এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লেখা ফেখা ও কিছু অ্যাব অরিজিনাল হ্যাজ

    Soumyadeep Bandyopadhyay লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৬ জুন ২০১৫ | ২১৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Soumyadeep Bandyopadhyay | ০৬ জুন ২০১৫ ১৬:২৩678944
  • আমরা ওরার অনুপাতিক সম্পর্ক প্রথম খবরে নিয়ে আসেন যে ভদ্রলোক তিনি কোনো বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন না , ছিলেন এক দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্ব | আমরা আন্ডারওয়ার কষে তাই নিয়ে বাজার গ্রীষ্মের রাজস্থানের থেকেও গরম করে তুলেছিলাম | পরবর্তী কালে সেই বেফাঁস মন্তব্যের দায় ও দুঁদে বাবুর দলকে চোকাতে হয় | এই ওরা আমরার কালচার টা কিন্তু কোনো কালো সাম্রাজ্য বাদী আমদানী নয় | কখনো বুক বাজিয়ে , কখনো সেন্সরড এই সীমারেখা আমাদের ওদের বাঁচিয়ে রাখে আলুনি জীবনের মাঝে অব্যর্থ নুনের মত | সোশাল স্টেটাস এর ইনসেনটিভ আক্রান্ত বিড়ালের গলায় এক অলীক বেল কার্ভের আপার পার্সেনটাইলে ফিট হবার জন্য আমরা দৌড়তে থাকি| খোলসের মত আগের নীল কলারের যে জামাটা আমরা ন্যাতা করে ফেলি , সাদা কলার আসার পর সেই পুরোনো ঘাম কালি লাগা গন্ধ টা কি আর সহ্য হয় কারো ?
    তাই ফ্রেঞ্চ লিভ নেওয়া সরকারী কারখানার ফোরম্যান অনুষ্ঠান কর্তা নিমন্ত্রিত সাহেবদের দের বার বার করে জিগ্গেস করেন ভালো করে খাওয়া হয়েছে তো , অন্যমনস্ক ওনাকে কেউ মনে করিয়ে দিলেই হাঁক পাড়েন , ওরে ড্রাইভার গুলোকে দেখ খাওয়া ফাওয়া হয়েছে কিনা |
    স্কুলে পরীক্ষা শেষে বেরিয়ে আসছে ভালো ছেলের দল | বাবা মা অধীর আগ্রহে গর্বিত অপেক্ষা করছেন ছেলেদের বেরোবার |আরো অনেকের মা বাবা অপেক্ষা করছেন সেই বিভূতির ছোঁয়া নিয়ে সন্ধ্যেতে ছেলের বইতে ঠেকাবার | এদের মাঝেই চুপচাপ মাথা নিচু করে যে ছেলেটা বেরিয়ে বাড়ীর রাস্তা ধরবে , ওকে চেনেন নাকি? না চেনার ই কথা, কোনো বার ই পাশের নিশ্চয়তা থাকে না ওর |কে আর ওকে জিগ্গেস করে পরীক্ষা কেমন হয়েছে, কেই বা ওকে চিনতে চায়? ওর পড়া ফড়া যে হবে না সে বিষয়ে আমরা নিশ্চিত | নাম্বার এর কম্বিনেশন লক ভেঙ্গে ও যে ক্লাসের ভালোদের গ্রুপে কোনদিনই চান্স পাবে না , সেটা ওকে আমরা খুব প্রাঞ্জল বুঝিয়ে দেব | তাই ও আর ওরই মত আরো কিছু ফেলুরে সঙ্গী ওদের জন্য নির্দিষ্ট পথ নির্দেশ লেখা কম নম্বরী আলো গলি দিয়ে স্কুলজীবন শেষ করবে কোনো রকমে | কোনদিন কোনো প্রোগ্রামে , কম নম্বরী আর বেশি নম্বরী গার্জেন দের দেখা হলে করুণাঘন প্রশ্ন , কি করছে গো ছেলে তোমার ? আমার ছেলে তো কিছুতেই এখানে থাকবেনা বলছে, বাইরে পড়তে যাবে | আমরাও বলছি এ দেশে পড়ে থেকে আর কি ই বা হবে , একটা স্কলারশিপ পেলেই ব্যাস, ইত্যাদি ইত্যাদি |সব সাবজেক্টে টিউশন, মাসের খরচ x টাকা কিন্তু কম নম্বরীর দের মুখে কৃষ্ণপক্ষ , এ অমূল্য স্বাদের ভাগ হয় নাকি?
    অনেক তারকা প্লেয়ার দের সাথে প্রথম বাইরে খেলতে গেছে উঠতি | প্রাইজ পায়নি বাকিদের মত | সকালে উঠে আবিষ্কার করেছে এক অদ্ভূত আণবিক বিভাজনে তার খাবার জলে এক বা একাধিক তারকার মুত্রের নমুনা | কখন টিমের সবার সাথে থাকার কৌলিন্য ওর নষ্ট হয়ে গেছিল ও বুঝতেও পারেনি হয়ত | দাদারা নিশ্চয়ই ধরে নিয়েছিল, খেলা ফেলায় ও নিম্নবর্গীয় | দলিতদের মুখে মুতে দেওয়া তো মৌলিক অধিকার , একটা সোশাল গ্রাটিফিকেশন |
    অনেক কষ্ট করে একটা নতুন গান তুলেছে ব্যান্ড যুবক | সবার আগে তার আরাধ্য গায়ককে শোনানোর জন্য দৌড়ে গেলেও দাদা গায়ক অবশ্য দু মিনিটেই সেই গান থামিয়ে দিল | ওসব ব্যান্ড ফ্যান্ড এককালে আমিও অনেক করেছি হে | সেই নিয়েন্ডারথাল আমল থেকে তার আওয়াজ এখনো অম্লান ,তুমি তো হালের ছোকরা |আগে গান ফান করতে শেখো , তার পরে শুনছি|
    প্লেসমেন্টের ফেস তো ফেস এলিমিনেশন রাউন্ড চলছে(কিইই সুন্দর নাম না!)ক্লাসরুম থেকে বোর্ডরুম জার্নির টিকিট পেতে গ্রুপ ডিসকাশনে গলার শির ফুলিয়ে চিল্লাছে একজন | অবশ্য একটা বাক্য শেষ করার আগেই ঝাঁপিয়ে পড়েছে আরেকজন, মে আই ইন্টেরাপ্ট বলে | শুধু আমূল মুখচোরা চুপ করে বসে ভাবছে, এত জনের মধ্যে, সে কথা বলবে কি করে | কম্পিটিশন সাকসেস এর হাই ডেফিনিশন বিজ্ঞাপনের বাইরের এক নিরেট আউটলায়ার | তার প্রগ্রেস রিপোর্টে যান্ত্রিক ভার্ডিক্ট লেখা হয়ে যাছে কথা ফথা ঠিক করে না বলতে পারলে মার্কেটে কেত নেই | ব্যাক গ্রাউন্ডে ঢিমে তালে, বাজছে থিম সং....জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি , হেরে গেলে শেম শেম |
    এই পর্যন্তই পড়ে উঠতে পেরেছিল নবীন | অভিজ্ঞ খিঁচিয়ে উঠলেন, এইসব নতুন গুলো আসে কোদ্দিয়ে ? এই জন্য বলি, একটা ন্যুনতম হনু না হলে এখানে কিবোর্ড ঠুকতে এস না | এসব লেখা ফেখা কোত্থেকে জোগাড় কর ? অজ্জিনাল চাই , অজ্জিনাল বুঝলে | এই যেমন বলছি , তেমন লেখো ...যত্তসব ! দর্শকাসন সোল্লাসে ঠিকঠাক মালের দাবীতে ফেটে পড়ে |
    আর শব্দের সেই অভিঘাতে , নবীনের বুনট হীন অক্ষরেরা উড়তে থাকে অভিজাত পাঁচিলের আওতার বাইরে , ঝরে যেতে থাকে অযত্নের আস্তাকুঁড়ে ,সাফাই ওয়ালার অপেক্ষায় |

    শুধু সন্ধের মুখে গোলপোস্টের পিছনে উদাসী দৃষ্টি নিয়ে সেই ছেলেটা আজও রোজ বসে থাকে, যাকে কোনদিন ই কেউ প্রথম দলে নেয় না খেলতে | অধীর আগ্রহে সে রোজই আসে, ভাবে ঠাকুর আজ টিমে একজন কম হোক, ওরা আমাকে খেলতে নেবে তাহলে | অসহ্য কষ্টে গলা দলা পাকিয়ে আসে তার, কিন্তু কাউকে কি ই বা বলার থাকতে পারে | জগতের আনন্দপংক্তি ভোজনে প্রবেশ শুধুই আমন্ত্রণমূলক , এই আপ্তবাক্য বোঝার বয়স তার কখনো হয়না |
  • তাপস | 126.203.***.*** | ০৮ জুন ২০১৫ ০১:২৪678945
  • দাঁড়ি গুলো কীরকম হয়ে গেছে।
  • Soumyadeep Bandyopadhyay | ০৮ জুন ২০১৫ ২০:১৩678946
  • ঠিক দাঁড়ায়নি ব্যাপারটা
  • পীযূষ কান্তি বন্দ্যোপাধ্যায় | 192.66.***.*** | ০৯ জুন ২০১৫ ২২:৪৫678947
  • জিয়ো, কাকা। অনেকদিন পর এমন ফ্রি ফ্লোয়িং পেসি গদ্য পড়লাম।
  • aranya | 154.16.***.*** | ০৯ জুন ২০১৫ ২৩:২৪678948
  • সৌম্যদীপ ক্ষমতাবান লেখক।

    গরীব, মেধাবী ছাত্র, ছাত্রী-দের কথা তাও চোখে পড়ে, কিংবা গরীব ঘর থেকে উঠে আসা তুখোড় কোন খেলোয়াড়ের কথা

    কিন্তু দরিদ্র পরিবারের নেহাতই সাধারণ কেউ, ট্যালেন্টেড নয় এমন কেউ - তার জন্য/তাদের জন্য চিন্তা, আগ্রহ কিছুই বরাদ্দ নেই

    সৌম্যদীপ-এর কলম/কী-বোর্ড শক্তিশালী না হলে আমিও হয়ত এখানে কোন কমেন্ট করতাম না
  • Soumyadeep Bandyopadhyay | ১১ জুন ২০১৫ ২০:২৬678949
  • পীযুষ , অরন্য , ধন্যবাদ মতামত দেবার জন্য ় এ কথা গুলো বলার ছিল অনেকদিন।।শেষ পর্যন্ত বলতে পেরে হালকা লাগলো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন