এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তেলে জলে মেশে না, তবুও লোকে তাই খায়!

    bip
    অন্যান্য | ০৯ নভেম্বর ২০১৫ | ৮৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.***.*** | ০৯ নভেম্বর ২০১৫ ০৮:৩৪688217
  • কিছু কিছু রাজনৈতিক ধোঁয়াশার উত্তর আমার জানা নেই।

    যেমন ধরুন ভারত এবং আমেরিকা-এই দুই দেশের রাজনীতিতেই ধর্ম এবং মার্কেটপন্থীদের জোটবন্ধন। অথবা কমি/বাম দের সাথে লিব্যারালদের জোট। দুই সম্পূর্ন ভিন্নধর্মী রাজনীতি হয়েও তেলে জলে কি করে মেশে জানা নেই। যদি আমার পাঠকরা কিছু লাইট ফেলেন।

    প্রথমে আসি ধর্ম এবং মার্কেটপন্থীদের জোটবন্ধন। আমেরিকাতে রিপাবলিকান এবং ভারতে বিজেপি-দুই পার্টির বেস-ধর্মীয় রক্ষনশীল এবং মার্কেটপন্থী লিব্যারাল। মুশকিল হচ্ছে এই দুটি বিপরীতমুখী রাজনীতি। মার্কেটের মুলে চাহিদা এবং লোভ। ধর্মের মূল ওই দুটো কমানো। সব সময় যে তেলে জলে মেশে তাও না। রিপাবলিকান পার্টিতে মার্কেটপন্থীদের সাথে ধর্মপন্থীদের ফাটাফাটী সবসময় হচ্ছে। এখন প্রেসিডেন্সিয়াল রেসে বেন কার্সন বনাম ডোনাল্ড ট্রাম্পের কেসটা ওই ধর্মপন্থী বনাম মার্কেটপন্থীদের লড়াই। কার্সন সব কিছু ঈশ্বর প্রেরিত, ঈশ্বরের কল্যানে নিয়োজিত-ইত্যাদি প্রচার করে চলেছেন। মাইরী, না দেখলে বিশ্বাস হত না-আমেরকাতে জিওপির ফোর রানার ক্যান্ডিডেট ঈশ্বেরের নামে ভোট চাইছেন। তার কোন অর্থনৈতিক এজেন্ডা নেই! দেশটাকে আবার খ্রীষ্ঠান নেশন বানাবেন যেমন বিজেপি ভারতকে হিন্দু নেশন বানাতে চায়। এই নিউরোসার্জেনটি সত্যই এক বিনয়ী, সৎ লোক। ফলে বাজারে কাটছে তার ঈশ্বরভক্তি! বিজেপির অন্দরেও আর এস এস বনাম উদারপন্থীদের লড়াই চলছে। মুশকিল হচ্ছে-এই তেলেজলে মিশে এরা কেন বাম লিব্যারালদের বিরোধিতা করছেন?

    বাম লিব্যারালদের মধ্যে অবশ্য কালেক্টিভিজম বনাম লিব্যারিলিজমের এই ভার্টিক্যাল স্পিল্ট শুধু মাত্র গে রাইট ইত্যাদি ইস্যুতেই প্রকট হয়। ভারতে যেমন গে ইস্যুতে সুসি সহ অনেক কমিনিউস্ট পার্টি ছিল বিরুদ্ধে-কারন তারা মনে করে ওটা লিব্যারিলজমের ইস্যু-যা মার্কেটপন্থী। গে ইস্যুতে ভারতে বামেদের মধ্যে এই প্রভেদ খুব দৃষ্টিকটূ ভাবে দৃশ্যমান ছিল।

    আমেরিকাতে কালেক্টিভিস্ট বামেরা ক্ষমতার থেকে অনেক দূরে থাকায়, এগুলো ইস্যু হয় নি। তবে "ইসলামের" মূল্যায়নের ক্ষেত্রে আমেরিকান বামেদের মধ্যেও এই ভার্টিক্যাল স্প্লিটটা দেখি। লিব্যারাল বামেরা ইসলামের মূল্যায়নে অনেক হার্শ-কর্কশ। কারন ইসলাম গে রাইট সহ অনেক হিউম্যান রাইট বিরোধি। অন্যদিকে কালেক্টিভিস্ট বামেরা ইসালামের ক্ষেত্রে অনেক নরম। কারন তারা মনে করে ইসলামের কালেক্টিভিজম প্রি-ক্লাস স্ট্রাগলের ফসল। তবে অর্থনীতির ক্ষেত্রে দুই তরফের বামেরাই কালেক্টিভিস্ট। মানে অধিক হারে ট্যাক্স চাপিয়ে স্যোশাল বেনিফিট বাড়ানোর তত্ত্বে বিশ্বাসী।

    এবার মোদির কথায় আসি। উনার দুটো বেস। একটা হিন্দুত্ব ছাড়া কিছু বোঝে না। অন্যটা মার্কেটপন্থী, অর্থনৈতিক ব্যবসা বাড়ানোর জন্য তাকে সাপোর্ট করে। এই দুই বিপরীত মুখী শক্তিকে নিয়ে কি আদৌ চলা সম্ভব? অর্থনৈতিক বেসটা চাইবে, কম্যুনাল হার্মোনি। যেমন নায়ারানমূর্তি। ভোটের আগে এবং পরে উনি মোদিকেই সমর্থন করছিলেন। কিন্ত হিন্দুত্বের কুৎসিত মুখ বেড়োতে উনিও মোদিকে সমালোচনা করছেন। বলা যায় বাধ্য হচ্ছেন। কারন এইসব ঘটনায় বিশ্বের কাছে ভুল সংকেত যাচ্ছে। ব্রান্ড ইন্ডিয়ার ভ্যালু পড়ছে। ফলে ইনফির ব্যবসার ক্ষতি হচ্ছে। এই তেলে জলে মেশানো একদম অসম্ভব। দিল্লীতে গোপন সূত্রে খবর, মোদি এই দুই গোষ্ঠীর দিক থেকেই চাপে থাকেন বলে-উনি ইদানিং ভারতের বাইরে থাকতেই পছন্দ করছেন বেশী। মানে পাতি পালাচ্ছেন আর কি।
  • সে | 198.155.***.*** | ০৯ নভেম্বর ২০১৫ ১২:৪৮688218
  • "কিছু কিছু রাজনৈতিক ধোঁয়াশার উত্তর আমার জানা নেই। "
    হেঃ হেঃ হেঃ কোনগুলোর জানা আছে?
  • মালসাপোড়া কামভাব উইথ কৌপীন | 72.14.***.*** | ১০ নভেম্বর ২০১৫ ১৩:২৮688219
  • আমাদের পাড়ার চণ্ডীচরণ বর্ধনকে একদিন লইয়া গিয়াছি। চণ্ডীবাবু Hindu Boys School নামক একটি ছোটখাট বিদ্যালয়ের স্বত্বাধিকারী, সেখানে ইংরেজী স্কুলের তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যাপনা করান হয়। তিনি পূর্ব হইতেই ঈশ্বরানুরাগী ছিলেন, পরে স্বামীজীর বক্তৃতাদি পাঠ করিয়া তাঁহার উপর খুব শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠেন।

    চণ্ডীবাবু আসিয়া স্বামীজীকে ভক্তিভাবে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, ‘স্বামীজী, কি রকম ব্যক্তিকে গুরু করা যেতে পারে?’

    স্বামীজী বলিলেন, ‘যিনি তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনিই তোমার গুরু। দেখ না, আমার গুরু আমার ভূত ভবিষ্যৎ—সব বলে দিয়েছিলেন।’

    চণ্ডীবাবু জিজ্ঞাসা করিলেন, ‘আচ্ছা স্বামীজী, কৌপীন পরলে কি কাম-দমনের বিশেষ সহায়তা হয়?’

    স্বামীজী বলিলেন, ‘একটু-আধটু সাহায্য হতে পারে। কিন্তু যখন ঐ বৃত্তি প্রবল হয়ে উঠে, তখন কি বাপ, কৌপীনে আটকায়? মনটা ভগবানে একেবারে তন্ময় না হয়ে গেলে বাহ্য কোন উপায়ে কাম একেবারে যায় না। তবে কি জান—যতক্ষণ লোকে সেই অবস্থা সম্পূর্ণ লাভ না করে, ততক্ষণ নানা বাহ্য উপায়-অবলম্বনের চেষ্টা স্বভাবতই করে থাকে। আমার একবার এমন কামের উদয় হয়েছিল যে, আমি নিজের উপর মহা বিরক্ত হয়ে আগুনের মালসার উপর বসেছিলাম। শেষে ঘা শুকাতে অনেক দিন লাগে।’

    চণ্ডীবাবু একটু ভাবপ্রবণ প্রকৃতির লোক ছিলেন। হঠাৎ উত্তেজিত হইয়া ইংরেজীতে চীৎকার করিয়া বলিয়া উঠিলেন, 'Oh Great Teacher, tear up the veil of hypocrisy and teach the world the one thing needful—how to conquer lust.'

    স্বামীজী চণ্ডীবাবুকে শান্ত ও আশ্বস্ত করিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন