ঘরে ফিরবে, অন্তত তিন মাসের নোটিস তো দিতে হবে তাদের বর্তমান কর্মক্ষেত্রে। ট্রেনের বা প্লেনের টিকিট কাটতেও হবে। তবে কিনা ঘরে ফেরা তো। আমি তো চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি সেই দৃশ্য। সবুজ ধানক্ষেতের মাঝখান দিয়ে নীল-সাদা ঘরে ফেরা স্পেশাল এক্সপ্রেস আসছে। ট্রেন ভর্তি বাঙালী ছেলেমেয়ের দল গান গেয়ে ভরিয়ে তুলেছে বাংলার আকাশ বাতাস । ঘরে ফেরার গান।
  • :) | 127.194.***.*** | ২১ জানুয়ারি ২০১৭ ২১:৫৯728794
  • ২০১৫ আর ২০১৬ র অ্যাকচুয়াল লগ্নির অ্যামাউন্ট জানেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন