এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jol_dip | 233.29.***.*** | ০২ এপ্রিল ২০১৫ ১৪:১৮674804
  • (3)

    ********

    বাড়িটা

    **********

    প্রাদিত্যর কথা

    **************

    দশ বাই দশ এই ঘরটাতে ঢুকলেই প্রাদিত্যর স্বপ্ন দেখতে ইচ্ছে করে | সুন্দর করে সাজানো | মেঝে থেকে সিলিং‚ দেওয়ালের রঙ- পর্দা- সর্বত্রই রুচির পরিচয় | নিয়ন অলোতে একটা কোমলতা যেন চারিদিকে বিরাজ করছে | কোথাও কোন উগ্রতা নেই‚ তীব্রতা নেই | একটা সাইডে একটা কিউবিকলে বসে আছে সুবেশী সুন্দরী রিসেপশনিস্ট অদ্রিজা | অদ্রিজার পাশের দুটো পরপর কিউবিকলে মনোজ আর বাসুদেব | অন্যপাশটিতে ওপেন ওয়েটিং রুমে কয়েকটা সিঙ্গল সোফা‚ একটা সেন্টার টেবল | টেবলের ওপর একটা সুদৃশ্য ফুলদানী‚ কয়েকটা রিয়েল এস্টেট সংক্রান্ত পত্রিকা আর দিনের খবরের কাগজ | সব যেন ছবির মত সুচারু করে সাজানো | একটা সোফায় গা এলিয়ে দেয় প্রাদিত্য | অদ্রিজাকে কিছু বলতে হয় না | তাকে দেখে একটা মিস্টি হাসি হেসে অদ্রিজা ইন্টারকমের রিসিভারটা তুলে নেয় | নিচুস্বরে কথা বলে রেখে দেয় | রিণরিণে স্বরে বলে স্যর একটু বসতে বললেন আপনাকে প্রাদিত্যদা |

    তাড়া নেই কিছু | চোখ বুজে ইচ্ছে করলেই সে এখন স্বপ্ন দেখতে পারে | অবশ্য স্বপ্ন দেখার জন্য চোখ বন্ধ রাখার প্রয়োজন পরে না তার | চোখ খুলেও স্বপ্ন দেখতে পারে সে | আর তাই প্রতিবার অপেক্ষা করতে করতে সে এমন একটা শীতল‚ মনোরম অফিসের কল্পনা করে | একদম নিজস্ব একটা বিজনেস‚ একটা নিজস্ব অফিস |

    প্রাদিত্যদা‚ স্যার আপনাকে ডাকছেন | অদ্রিজার রিণরিণে কন্ঠে স্বপ্নালু চোখে তাকিয়ে হাসে প্রাদিত্য | বিনোদ ছেলেটা মন্দ নয় | বেশিক্ষণ অপেক্ষা করায় না | এ কোম্পানীর কিছু অংশের মালিক সে | তবু এলেই সে ভেতরের চেম্বারে চলে যায় না‚ বিনোদ না ডাকা অবধি | বিনোদ নিজের স্বার্থেই তাকে কিছু মালিকানা দিয়েছে | প্রাদিত্য সব বোঝে | সোনার ডিম পারা হাঁস সে | জমিটা হাতাতে পারলে একট বড় প্রজেক্ট নামাতে পারবে বিনোদের রিয়েল এস্টেট কোম্পানী | এখনও পর্যন্ত ছোটখাটো প্রজেক্টেই কাজ করেছে বিনোদ | তবে শুধু বিনোদ কেন‚ তার নিজেরও তো লাভ কম নেই | গলির মধ্যেই জমির কাটা চলেছে পঞ্চাশ লাখ | লাফিয়ে লাফিয়ে দাম চড়ছে | ধীর পায়ে উঠে প্রাদিত্য এগিয়ে যায় বিনোদের চেম্বারের দিকে | দরজা খুলে সোজা ঢুকে যায় | বিনোদ তখন সামনের মনিটরে কি যেন দেখছে | চেম্বারটাও বেশ সাজানো | প্রাদিত্যর চোখ পরে বিনোদের হাতের কব্জিতে | নতুন ব্রেসলেট | ছেলেটার কতগুলো যে ব্রেসলেট কে জানে |

    নতুন বানালি বুঝি? গদী আঁটা নরম চেয়ারে বসতে বসতে বলে সে |

    কি? একটু অবাক হয়েই জানতে চায় বিনোদ |

    ব্রেসলেটটা |

    হু |

    ভালো কামাই হচ্ছে তোর | তাই না ?

    আরে গুরু ছাড়ো তো | এসব তো তোমার কাছে নস্যি | তোমাদের কত সোনা ছিল সোবাই জানে | বিনোদের গলায় তোষামোদ নাকি ব্যঙ্গ কোনটা ঝরে পড়েছে তীর্যক চোখে তাকিয়ে ঠাহর করার চেষ্টা করে প্রাদিত্য |

    বিনোদ সন্দেহ থাকলে তোর বাপ-ঠাকুর্দার কাছে জানতে চাস | কথায় আছে না হাতি
    যখন ফাঁপরে পড়ে‚ চামচিকিতেও লাথি মারে |

    আরে গুরু তুম তো সিরিয়াস হো গেয়ে ইয়ার | বিনোদের গলায় অস্বস্তি স্পষ্ট | চলো কাম কি বাত করে |

    বাঙালীদের সাথে অবাঙালীদের এই এক মস্ত ফারাক | প্রাদিত্যর মনের দুর্বল জায়গায় হাত দিয়েছে বুঝেই চট করে কাজের কথায় চলে গেল বিনোদ | কিন্তু মনটা তেতো হয়ে গেল প্রাদিত্যর | কবে ঘি খেয়েছে হাতে তার গন্ধ আজও লেগে আছে এমন মানসিকতা সে রাখে না | তবু কোথাও একটা চিনচিনে কষ্ট হয় | খুব সুক্ষ একটা কষ্ট | তাদের চোদ্দ পুরুষের বাস হয়ে গেল এ পাড়ায় আর বিনোদদের তিনপুরুষ | অন্য জায়গা থেকে এসে এখানে ভাড়া থাকত‚ তারপর তাদেরই একটা অংশ বিনোদের ঠাকুরদা কিনে নিয়ে স্থায়ী বসবাস করে | একটা খুব খারাপ গালাগাল জিভের দগায় এসে গেছিল | ফেরত পাঠায় প্রাদিত্য |

    আজ চলি রে | বলে উঠে দাঁড়ায় প্রাদিত্য |

    আরে গুরু গুস্সা কেন হও | মু থেকে বাত বেরিয়ে গেছে | ছারো না | বসো‚ বসো | চা বলি | বলেই বিনোদ চকিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রাদিত্যকে জোর করে বসিয়ে দেয় | বেল বাজাতেই একজন বেয়ারা গোছের লোক এসে দাঁড়ায় | দো চায়‚ জলদি লাও | চলে যায় লোকটি হুকুম তামিল করতে | নতুন এসেছে‚ আগে তো দেখেনি একে | প্রাদিত্য অনিচ্ছা সত্ত্বেও বসে |

    আর কোন কাজের খবর আছে? আর তোমাদের জমিটার কি হালহকিকত | তোমার পিতাজীকে রাজী করাও |

    বাবা রাজী হচ্ছে না আর হবেও না সেতো তুই জানিস | ওটা এখন না হয় থাক | তবে একটা খবর পেয়েছি একটা বড় জমির | বড় প্রজেক্ট করা যাবে | কথাবার্তা বলতে হবে | থেমে থেমে বলে কথাগুলো প্রাদিত্য | মুখের তেতো ভাবটা কাটতেই চাইছে না |

    পজিশন কেমন পতা করেছ তো? কমিউনিকেশন কেমন আছে? বাজার-দোকান-ফেসিলিটি? পাক্কা বিজনেসম্যান বিনোদ | সব বুঝে নিতে চায় সে | জমির দাম হু হু করে বাড়ছে | কমছে মানুষের বাসস্থান | বাড়ছে মানুষের চাহিদা | মানুষের চাহিদাকে ক্যাশ করতেই তো বাজারে বসেছে সে |

    সামনে মেট্রোর প্রজেক্ট আছে | কিছু হাই রাইজিং বিল্ডিং তৈরী হচ্ছে | সেগুলো হয়ে গেলে কমিউনিকেশটা আর ফ্যাসিলিটিগুলো বেড়ে যাবে | এখন যদি ওখানে জমি নিস তাহলে কিছুটা কমে পাবি‚ কিছুদিন পরেই দেখবি দাম বেড়ে যেতে শুরু করবে | তুই রাজী থাকলে আমি কথা বলব |

    হা বলো বলো | আরে তুম তো মেরি পার্টনার হো | তুমি দেখো তুমি ফ্যাইনাল করলে আমি একদিন দেখে আসব |

    চা নিয়ে আসে সেই লোকটি | চা খেয়ে ওঠে প্রাদিত্য | আমি চলি রে |

    উঠে দাঁড়ায় বিনোদ | হাত মিলিয়ে চেম্বারের দরজা অবধি এগিয়ে দেয় প্রাদিত্যকে | প্রাদিত্য অন্যমস্কভাবে বেরিয়ে যায় |
  • Nina | 83.193.***.*** | ০৭ এপ্রিল ২০১৫ ০২:৪৮674805
  • একি লেখাটা এগোচ্ছে না কেন?!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন