এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নন্দ ঘোষ কিম্বা সংবাদ পরিবেশন

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ জুন ২০১৫ | ২৫৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ১৪ জুন ২০১৫ ১২:১৩682270
  • ছত্রধর মাহাতকে পুলিশ গ্রেফতার করেছিল সাংবাদিকদের ছদ্মবেশে। সে নিয়ে সাংবাদিকদের একটা মহল, বেশ বড়সড় একটা মহলে ক্ষোভ জমেছিল। কলকাতার প্রেস ক্লাব থেকে একটা নিন্দা প্রস্তাবও গ্রহণ করা হয়েছিল । মূল বিষয়টা সম্ভবত এরকম ছিল যে সাংবাদিকতা পেশাটা একটা মহান পেশা, যা গণতন্ত্রের পঞ্চম স্তম্ভ বলে স্বীকৃত, তাকে এরকম ভাবে ব্যবহার করা অনৈতিক। তবে, এই ব্যপারটায় সাংবাদিকদের অনেকেই সহমত ছিলেন না। এঁদের মত ছিল, অন্য যে কোন প্রফেশনের মতই সাংবাদিকতা একটা প্রফেশন মাত্র, একে আলাদা করে মাথার পিছনে চাঁদ বসানো মহত্তর কিছু বলে দেখানর কোন মানে হয় না।

    সংবাদমাধ্যম, মানে যাকে বাজারি সংবাদমাধ্যম বলে দেখান হয়ে থাকে, যারা বাজারে ব্যবসা করতে নেমেছে, ব্যবসা করে লাভ করবে বলে এসেছে, তাদের নিজেকে মহৎ বলে সপ্রমাণ করার দায় কখনও কখনও বর্তায় বটে, কিন্তু সে বাজারের স্বার্থেই। একটা সংবাদমাধ্যমের কিছু নিজস্ব পলিসি থাকে, সেই পলিসিকে যথাযথভাবে বাজারজাত করার দায় থাকে সেই হাউসের অধীনস্থ কর্মচারীদের। অন্য যে কোন কোম্পানির মতই। সংবাদমাধ্যম তার নিজের স্বার্থেই কোন একটি বা একাধিক মুখ বা হাতকে চ্যাম্পিয়ন করতে থাকে, আর ফ্রম টাইম টু টাইম তাকে লাথিও মারে, স্বার্থকারণেই। বাজার কারণেই। এসব জলের মতন পরিষ্কার, সবাই জানেন।

    কিন্তু, সমস্যা হয় কোন কোন সময়ে। যেমন এখন। এই পার্থ-দিদি-যৌনতা-ডায়েরি-সাইকো সময়ে। কেন ডায়েরি ফাঁস করে দেওয়া হচ্ছে, কেন সংবাদমাধ্যম কোন সামাজিক দায়িত্ব পালন করছে না, কেন মুখরুচিভর ইনসেসট সম্ভাবনাকে তোল্লাই দিয়ে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, এসব প্রশ্ন উঠছে। যেন, এমনটা প্রত্যাশিত নয়। যেন সংবাদমাধ্যম এ হেন সময়ে বাজারের কথা বা লাভের কথা না ভেবেই ক্রিয়াশীল থাকবে।

    ব্যপারটা কিন্তু এরকমই হওয়ার ছিল। কোন একজন সাংবাদিকের বাই লাইনের লেখা মতাদর্শগত কারণে খুব অপছন্দ হলে, তার দায় সত্যি যে সেই সাংবাদিকের নয়, অন্তত অধিকাংশ সময়েই নয়, সেটা বোঝার মতন পরিণতমনস্কতা আমাদের সকলেরই আছে। সমস্যা হয় বোধহয় প্রত্যাশায়। আমরা এখনও ভাবতে থাকি, মাথার পেছনে হ্যালোর কথা। সাংবাদিকের বা সংবাদমাধ্যমের। হ্যালো কিন্তু নেই, হয় তা নিভে গেছে, নয় কদাপি ছিল না। সে অন্য প্রতর্ক। আপাতত মাথার পেছনে দেওয়াল। পিঠও দেওয়ালেই। বাজারসম্ভূত সত্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন