এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেক্স ডল বনাম বান্ধবী, সেক্স টয় বনাম বয়ফ্রেইন্ড!

    bip
    অন্যান্য | ২৫ জুলাই ২০১৫ | ২১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 79.138.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১০:৫১683698
  • প্রযুক্তির ক্ষেত্রে চারিদিকে এত দ্রুত নতুন নতুন টেকনোলজি আসছে-একদিকে পুলকিত হই। অন্যদিকে আশঙ্কিত। কোন সন্দেহ নেই মানুষ ব্যপারটা ছোট হয়ে আসছে। মেশিন এবং অটোমেশন শুধু আই টি বা শ্রমিকদের চাকরি খাচ্ছে না। সেটাত হতই। এমন কিছু পেশা আছে, যা সম্পূর্ন মানুষের, তাতেও মানুষের ভূমিকাকে ছোট করছে মেশিন। যেমন ধরুন সেক্স ইন্ডাস্ট্রি। এখানে গণিকা, স্ট্রীপার, পর্ন অভিনেত্রীরা করে খায়। সেখানেও ভাতে মারছে মেশিন! পাশ্চাত্যের দেশগুলিতে অনেক বড় বড় কোম্পানী, হিমাউয়েড সেক্স ডলের গবেষনাতে মেতেছে। আপনি ভাবছেন, ধুস-লোকটা পাগল! কি করে একটা রোবট সেক্স ডল একজন মানবীকে সেক্সের খেলায় হারাবে? ভুল ভাবছেন। মানুষের কোন কোন অঙ্গে চাপ দিলে, কে কত ভাবে সুখানুভূতি পায়, তার ডেটাবেস এবং তার সাথে একজন মানুষ কতটা আনন্দ পাচ্ছে তা যদি ব্রেইন ওয়েভ এবং শীৎকার থেকে আনালাইজ করা যায়, একটা সেক্সরোবট সেক্স ওয়ার্কারদের থেকে আপনাকে অনেক বেশী সুখ দিতে পারবে! খোদ আমেরিকাতে মেয়েরা এখন ইলেক্সট্রনিক সেক্স টয়তে আসক্ত। ভাবছেন এটা শুধুমাত্র সিঙ্গল মেয়েদের জন্য? বিবাহিত মেয়েরাই এর খরিদ্দার বেশী। এই সব ইলেকট্রনিক্স সেক্স টয়গুলি উন্নত সিলিকন ম্যাটেরিয়ালে তৈরী-এবং বহু পরীক্ষার মাধ্যমে এতে মেয়েদের খুশী রাখার জন্য অনেক ধরনের মডুলেশন আছে। এর ফল হচ্ছে এই, যারা এতে মেতেছে, তারা আর বয়ফ্রেন্ড বা স্বামীকে পাত্তা দিচ্ছে না। কারন সেক্সটয় যা সুখ দিতে পারে, একজন পুরুষের পক্ষে তা সম্ভব না।

    অর্থাৎ মেয়েদের জীবনে পুরুষের দরকার আস্তে আস্তে কমে আসছে।

    অমরত্ব ব্যপারটাও প্রায় আয়ত্ত্বের মধ্যে। মাথা কেটে অন্যদেহে লাগানোর চেষ্টা আগামী বছরেই শুরু হবে। জেনেটিক্স মডিফিকেশনের মাধ্যমে এজিং রোধ করার চেষ্টা চলছে। সুতরাং সেক্স, ম্যারেজ, সন্তান, ফ্যামিলি-আগামী একশো বছরের মধ্যে সব মিনিংলেস হতে চলেছে!!

    মানুষের ভবিষ্যত তাহলে কি ? আমার জানা নেই।
  • robu | 122.79.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১১:০৫683709
  • আমার জানা আছে। আপাতত ট্রেন এসে গ্যাছে। পরে লিখে দেব'খন।
  • Bratin | 122.79.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১১:০৯683720
  • এই সব গুরুত্বপুর্ণ ব্যাপার ছেঢ়ে ট্রেন ধরা কেন বাপু ? ;))
  • সিকি | ২৫ জুলাই ২০১৫ ১১:১৭683721
  • "আপনি ভাবছেন, ধুস-লোকটা পাগল! "

    - বিপ কি মাইন্ড রিড করতে পারে? আমি হতবাক।
  • | 99.105.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১২:৩৮683722
  • বিপ, আগে ভারতীয় ছাত্রদের গণিতের মান, জ্যোতি বসু কেন ব্যর্থ বাঙ্গালী যোগ্য নেতা, ইন্টারনেট ডট অর্গ এসব নিয়ে যে আধসেদ্ধ তর্কসূত্র ছেড়ে এসেছেন সেগুলো কনক্লুড করুন।
  • Bip | 79.138.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১২:৫৩683723
  • Life is never conclusive, it is always dialectic and therefore argumentative. .
  • - | 109.133.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১৩:০০683724
  • সেক্ষ টয়ের খদ্দের তো বিবাহিত মহিলারা বুঝ্লুম; আর সেক্ষ ডলের স্ট্যাট?
    স্যাম্পেল সাইজ সিলেকশনের ক্ষেত্রে কি, যাকে বলে ইয়ে, মানে ঐ আর কি! ঃ-)
    চ্যারিটি বিগিনস অ্যাট হোম না কি যেন?
  • SC | 83.222.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১৩:০৬683725
  • উফ! ক্লিক করার আগেই জানতাম। ফ্রাইডে নাইট আর যৌন উত্তেজনা ছড়ানো পোস্ট। বিপ ছাড়া আর কে!
    আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করে যাই:
    ১) সিপিএম এর সংস্কৃতিক গোঁড়ামোর জন্য বাঙালিরা এইসব সেক্স টয় থেকে বঞ্চিত
    ২) মার্কস এই ব্যাপারটা প্রেদিচ্ত করতে পারেননি, এর থেকেও প্রমানিত, মার্কস ভুল
    ৩) ভারতীয় দের এই সেক্স টয় বানাতে অনেক সময় লাগবে, কারণ ওরা অঙ্কে কাঁচা, গরিব আর nri দের সুপরামর্শ কানে তোলে না
    ৪) আমাদের হরেকরকমের পুতুল আছে, কিন্তু কোনদিন তার থেকে সেক্স ডল হবে না, কারণ আমাদের জঁর আছে, আতর নেই
    ৫) ডিপ থ্রোট ম্যাগাজিনে এ ১৯৬৯ সালে কে পামিরেড্ডি এ বিষয়ে বিশদে লিখেছেন। বাঙালিদের জন্য সহজবোধ্য হবে এমন করে বললে, ভারতে এই সেক্স টয় নিয়ে গবেষণা সেই naxalbari আন্দোলনের সময়ে থেকে, যার নাম বাঙালিরা অনেকেই শুনেছেন।
  • একক | 24.99.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১৩:৫৯683726
  • বিপ এরকম সবকিছুর অর্ধেক খোঁজ রাখে ক্যানো ? সেক্সবট কমার্শিয়ালি সাকসেসফুল হলে সেখানে প্রচুর কাজের সুযোগ তৈরী হবে তো ! সেন্সর টেকনোলজি ,রোবটিক্স এসব ছেড়েই দিচ্ছি ......সাধারণ লোকজন ও পয়সা কামাতে পারবে ,বিশেষ করে সেক্স এ উত্সাহী জনতা ।

    সেক্সুয়াল বিহেভিয়ার মডেল নিয়ে কিছু জানা আছে ? সেক্সবট এ এটা সবচে গুরুত্বপূর্ণ দিক । জাস্ট থিঙ্ক ইওর সেক্সবট এস আ ডিভাইস । যার নাম্বার অফ এপিআই আছে । এবার সে কিভাবে চুমু খায় /হাত ধরলে রাগ দেখায় না সোহাগ , ডিফারেন্ট এক্সপ্রেশন ........এই সমস্ত কিছুই সফট প্রোফাইলিং যেগুলো কিনা বাইরে থেকে করে সেক্সবট এর এপিআই কল করা যাবে । তুমি একটা "নখরেওয়ালি আঁতেল খুকি" বা " থারকি মিডলএজ হোঁদলকুতকুত" নাম দিয়ে এরকম বিহেভিয়ার প্রফাইল জেনারেট করে বন্ধুদের সঙ্গে সোশাল মিডিয়ায় শেয়ার করতে পারো আবার বিক্রিও করতে পারো । নতুন রীলিস আনতে পারো । ইটস আ ফাকিং নিউ কনসেপ্ট ম্যান !!! আর মজা হচ্ছে এটা বানাতে প্রচুর কম্পিউটার প্রোগ্রামিং জানা লোক লাগবে তাও নয় । রিয়েল টাইম সেক্স এন্ড কমপ্লেক্স সেক্সুয়াল বিহেভিয়ার এর এক্সপেরিয়েন্স ওয়ালা হলেই চলবে । থারকি দের বরং বাজার বেড়ে যাবে ।তারা কনসালত্যান্ট হবে । ফাকিং এক্সাইটিং ব্যাপারস্যাপার । এ নিয়ে এত নেগেটিভ স্টেটমেন্ট দেওয়ার কী আছে বুঝিনা :/
  • তাপস দাশ | ২৫ জুলাই ২০১৫ ১৫:৩৮683699
  • ভিডিও লিংক দেওয়া যাবে? ক্রেডিট কার্ড না ব্যবহার করে দেখা যাবে এমন?
  • PM | 116.78.***.*** | ২৫ জুলাই ২০১৫ ১৭:৩৪683700
  • তাপসবাবু, মন দিয়ে পড়া করেন না ঃ)। বিপের লেখায়-ই তো আছে এগুলো সব পরএত্তী ১০০ বছরের প্ল্যান ঃ)। বিপ এখন কাঁঠাল পাতা বিলোচ্ছেন মাত্র।

    ভাবিষ্যতে ওলা ক্যাবের মত ওলা ডল্স, মেগা ডলস ইত্যাদি নানা কোম্পানীর রেন্টিং সার্ভিস-ও হবে তো ঃ) অনেক নতুন চাকরী হবে সে সব জায়্গায়। আর মার্সিডিস এসেছে বলে কি ভারতে গোরুর গাড়ী বন্ধ হয়ে গেছে নাকি? সবই থাকবে। ভাতে মারার আশংকা অমুলক ঃ)।
  • Arpan | 125.117.***.*** | ২৫ জুলাই ২০১৫ ২১:২৩683701
  • ইনভেস্টররা যেসব জায়গাতে পয়সা লাগাবেন বলে বসে আছেনঃ



    ওলা ডলস আর মেগা টয়স এগারো নম্বর ক্যাটেগরিতে যাবে।
  • Arpan | 125.117.***.*** | ২৫ জুলাই ২০১৫ ২১:২৫683702
  • মার্সিডিজ আর গোরুর গাড়ি নিয়ে পরে লিখছি। ভারতের ক্ষেত্রে ব্যপারটা খুব ইন্টারেস্টিং।

    এখন একটা অন্য কাজে যাচ্ছি।
  • sch | 113.42.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১১:৩৫683703
  • বিপের লেখার থেকে এই লেখাটা অনেক ইনফর্মেটিভ -
    http://www.alternet.org/sex-amp-relationships/what-15-billion-sex-toy-industry-tells-us-about-sexuality-today

    তবু কিছু স্ট্যাটিস্টিক্স আছে। তবে আমেরিকার বাইরে আর আমেরিকায় সেলসের কোনো ফিগার না থাকলে বোঝাই সম্ভব না এটার গ্লোবাল ইম্প্যাক্ট কি

    কিছু ফিগার এখানে পেলাম
    http://www.desiblitz.com/content/popularity-sex-toys-india
    তাতে বলছে ১০ কোটি লোক ভবিষ্যতে এই ধরণের খেলনায় আগ্রহী হবেন। এই ধরণের প্রেডিকশান কিভাবে করে কে জানে। ১০ কোটি লোক এদেশে এগুলোর নাম জানে?

    আর যদি কেউ রিপ্লেসমেন্টের কথা বলেন তাহলে কতো লোক তো অনলাইন সেক্স চ্যাটেও আনন্দ পায়, তাতে কি পার্টনারের প্রয়োজন কমে গেছে? যা হবে দেখা যাবে।

    তবে বিপ মনে হয় নেক্সট এই বিজনেসে নামবেন - তাই গুরুতে মার্কেট স্টাডি করার চেষ্টা করছেন
  • sch | 113.42.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১১:৩৮683704
  • বিপ আর একক একসাথে বিজনেস করলে রেভোলিউশান হবেই - কেন ব্যাপারটা হচ্ছে না কে জানে
  • Abhyu | 118.85.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১১:৫৬683705
  • সেই বিজনেসের অ্যাড এজেন্সি এখনো ঠিক হয় নি, ওটা হলেই ব্যাপারটা হয়ে যাবে। রোদ্দুর রায়ের সাথে কথাবার্তা চলছে।
  • bip | 79.138.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১২:০৫683706
  • আমার বিজনেস ত আই ও টি তে। স্পেসিফিকালি ম্যানুফাকচারিং এ। তবে আই ও টির একটা বড় এপ্লিকেশন ক্ষেত্র হতে
    চলেছে সেক্স ইন্ডাস্ট্রি। একটা সিলিকন ভ্যালি স্টার্টাপ জানি, যারা এমন এক সেক্স টয় বানাচ্ছে, যেটাকে দূর থেকে বয়ফ্রেন্ড
    নিয়ন্ত্রন করতে পারবে। যেমন ধরুন কোন একটা কাপল স্কাইপে চ্যাট করছে-ছেলেটা মেয়েটাকে একটু যৌন সুখ দিতে চায়।
    সে স্কাইপে একটা এপ ইনস্টল করে টাচ স্ক্রীনে ফিঙ্গারিং করলে, সেটা মেয়েটার ভ্যাজাইনাতে হুবহু সিমুলেট করা সম্ভব সেক্সটয় দিয়ে
    -যা ওই স্কাইপ এপের সাথে কাজ করবে। এটার পেটেন্ট ও আছে অনেক গুলো।
  • sch | 113.42.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১২:১৬683707
  • বিপ আপনার লেখার স্টাইল কিন্তু অনবদ্য "ছেলেটা মেয়েটাকে একটু যৌন সুখ " - মানে অসামান্য - একটু দিতে চায়, বেশি না।

    আচ্ছা এই যে যুগান্তকারী টেকনিকের কথা লিখলেন "স্কাইপে একটা এপ ইনস্টল করে টাচ স্ক্রীনে ফিঙ্গারিং করলে, সেটা মেয়েটার ভ্যাজাইনাতে হুবহু সিমুলেট করা সম্ভব সেক্সটয় দিয়ে -যা ওই স্কাইপ এপের সাথে কাজ করবে।" এটা করতে কিরকম ইনভেস্টমেন্ট লেগেছে। আসলে মূর্খ মানুষ তো তাই জানতে ইচ্ছে করে।

    আচ্ছা এই রকম আর কি কি আপ আছে - মানে ডাক্টার নিজের জায়গায় বসে রোবট আর্মকে ইন্সট্রাকশান দিয়ে স্কাইপেতে আঙ্গুল টাঙ্গুল নাড়িয়ে দুরের পেশেন্টের অপারেশান করতে পারে না? এটা কি এস্টাব্লিসড? তা ভারতে কবে নাগাদ আসতে পারে?
  • সিকি | ২৬ জুলাই ২০১৫ ১৩:০৪683708
  • মহাকালের বুক চিরে সেই অনন্ত প্রশ্ন ধ্বনিত হয়ে চলে - হু? হু? হু?

    বর্ষণমুখর সন্ধ্যায় কচুপাতার নিচে এক মোটা কোলাব্যাং গলা ফুলিয়ে উত্তর দেয় - মোজা।
  • bip | 79.138.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১৮:১৫683710
  • রিমোট সার্জারি নিয়ে বিরাট শিল্প এখুনি আছে। রবোটিক্স আর্মের নিয়ন্ত্রন। ইন্টারনেট দিয়ে। জন হপকিন্সে প্রোটোটাইপ দেখেছি।
  • bip | 79.138.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১৮:১৬683711
  • এটা করতে কিরকম ইনভেস্টমেন্ট লেগেছে।

    >>> জানা নেই। তবে কেউ আমাকে বানাতে দিলে, আমরা ৩০০-৪০০ কে ইউ এস ডির মধ্যে নামিয়ে দিতে পারব। ৩ মিলিয়ানের বেশী খরচ হওয়া উচিত না।
  • ranjan roy | 132.162.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১৯:৩৫683712
  • বিপ যদি সেক্স ডলে ইনভেস্ট করেন তাহলে আমাকে এর অ্যাড এর জন্যে ক্যাচলাইন ইত্যাদি লেখার জন্যে কন্ট্র্যাক্ট বেসিসে চাকরি দিয়ে দেখতে পারেন।
    ডল ডল ডলিউড
    হল হল হলিউড,
    বলিউড টলিউড,
    , জলিগুড জলিগুড।।

    -- পুঁজিবাদি ব্যবস্থা আপনাকে প্রতিনিয়ত আখের মত ছিবড়ে করে দিচ্ছ? আপনি যৌন যৌনতৃপ্তি লাভে অক্ষম? হতাশ হবেন না। লেটেস্ট ন্যানো টেকনলজি নির্মিত এবং ফাজ্জি লজিকে পরিচালিত আমাদের সেক্সড্ল আপনাকে আপনার স্বপ্নের হলিউড, বলিউড, টলিউড বা ছলিউড (ছত্তিশগড়ি ফিল্ম ইন্ডাস্ট্রি) এর নায়ক/নায়িকার সঙ্গ সুখ দিতে পারে। ০% সুদে লোন এর সুবিধা আছে।
    [ নোটঃ আমাদের এই ডল বাজারে আসার পর গত একবছরে ১ মিলিয়ন ম্যারেজ ব্যুরো ও ওয়েব সাইট শাটার ডাউন করেছে।]
  • 4z | 79.157.***.*** | ২৬ জুলাই ২০১৫ ১৯:৪৩683713
  • রঞ্জনদা এই ক্যাচলাইন লিখলে আমাকে নিক পাল্টাতে হবে
  • ranjan roy | 132.162.***.*** | ২৬ জুলাই ২০১৫ ২০:৩৪683714
  • 4Z,
    সরি! সরি! না, না আপনি পাল্টাবেন না, আমিই পাল্টে নেবো। বিপ আমাকে একবার চান্স দিয়ে দেখুন, আমুলকে টক্কর দেবার চেষ্টা করবো।ঃ)))
  • Abhyu | 118.85.***.*** | ২৭ জুলাই ২০১৫ ০৩:১৫683715
  • রঞ্জনদা আমূল গার্লের বিকল্প আনবেন বাজারে?
  • ranjan roy | 192.69.***.*** | ২৭ জুলাই ২০১৫ ২২:৫৯683716
  • ঃ))))
  • নাসিৱ | 18.37.***.*** | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৫683718
  • আমাৱ ধোন১১এনচি কাৱুৱ চোদাৱ ইছে হলে ফোন কৱুন ৮৫১৪৯৭৪৮৪৫
  • umesh | 72.254.***.*** | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৩683719
  • দাদা কি ফ্রি সার্ভিস দ্যান, নাকি পয়সা চার্জ করেন?
    ফ্রি হলে ভেবে দেখবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন