গুরুর এপে ধীরে ধীরে অনেক কিছু যোগ হয়েছে, এতে সুবিধা কিছু অবশ্যই আছে, কিন্তু ইন্টারফেস পুরোই সার্কাস মেকাবে রূপ নিয়েছে।
এপে রং, আইকনের ছড়াছড়ি খুব চোখে লাগে, বিশেষ করে সাইটের শুরুতেই সার বাধা পেঁচা আইকনে কিছু লেখার শিরোনাম।
চণ্ডালের প্রস্তাব :
*এপ থেকে হাবিজাবি আইকন, ট্যাব ও অত্যাধিক রং সরিয়ে একে সহজ, সুন্দর করা হোক। সর্বত্র পেশাদারীত্বের ছাপ থাকা চাই।
গুরুর এপে হরিদাস পালদের "ফলো করো" বোতাম যোগ করায় খুশী হয়েছি। কিন্তু ইংরেজি কেন? বাংলায় শুধু "অনুসরণ" লিখে তর্জনী নির্দেশনাই যথেষ্ট বলে মনে হয়েছে।
টেকিগণ ভেবে দেখতে পারেন।
Icm,
"অনুসরণ করছেন না" ভাবানুবাদ হতে পারে?
যাইহোক।
"ফলো" বদলে তর্জনী চিহ্নে "অনুসরণ" বোতাম যোগ করায় খুশী হয়েছি। :)
কিন্তু তর্জনী চিহ্নে ক্লিক করলে সেই ইংরেজি কথা, 'আপনি এই লেখককে "ফলো" (?) করছেন' দেখায়!
কী যে একটা অবস্থা :/
গুরুর এপে পাঁচ তারা ও বুকমার্ক নতুন সংযোজন হয়েছে।
কি দারুণ ব্যাপার! মন্তব্য করে বা না করেই "জ্জয় তারা!" বলে রণহুংকারে ঝাঁপিয়ে পড়ে ইচ্ছেমতো তারা দেওয়া যায়। :ডি
আবার, চাইলে পছন্দের লেখা বুকমার্কও করা যায়, পরেখুঁজে পাওয়া সহজ।
ব্রেভো গুরু টিম!
এখন আবার পছন্দের ব্লগারের "গ্রাহক" হওয়া যায়! :)) "অনুসরণ" বাদ পড়েছে। বুকমার্ক বিষয়টি খুব ভাল।
আরো আছে মন্তব্যের "প্রিভিউ"। চণ্ডালের এক পয়সা দান : এর বাংলা "প্রাক-দর্শন" হতে পারে।
আবারো ব্রেভো
এখানেই জানিয়ে রাখি, টুইটারে গুরুর অনেক লেখারই শুধু হাইলাইটস আছে, লিংক নাই। তাহলে টুইট করে লাভ কী? টুইটার থেকে গুরুর কোনো লেখার বিস্তারিত পাবো কীভাবে? :/
খেরোখাতার ধারণাটি চমৎকার। যেন একটি শিশির বিন্দু :)
পুনশ্চঃ তবে খেরোখাতার লেখকদের গ্রাহক হওয়া যাচ্ছে না। #পিনাকী বাবু দেখবেন?