এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • sumeru | 117.194.***.*** | ০৩ এপ্রিল ২০১০ ০৮:৫৬693798
  • গড়িয়াহাটে চত্তির সেলে অনেক কিসু পাওয়া যাচ্চে :)
  • arindam | 59.94.***.*** | ০৪ এপ্রিল ২০১০ ০৯:১০693799
  • গড়িয়াহাটের চৈত্রের সেলে দারুন ডায়লগ, এক দোকানী বলছে- আমার এক হাতে বত্রিশ অন্য হাতে চৌত্রিশ!
  • Paramita | 202.3.***.*** | ২৫ নভেম্বর ২০১০ ০৮:১৫693800
  • হৃদয় খুঁড়ে বেদনা জাগানোর জন্য এই টই ওপরে তুলে দিলাম।

    হে আমার আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ, আপনাদিগের ব্ল্যাক ফ্রাইডে ২০১০ কিভাবে অতিবাহিত হইতেছে, তাহা হেথায় লিপিবদ্ধ করুন। টার্কিগণের শেষের সেদিন লইয়া লিখিলেও মাইন্ড করিব না।
  • tatin | 70.177.***.*** | ২৫ নভেম্বর ২০১০ ১০:৩৩693801
  • আমার একটা ১০-২২ লেন্স কেনবার সখ- পোচুর দাম চাইছে, কন্‌ফিউশ্‌ড হয়ে পড়ছি
  • kd | 59.94.***.*** | ২৫ নভেম্বর ২০১০ ১২:২০693802
  • অতগুলো কেনার কী দরকার, দু'একটা কিনলেই তো পারো। ও হ্যাঁ, সঙ্গে একটা ক্যমেরাও কিনো - নাহ'লে লেন্সগুলোর বড় একা একা লাগবে। ঘাড়ে চাপার কিছু না হ'লে চলে?
    :)
  • Tim | 173.163.***.*** | ২৫ নভেম্বর ২০১০ ১২:২৫693803
  • একটা কথোপকথন তুলে দেওয়া যাক। এক ডিলে বহু পাখি মেরে আসা রণক্লান্ত ঘোড়ার মুখের থেকে শোনা।
    ব্ল্যাক ফ্রাইডের ভোরে, কনকনে ঠান্ডায়, লাইনে দাঁড়িয়েছে চার বঙ্গসন্তান। এক দম্পতি, আর দুই সাগরেদ। সাগরেদরা এদেশে নতুন, হাল হকিকত জানছে দম্পতির কাছে।
    স্বামী: আচ্ছা, আগেরবার যেন কী কী কিনলাম?
    স্ত্রী: ঐযে, আঠাশ ডলারের অমুকটা, চার টাকার তমুক, বিনা পয়সার.... ইত্যাদি প্রভৃতি। (কারেন্সি নিয়ে মাথা ঘামায়েন না, এক্ষাইটমেন্টে ওরম একটু হয়!)
    সা-১ : এত কিছু? ব্যাপক তো!
    সা-২: হ্যাঁ হ্যাঁ দারুন!
    স্ত্রী: আমরা তো যা পেয়েছি খালি কিনেই গেছি।
    স্বামী: হ্যাঁ ম্যালা জিনিস.... যদিও পরের দিন নাইন্টি পার্সেন্ট জিনিস ফেরত দিয়ে গেছিলাম, তবু....

    এই গল্পটা শুক্রবার বেলা এগারোটা নাগাদ ঘুম থেকে উঠে সাগরেদদের থেকে শুনতে যে কী ভালো লেগেছিলো, ক্ষি বলবো!
  • Paramita | 132.179.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ০১:৩৫693804
  • হ্যাঁ লা আমার আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ, কিছু বলো?
  • nina | 79.14.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ০৪:০৯693805
  • পামিতা
    এই প্রচন্ড ভীড়-ভাট্টা সেই ছেলেমেয়ে ছোট্ট থাকতে ছুটতাম--যেমন মনে আছে মেয়ের জন্য তখন ক্যাবেজ প্যাচ ডল কিনতে--আরিব্বাস সেকি লাইন---আর মেয়ের বাবা --নেহাৎ মেয়ের জিনিষ তাই ছুটেছিল ঃ-)

    মাঝখানে বয়ে গেছে কত সময়ের জল--মেয়ে কখন য্নে বড় হয়ে গেল হুস করে--তার এখন বিয়ে এসে গেল----অনেকদিন পর আবার ছোটো ব্ল্যাকফ্রাইডে-সেল এ - লিস্টি নিয়ে---ক্ষী ভীড় রে বাপ্পা----চেরিহিল মলে প্রমনাডে গাড়ী পার্ক করার পার্কিং স্পট পাওয়াই লটারি পাওয়া----
    তা আমার লিস্টিতে শাশুড়িমার জন্য একটি নরম গরম কালো কার্ডিগান আছে--(দেশে যাচ্ছি ৫ ডিসেম্বর) --মেসি তে দেখি ঝুলছেন লাইন দিয়ে $ 49.00 আজ $14.99 --লাফিয়ে লাফিয়ে কিনে ফেল্লুম--সঙ্গে আরও এটা সেটা ---ওমা রেজিস্টারের লেডি বল্লেন এটা $24.50কারণ ঐ দাম ছিল মর্নিং স্পেশাল--আর আমরা কিনছি তখন বেলা তিনটে--ব্যাজার মুখে দাম দিয়ে বেরিয়ে এলাম---কিন্তু মন খচখ্চ!
    সোয়েটারগুলোর ওপর তো শুধু লেখা ছিল স্পেশাল প্রাইস টুডে $14.99 মর্নিং বলে তো লেখা ছিলনা---
    আবার ফিরলাম--দুটো কিনেছি দশটাকা করে এক-একটার দাম বেশি----
    ম্যাঞ্জার কে বল্লাম--এই দেখ এখানে তোমারা লিখে রেখেছ--আজকের স্পেশাল দাম--সকাল বলে তো কিছু লেখনি তাহলে ? আমি দুটো কিনলাম স্পেশাল প্রাইস বলে-----
    ম্যাঞ্জার বল্লেন--হুম! এটা ভুল হয়েছে আমাদের মর্নিং লেখা উচিৎ--
    ওক্কে ম্যাম we will adjust the price for you
    মনের আনন্দে দশটি করে ডলার সোয়েটার পিছু ফেরৎ নিয়ে বড়ি এসে দেখি তোমার ডাক--
    -ঃ-)
  • a x | 118.204.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ০৫:০০693806
  • নীনার লেখা দেখে মনে পড়ল। আমার ফেসবুকে এক বন্ধু লিখেছে ওর বরের এটা প্রথম থ্যাংক্সগিভিং এবং সে কিছুতেই বুঝছেনা, লোকে সারা রাত দোকানের বাইরে ক্যাম্প করে আছে কেন। তার উত্তরে একজন লিখেছে - Just explain to him that Americans love to trample each other for Cabbage Patch Dolls and Tickle-Me-Elmo's one day after celebrating being thankful for what we already have... ঃ-))
  • aka | 85.76.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ০৮:৪৭693808
  • একটা জুতো কিনলাম, ৮০ ডলার দাম লেখা ছিল ৫৪ নিল ৪৮, একটা রোব, ৫০% ডিসকাউন্ট ছিল, দিচ্ছিল না, জোর করে নিতে হল, আর কিনলাম দুটো সেন্ট, একটা আমার, একটা বউয়ের ১০ ডলার দাম নিলে। বউ কিছু জামা, প্যান্ট কিনলে সেগুলোর কোন সেল ছিল না।
  • aka | 85.76.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ০৮:৪৮693809
  • ও হ্যাঁ আর গাড়ির টায়ার কিনলাম, সব মিলিয়ে ১০০ ডলার ছাড় দিলে।
  • Paramita | 132.179.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ১৭:৫৭693810
  • নীনাদি, একচোট হাসলাম। এই খানে অজ্জিতের ক্রকপট মাংস রান্নার বিবরণ পড়ে BF-তে দু ডলারে ক্রক পট কিনে মনে হয়েছিল হাতে স্বর্গ পেয়েছি। তারপর গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল, সে রিসিপি ভাট সমুদ্দুরে কোথায় ডুবে গেছে, আমারও আর সে ক্রক পট খুলে রান্না করা হোলো না। আসার সময় এক বন্ধুকে দিয়ে এলাম।

    তবে আমি মোটামুটি পাঁচটা থেকে সাতটার মধ্যে পৌঁছে যেতাম, রিচুয়াল করে। কিন্তু রাতে ক্যাম্প করে গেট্ক্র্যাশিং ভীড়ে কখনও যোগ দিতে পারি নি, সঙ্গে কাউকে পাই নি বলে।
  • Paramita | 132.179.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ১৮:০২693811
  • তবে ঐ মাখনপানা আম্রিকান কাস্টমার সার্ভিস - শস্ত্রে ছেঁড়ে না, অগ্নি দহে না যারে। এত তো রিসেশান গেল, ইকোনমি ডাউনটার্ন কিন্তু কাস্টমারদের জন্য আজও সেই ভদ্রলোকের এক কথা।

    জেনারেলি ঃ)
  • kumu | 132.16.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ১৮:২২693812
  • সেল টেল কিচ্ছু না-
    মঞ্জুষা থেকে পুরো পহা দিয়ে ২০০৮ সালে একটা শাড়ী কিনলাম।পরে আবিষ্কার হল সেটি চওড়ার দিকে আস্তে আস্তে সরু হয়ে গেছে।আঁচলের width,সেশ প্রান্তে গিয়ে দশ ইঃ কমে গেছে।
  • pi | 127.194.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ১৮:২৪693813
  • বুটিকের ডিজাইনার শাড়ি ভেবে পরে নিতে পারতে। এক্কেরে ইউনিক ডিজাইন।
  • Du | 127.194.***.*** | ২৪ নভেম্বর ২০১২ ২০:৪৯693814
  • সেই তো হালুম। সে আমরা কোনদিন দিতে পারবো বলে ভাবি না। ফ্লিপকার্ট থেকে XBox গেম কিনলাম, চললো না। খেয়াল করি নি গেমটা PAL এনকোডেড। কাস্টমার সার্ভিস ভাবতেও পারলো না ফেরত নেবার কথা, বা বদলে ঐ টাকার কিছু দেবার কথা।
  • nina | 79.14.***.*** | ২৫ নভেম্বর ২০১২ ০৪:৪৫693815
  • আজ হুতো ও সুতোর সঙ্গে কথা হল--তারা রাত একটা থেকে ক্যাম্প গেড়ে--লাইনে #১ & ২ হয়ে বিশাল বড় টি ভি কিনেছে--এবং তাদের বন্ধুদের ও ফোন করে আনিয়ে নানাবিধ জিনিষ কিনে সবাই খুব হ্যাপ্পি
    ঃ-)
    হুতো ও সুতো কে অনুরোধ তাদের এক্ষপিরিয়েন্স একটু আমাদের সঙ্গে শেয়ার করুক।

    আর পামিতা ,
    ক্রকপট তো আমাকে ও পরে ছেলে মেয়ে যখন কলেজে ও নিজের আস্তানায় গেছে ---বাঁচিয়ে রেখেছে। থ্যাঙ্কসগিভিং এ এবারও টার্কি-মিটবলস দিয়ে খাসা মালাই কোফ্তা বানিয়েছি---প্রন মালাই কারিও ছেলে মেয়ে দিব্যি বানায়----ক্রকপট বড় উপকারি বস্তু। আমি তো যেই অসে তাকেই কিনতে বলি ঃ-)
  • nina | 79.14.***.*** | ২৫ নভেম্বর ২০১২ ০৪:৫৪693816
  • অক্ষ
    এই দেশটা বড় সরলমতিদের --তারা যে রোজ ডবল-বারগার ফ্রাই এর সঙ্গে ডায়েট কোক খায়
  • pi | 24.139.***.*** | ২৪ নভেম্বর ২০১৭ ০৬:৪৮693817
  • তুল্লাম ঃ)
  • dc | 120.227.***.*** | ২৪ নভেম্বর ২০১৭ ০৮:১০693819
  • আমি একবার সেন্ট কিনেছিলাম, সেটার দাম এমনিতে একশো আর সেলে পেয়েছিলাম পঞ্চাশে। সেটা বৌকে গিফট দিয়ে বলেছিলাম দেখেছো, তোমার জন্য এ-ক-শো ডলারের সেন্ট কিনলাম! তা সে বছরটা ভালোই শেষ হলো। পরের বছর সেলের সময়ে বৌ অ্যামাজনে দেখছে কি কেনা যায়, হঠাত করে খুঁজে বার করেছে সেই সেন্টটা আবার সেলে বিক্রি হচ্ছে! তার পরের বছরটা খুব একটা ভালো যায়নি।
  • pi | 24.139.***.*** | ২৪ নভেম্বর ২০১৭ ০৮:৩৬693820
  • ঃ))
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন