এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুরুষের ভবিষ্যত

    bip
    অন্যান্য | ১১ অক্টোবর ২০১৪ | ১২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 78.33.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১০:৪৮650167
  • (১)
    সেটা দশ বছর আগের কথা। হঠাৎ মাথায় এল আরে পুরুষ জাতিটার আসলেই কোন ভবিষ্যত নেই। বড়জোর আর হাজার বছর। তারপরেই পুং লিঙ্গ বলতে কিছু থাকবে না ( আর্টিকলটা এখানে আছে https://sites.google.com/site/biplabpal2000/Future_of_Males.pdf )।

    কারনটা আসলেই সহজ। যা কিছুর জন্ম সবটাই বিবর্তনের কারনে। প্রকৃতির আদিতে সবই একলিঙ্গ-বা এক অর্থে নারীই বলব যারা নিজেদের প্রজননে সক্ষম। বিবর্তনের পথে পুরুষ লিঙ্গের আমদানির দরকার হল বিবর্তনে গতি আনতে। উভয় লিঙ্গের ক্রমোজমের ক্রসওভার থেকে অনেক বেশী মিউটেশন সম্ভব। অনেক বেশী বৈচিত্র। ফলে প্রাকৃতিক নির্বাচনের কাজটা সহজ হয়, কাকে পরিবেশের সাথে বেশী টিকিয়ে রাখবে। [১]

    অর্থাৎ বায়োলজির গ্রান্ড স্কীমে পুরুষের ভূমিকা ওইটুকুই। জিনে বৈচিত্র আনতে সাহায্য করা। পশুকুলে বাবারা সন্তানের দেখাশুনা করে-সেই রেওয়াজ একদমই নেই। স্পার্ম ছড়ানো ছাড়া পুরুষের কাজ পশুকূলে সীমিত।

    মানবকুল অনেক জটিল। প্যালিওলিথিক সমাজ পর্যন্ত পুরুষের ভূমিকা সমাজে কি ছিল-তা সবটাই স্পেকুলেটিভ। তবে সমাজ যে সেখানেও মাতৃতান্ত্রিক ছিল সেই নিয়ে সন্দেহ নেই। নারীর অবস্থানের অবনমন হতে শুরু করে কৃষিভিত্তিক সমাজের উত্থানের সাথে সাথে। এর মূল কারন ছিল দুটো। প্রথমত চাষের কাজের জন্য সমাজে ক্রমবর্ধমান সন্তানের চাহিদা। এবং ব্যক্তিগত সমপ্তির উদ্ভব। এর মধ্যে প্রথমটাই মূল কারন নারীর অবনমনের। সেই কালে শিশুমৃত্যুর হার এত বেশী ছিল মাত্র দুটি সন্তানকে যুবক অবস্থায় টানতে ছটি শিশুর জন্ম দিতে হত। [২] ফলে অধিকাংশ নারীকে বাধ্য করা হত আটটি কি দশটি সন্তানের জন্ম দিতে। "বাধ্য" টা শব্দের ভূল প্রয়োগ। ধর্মের মাধ্যমে অশিক্ষার মাধ্যমে মেয়েদের মাথায় সন্তান ধারনের মাহাত্ম্য ঢোকানো সব ধর্মগ্রন্থেই পাওয়া যাবে। কিন্ত পাশাপাশি এটাও সত্য-এটা না হলে সেই যুগে মহামারী যুদ্ধের ফলে মানব জনসংখ্যা কমতে কমতে, মানুষের বেঁচে থাকাটাই সংকটপূর্ন হতে পারত। কিন্ত এটা ভাবার কারন নেই মধ্যযুগে নারীদের যৌন স্বাধীনতা ছিল না। সন্তানের জন্ম দিতে গিয়ে প্রায় মৃত্যু হত মায়েদের। ফলে মেয়েরাও জানতেন তাদের জীবন সংক্ষিপ্ত-তাই জীবনের মধু ছাড়া যাবে না। হেলিওনিক এবং রোমান সভ্যতায় এই উদাহরন অজস্র [৩]।

    মেয়েদের বর্তমান স্বাধীনতার ধারনা মোটেও কোন দর্শনপ্রসূত ডিম্ব না। এটি উনবিংশ শতকে শিল্প বিপ্লবের ফল। [৪] শিশুমৃত্যুর হার কমতে মেয়েদের আর ছটি সন্তান ধারনের কোন প্রয়োজনিয়তা রইল না । অন্যদিকে গ্রাম থেকে শহরায়ন এবং শিল্পের কারনে নিউক্লিউয়ার ফ্যামিলির উদ্ভবে মেয়েদের ও কাজে যাওয়ার প্রয়োজন হল। আমেরিকাতে এটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ছেলেরা ছিল যুদ্ধে। আমেরিকান ওয়ার মেশিনের উৎপাদনের পুরোভাগে ছিল মেয়েরা। ভারতে মেয়েরা ব্যপকভাবে কাজে আসতে শুরু করে সাত এবং আটের দশকে।

    তারমানে এই না যে সমতার অধিকার সব দেশে প্রতিষ্ঠিত। ভারত কি আমেরিকা সব দেশেই কর্মজীবি মায়েদের বেশ সমস্যা। যাদের দুটি সন্তান-তাদের অনেকেই পেশা ছেড়ে সন্তানপালনে নিজেদের ক্যারিয়ার ত্যাগ করেছেন। [৫] কিচেন থেকে ডিশওয়াশার-সর্বত্র অটোমেশনের ফলে সাংসারিক কাজের ভার অনেক কমেছে। কিন্ত সন্তানপালনের জন্য কোন রোবট এখনো দেখা নেই । ফলে সন্তানপালনের গুরু দায়িত্বটা এখনো মেয়েদেরই। জানি না প্রযুক্তির উন্নতির ফলে ভবিষ্যতটা কি।

    (২)

    সমস্যা হচ্ছে সেই দিন আজ আগতপ্রায় যেখানে নতুন ভ্রুনের সম্পূর্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্ভব। ফলে বায়োলজির গ্রান্ডস্কীমে পুরুষের মূল কাজ-জেনেটিক ভ্যারিয়েশন-তার দরকার নেই। মেশিনই সেই কাজ করে দিতে পারবে।

    সুতরাং মেয়েদের পুরুষকে দরকার হবে কেন?

    সেক্সের কারনে? দৈহিক চাহিদা মেটাতে?

    সেখানেও পুরুষের ভবিষ্যত উজ্জ্বল না। স্পিলবার্গের এ আই এ অর্গা মেকার চরিত্রগুলি মনে আছে? হ্যা আর দু দশকের মধ্যেই বাজারে আসতে চলেছে পুরুষ সেক্স রোবট । যারা শরীরে শারুখ খান, প্রেমে গুরুদেব রবীন্দ্রনাথ! এবছরই সনির আর এন ডি এই ধরনের হিউমানয়েডের আবিস্কারের কথা ঘোষনা করে যার মধ্যে আবেগ থাকবে [৬]। টোশিবার গবেষনাগারে তৈরী হিউমানয়েড কেঞ্জি সংবাদ শিরোনামে এসেছিল আগের বছর। যে মেয়েটা তাকে প্রেমের পাঠ শেখাচ্ছিল, কেঞ্জি তাকে কদিন বাদে এমন ভাবে জাপটে ধরে, গবেষনাটাই থামিয়ে দিতে হয় [৭]। এগুলো সবে শুরু।

    বর্তমানে আমেরিকাতে ডিল্ডোর বাজার খুব ভাল। ৩০% রেটে বাড়ছে ১৫ বিলিয়ান ডলারের মার্কেট। দেখা যাচ্ছে কি বিবাহিত, কি অবিবাহিত সব মেয়েরাই একাধিক সেক্স টয় কিনছেন। এতটাই যে ২০০৮ সালের রিশেসনে শুধু একটা শিল্পই বেড়েছিল-এটা হচ্ছে এই এডাল্ট টয়। আমেরিকাতে মেয়েরা যৌন আনন্দ খুঁজছেন নতুন নতুন সেক্স টয় এর মাধ্যমে। হিউমানয়েড সেক্স রোবট অনেক দূর। এখনই জাস্ট একটু ইন্টেলিজেন্ট সেক্স টয়ের জন্যেই মেয়েরা আস্তে আস্তে সেক্সের জন্য পুরুষ ছেরে নিজের সেক্সটয়ের ওপর ভরসা করছেন বেশী। কারন অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স ডিল্ডোগুলির ডিজাইন এত অদ্ভুত এডভ্যান্সড, অধিকাংশ মেয়েরা মনে করছেন, ডিল্ডোগুলি পুরুষদের থেকে অনেক বেশী আনন্দ দিতে সক্ষম [৮][৯][১০]। বর্তমানে এত ভাল সিলিকন পলিমার বেড়িয়েছে এবং ইলেকট্রনিক্সের মাধ্যমে ডিল্ডোগুলিতে উত্তাপ ও প্রানসঞ্চার করা সম্ভব হচ্ছে , অধিকাংশ মেয়ে মনে করছেন, এগুলির প্লেজার কোশেন্ট পুরুষ লিঙ্গের চেয়ে শতগুন ভাল।

    তাহলে একজন মেয়ের জীবনে পুরুষের দরকার কেন? সন্তানের বায়োলজিক্যাল বাবার দরকার এমনিতেই হবে না।তাহলে বাবার দরকার সন্তান পালনের কাজটা ভাগ করে নিতে। সেই দরকারটা দুই দশকে চলে যাচ্ছে না-কিন্ত আগামী শতাব্দিতে অবশ্যই সন্তান পালনে বাবার দরকার হবে না। কারন সেই রোবট বা হিউমানয়েড।

    একজন সন্তানের কি দরকার? সঠিক গাইডান্স। বাজে কাজ থেকে আটকানো। পড়াশোনাতে সাহায্য করা। খেলতে, খেলা শেখাতে সাহায্য করা। এর কোনটা একজন হিউমানয়েড বাবার থেকে খারাপ করবে?

    কঠিন সত্য হচ্ছে একটা হিউমানয়েড বায়োলজিক্যাল বাবার থেকে এই কাজটা অনেক বেশী ভাল করবে।

    সুতরাং খুব পরিস্কার চিন্তা করলে-একজন মেয়ের জীবনে পুরুষ নির্ভরতা কমতে শুরু করেছে বিংশ শতাব্দি থেকেই। একবিংশ শতাব্দির শেষে একজন মেয়ের জীবনে পুরুষ হবে "অপশনাল"। দরকার হবেই না।

    (৩)
    এই জন্যেই নারীবাদী আলোচনা আমার ভীষন হাস্যকর লাগে। হ্যা, মেয়েদের ওপর নানান কারনে নানান অত্যাচার হচ্ছে -এটা ঠিক। কিন্ত সেটা মানুষ হিসাবেই প্রতিবাদ করা যায়। যদি লিঙ্গের প্রশ্ন ওঠে-তাহলে আসলে কিন্ত পুং লিঙ্গের ভবিষ্যত বিলুপ্তপ্রায়। সুতরাং লিঙ্গ রাজনীতির ক্ষেত্রে সব থেকে প্রাসঙ্গিক প্রশ্ন ওঠা উচিত-পুরুশের ভবিষ্যত কি হবে?

    নারীরা যে বৈষম্যের শিকার হয়েছে-তা ঐতিহাসিক, সামাজিক বিবর্তনের প্রয়োজনে। আর পুরুষ বিলুপ্তির সম্মুখীন সেই বিবর্তনের হাত ধরেই।

    তাই নারীবাদি আলোচনা আমার কাছে অতীত, অপ্রাসঙ্গিক।

    অনেক বেশী প্রাসঙ্গিক এই শতাব্দির শেষে পুরুষের ভবিষ্যত কি হবে?

    [1]http://www.ted.com/conversations/2925/can_evolution_explain_why_all.html
    [2]https://www.princeton.edu/~pswpc/pdfs/scheidel/040901.pdf /
    [3]http://ancienthistory.about.com/od/sexualit1/g/moichos.htm
    [4]http://www.gilderlehrman.org/history-by-era/jackson-lincoln/essays/women-and-early-industrial-revolution-united-states// http://www.loyno.edu/~kchopin/Women's%20Rights.htm
    [5]http://www.workingmother.com/research-institute/what-moms-choose-working-mother-report
    [6]https://inlportal.inl.gov/portal/server.pt/community/ethical_considerations/543
    [7]http://ieeexplore.ieee.org/xpl/login.jsp?tp=&arnumber=1545061&url=http%3A%2F%2Fieeexplore.ieee.org%2Fiel5%2F10375%2F32977%2F01545061.pdf%3Farnumber%3D1545061
    [8]http://www.alternet.org/sex-amp-relationships/what-15-billion-sex-toy-industry-tells-us-about-sexuality-today
    [9]http://www.forbes.com/sites/rakeshsharma/2013/07/31/lets-talk-about-sex-silicon-valleys-efforts-to-disrupt-the-adult-toy-industry/
    [10]http://rt.com/usa/recession-sex-industry-toy-531/
  • dd | 132.17.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১১:৪৯650176
  • তো মহিলাও থাকবে না। সেক্ষের দিন যাইবে, ফলতঃ জেন্ডার জিনিসটাই উঠে যাবে।

    বাচ্চা কাচ্ছা কুকুর ছানা একোরিয়াম,এইসব ও দরকার হবে না। সব রোবোটিক্সে পাওয়া যাবে। একটা পিল খে নিলেই সেসব দেখে আপনার চিত্তো বিগলিতো হবে। স্নেহের ফল্গু ধারা ছ্যাড় ছ্যাড় করে বয়ে যাবে।

    কাউকে স্রেপ পেঁদিয়ে খুন করবার ইচ্ছে হলেও অসুবিদে নেই তো। একটি গাব্দা রোবানুষ কিনে তাকে জবাই করুন। জম্বে।

    নিজের ডিসাইনার ঠাকুর বা কাস্টোমাইজড রিলিজিয়ন ও থাকবে। ভক্তি রসের টেবলেটও।

    তদ্দিনে রঞ্জন কল্লোলের রাষ্ট্রহীন ইউটোপিয়া এসে গ্যাছে। মানে এ সব করতে পয়সাও খচ্চা হবে না।

    খালি একটা জিনিস মনে রাখতে হবে এই সবের আগেই না জি এম বেগুন খে বা গ্লোবাল ওয়ার্মিং'এ শীতে জমে অক্কা না পান। বাকীটা গেরান্টীড।
  • sch | 37.13.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১২:০৯650177
  • তদ্দিন কি বিপ থাকবে?
  • ন্যাড়া | 172.233.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১২:১১650178
  • বিপ্পাল কোন ব্যক্তি নন। বিপ্পাল একটি অবস্থানের নাম।
  • π | ১১ অক্টোবর ২০১৪ ১২:১৪650179
  • হ্যাঁ, এই লজিকে (যদি লজিক বলে কিছু থাকে) মহিলারা কীভাবে থাকবেন ? নাকি তাঁরা স্বয়ম্ভূ হবেন ?
  • Arpan | 125.118.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১২:১৭650180
  • "একটি গাব্দা রোবানুষ কিনে তাকে জবাই করুন। জম্বে।"

    ঃ)))))
  • Somnath Roy | ১১ অক্টোবর ২০১৪ ১২:২০650181
  • অমর হবেন
  • :) | 127.194.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১২:৩১650182
  • বিপ এত মহিলাদের দরকারি অ্যাডাল্ট টয়ের খবর রাখেন, পুরুষদের দরকারি সেরকম টয় এর খবর কিছু লিখলেন না যে! আসলে লেখাটার যে আয়না-অবস্থান, মহিলাদের প্রয়োজন কি? নারীদের বাদ দিয়ে পুরুষেরাই দিব্যি বেঁচে থাকবে না কেন, সেই ফোকাসেও বিপ দাঁড়ানো অভ্যাস করুন। হাজার বছর পরে স্ত্রী লিঙ্গ বলে কিছু থাকবে না, শুধু পুরুষেরা থাকবে, এই ছায়াটির সঙ্গে কুস্তি করে দেখুন।
  • #ক্যলকুলাস | 208.7.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১২:৪০650183
  • যা দেখছি ভবিষ্যতে রাষ্ট্র থাকবে না টাকাপয়সা থাকবেনা ছেলেরাও থাকবে না। তাড়াতাড়ি তুলে নিও মা এই ভবিষ্যত যেন দেখতে না হয়।
  • একক | 24.99.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১৯:১৬650168
  • এস ইউসুয়াল মোটামুটি অর্ধেক জানার ওপর ভিত্তি করে সম্পূর্ণ ভুলভাল ইন্ফারেম্স | সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন আর প্যানিকের চশমা দিয়ে দুনিয়া দেখলে যা হয় | প্রথমে আসি বায়োলজিকাল আসপেক্ট এ |
    বিজ্ঞান যখন এতটা উন্নত হবে যে স্পার্ম এর পরিবর্ত বেড়িয়ে যাবে তখন এগ-এর ও পরিবর্ত বেরোবে | ইউটেরাস সিমুলেশন অলরেডি হয়ে গেছে | কলসটাম সিমুলেশন এর কাজ চলছে | অনেকটা সাকসেসফুল | এরকম ভাবার কোনো কারণ নেই যে বাচ্চার জন্মের জন্যে শারীরিক বাবার প্রয়োজন থাকবেনা শুধু , শারীরিক মায়ের প্রয়োজন ও থাকবেনা | ইনকিউবেশন বায়হাব এর মধ্যে বাচ্চা প্রথম ৩ মাস হেসেখেলে যাতে বড় হতে পারে সেটা নিশ্চিত করার কাজই হচ্ছে | এই বৈজ্ঞানিক অগ্রগতি কে অর্ধেক বুঝে মাস প্যানিক ছড়ানো যাদের কাজ তারা বিজ্ঞানের শত্রু | এরা মধ্যযুগেও ছিল এখনো আছে |

    এবার আসি সেক্স বট প্রসঙ্গে | আমার খুবই পচ্ছন্দের সাবজেক্ট | রেগুলার এই সাবজেক্ট টার অগ্রগতির খোঁজ রাখি | সবচে রিসেন্ট যে প্রজেক্ট টা মোস্ট সাকসেসফুলি সেক্স বট তৈরী করেছে সেটা একটা নিউ জার্সি বেসড কোম্পানি | এদের ফিমেল ডলের নাম ROXXXY | মেল doll ও আছে | মজার ঘটনা হচ্ছে এই কোম্পানিতে ইনভেস্টর হিসেবে এসেছে মেডিকাল এন্ড ফার্মা হাউস | যেটা আগে হতনা | জাপান এই নিয়ে প্রচুর কাজ করছে এবং যথেষ্ট এগিয়ে আছে ঠিকই কিন্তু ROXXXY-র উদ্ভাবক রা একটি দুর্দান্ত ফিউচারিস্টিক স্টেপ নিয়েছেন | ইমো বট (ইমোশনাল রোবট ) -এর সঙ্গে তাঁরা জুড়ে দিচ্ছেন পারফরম্যান্স প্রোগ্রামিং এন্ড কাস্তমায়সিং টুল | মানে ব্যাপারটা এরকম আমি আমার ইমো বটের তিন-চার রকম মুড্ বেসড পারফরম্যান্স সেট করতে পারব শুধু নয় , ওই সেটিং গুলো বাজারে বিক্রি অবধি করতে পারবো !! ব্যাপারটা বোঝা যাচ্ছে কোনদিকে যাচ্ছে ? জেন্ডার পার্ফর্ম্যাটিভিটি এন্ড এক্সেপ্তিং পসিবিলিটি অফ নুমেরাস জেন্ডার সেটস !!

    এইসব ফেমিনিস্মের ভূত দেখার অভ্যেস যাঁদের আছে তাঁরা একটু মডার্ন ডে জেন্ডার থিওরি কোনদিকে যাচ্ছে পড়ুন | "ফেমিনিসম " জাস্ট একটা সাইড | তার উদেশ্য কে সার্বজনীন করেছে জেন্ডার থিওরি | martine rothblatt আমেরিকার টপ সিঈও দের একজন | ব্যক্তি জীবনে ট্রান্সজেন্ডার | এনার লেখা "দ্য এপর্থেইদ অফ সেক্স " বইটা অবশ্য পাঠ্য | যে জেন্ডার ইকুয়ালিটির লড়াই ফেমিনিসম শুরু করেছিল সেটা কে এনি পসিবল জেন্ডার এক্সপ্রেশন শুদ বি রেকগ্নায়স্দ এস আ জেন্ডার ..এই জায়গায় নিয়ে যাচ্ছেন রথব্লাত | বাটলার যখন লিকছেন সুপার্স্ত্রাক্চার অফ ম্যাস্কুলিনিটি এন্ড ফেমিনিনিটি র বাইনারি ওয়ার্ল্ড শেষ কথা নয় ঠিক তখনি আমাদের এই ভবিষ্যত ইমোশনাল রোবট দের জেন্ডার পারফরম্যান্স -এর সঙ্গে একটা লিংক তৈরী হয়ে যাচ্ছে | শুধু সেক্স বট নিয়ে ছাগলের মত না চিল্লিয়ে ইমোশনাল রোবট দের জেন্ডার পার্ফর্ম্যাতিভিতি দিয়ে ভাবলেই এটা বোঝা যায় | একচুয়ালি এইভাবেই রাস্তা টা তৈরী হচ্ছে |

    লাস্টলি আসি পুরুষ দের এবিউসিভ ল্যন্গুএজ -বিহেভিয়ার নিয়ে | এটার বিরুদ্ধে আওআজ তোলার দরকার ফিউচার মেশিন ওয়ার্ল্ড এর দিকে তাকিয়েই | মেশিন উইল নেভার এক্সেপ্ট ইউসার লেভেল মেকানিকাল অর লজিকাল এবিউস | নেভার | বউ পেটানো কে নিন্দা করি দুনিয়ার বউ দের প্রতি পীরিত জেগেছে বলে নয় , পুরুষ রা যদি আচার -ব্যবহারে সিভিলায়স্দ হতে না পারে তারা কোনদিন বেটার ইউসার হবেনা | ঠিক জেমন আজকে ফেমিনিসম নিয়ে চেঁচাতে হচ্ছে তখনও চেঁচাতে হবে কারণ ফিউচার ওয়ার্ল্ডে কেও খরচ করে এক্গাদ্গা রোবট কিনে নেবেনা | রোবট এস আ সার্ভিস ইউস করবে | কিনলেও তার ওয়ারান্তি - ইনসিউরেন্স ভ্যালিড হবেনা কোনরকম এবিউসিভ ট্রিটমেন্ট করলে | তখনও এমন সেক্স রোবট অবশ্যই পাবেন যার পেছনে ক্যাঁত করে লাথি মারলেও কিছু বলেনা কিন্তু তার সার্ভিস কস্ট অনেক হাই হবে | রোবট এসকর্ট সার্ভিস তৈরী হবে | মোদ্দা কথায় মার্কেটের নিয়ম মেনেই জেনেরাল ইউসারদের মধ্যে ইউসার কম্সাস্নেস - এবিউসিভ বিহেভিয়ার - আণ অথেন্তিকেতেদ পারফরম্যান্স প্যাটার্ন নিয়ে প্রচুর ওয়ার্কশপ -বক্তৃতা চলবে চারিদিকে | তখন কী করবে বিপ্লব ও তার সাঙ্গপাঙ্গরা ? তখন কিন্তু "পুরুষ " বলেও কাওকে পাশে পাবেনা | এস মেনি এক্সপ্রেশন এস মেনি জেন্ডার কনসেপ্ট চলবে ওই পারফরম্যান্স কাস্তমায়সেষণ -এর লিবার্টি মেনেই | তখন এনারা আর পুরুষ তুরুষ কিছু না "এবিউসিভ ইউসার " হিসেবে চিহ্নিত হবেন |ভার্চুয়াল জেইলে পুরে দেওয়া হবে মানে ইউসার হিস্ট্রি চেক করে কোনো ইনসিউরেন্স কোম্পানি ইমোশনাল বট সার্ভিস নিতে গেলেও ইন্সিওরেন্স দেবেনা | একবার কেনা হয়ে গেলে হাই দেপ্রসিয়েষণ কাউন্ট করবে !!!

    ফেমিনিস্মের কাছে কৃতজ্ঞ কারণ এই মাল্তিদায়মেন্সনাল জেন্ডার পারফরম্যান্স এ সেনসিটিভিটি এন্ড কনশাস ইউসার বিহেভিয়ার যে একটা ফিউচার ইস্যু হয়ে উটবে সেই রাস্তা টা দেখানোর জন্যে | যাঁরা সময় থাকতে সুধরবে তারা টিঁকবে , সে যে জেন্ডার হোক না কেন | ফেমিনিসম এন্ড জেন্ডার থিওরি অল্টুগেদার ম্যাচড উইথ ইমোশনাল বট কালচার এইটাই চেতাবনি দিচ্ছে : সময় থাকতে সেনসিটিভ ইউসার হ নইলে মুছে যাবি

    সবকিছু আধখাপছাড়া পড়ে বাল বীচি লিখলেই সেটা "আর্টিকল " হয়ে যায়না | আর জেনেবুঝে ফালতু প্যানিক ক্রিয়েট করাটা মধ্যযুগীয় | অবশ্য কাকেই বা বলছি , উইকি পরে এসে বমি করা যার চরিত্র |
  • dd | 132.172.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ১৯:৪৩650169
  • বাবরে বাব। ক্ষী বদমেজাজী ক্রিটিক রে বাব্বা।।

    এই সব অটোবট গুলোর মধ্যে রেগুলার বেসিসে গোবেচারা গোছের রোবোট পাওয়া যাবে? সাস্তায়। আর কিছু করতে হবে না। শুধু কাঁচু মাচু মুখে দাঁঅড়িয়ে থাকবে।

    আমি তাইলে আদ ডজন কিনবো আর কখনো চিল্লিয়ে পাড়ামাত করে কখনো খুব সুমিষ্টো হেসে একটা একটা করে সবাইকে স্যাক করে দেবো। এভরিডে।
  • Tatai | 69.98.***.*** | ১১ অক্টোবর ২০১৪ ২১:১৭650170
  • পুরুষ থেকে পুরুষ, একটা জেনারেশন - মোটমুটি ২৫ বছর।
    নারী থেকে নারী, একটা জেনারেশন - মোটমুটি ১৮ বছর।

    প্রতি ১০০০০ বছরে নারীজাতি পুরুষজাতি থেকে ১৫৫ প্রজন্ম এগিয়ে যাচ্ছে।

    মেন স্মার্ট, উওমেন স্মার্টার।
  • সিকি | ১১ অক্টোবর ২০১৪ ২১:৪৯650171
  • একককে হাততালি। ঠিক এই রিয়্যাকশনটাই আমার তরফেও রইল।
  • bip | 78.33.***.*** | ১২ অক্টোবর ২০১৪ ১১:১৮650172
  • একক যা কিছু লিখেছে, তার মধ্যে তথ্যের গন্ডগোল-তাই ওর এই মন্তব্যের উত্তর আমি ফেসবুকেই দিয়েছি
    এখানেই রয়েছে এই থ্রেডঃ

    https://www.facebook.com/groups/guruchandali/permalink/871940246157256/
  • π | ১২ অক্টোবর ২০১৪ ১১:২৫650173
  • কিন্তু মেয়েরা কীভাবে থাকবে তা আপনি বলতে পারেননি। সেক্ষেত্রে পুরো লেখাটাই ইনভ্যালিড হয়ে যায়না ?
  • sm | 233.223.***.*** | ১২ অক্টোবর ২০১৪ ১১:৪৪650174
  • যদিও এত লঘু পোস্টার উত্তর দেওয়ার ইচ্ছা ছিল না, তবুও আমার মনে হয় পুরুষ জাতির দিকেই ভবিষ্যত হেলে আছে।
    প্রথমত আর্থিক ও অন্যান্য ক্ষমতার সিন্হভাগ এখনো পুরুষ জাতির দখলে।
    ভবিষ্যতে , অর্থাত আগামী ৫০ বছরের মধ্যে হিউমান ক্লোনিং বেড়ে যাবে। ক্লোনিং করবে তারাই, যাদের কাছে পয়সা ও ক্ষমতা দু ই আছে।
    সুতরাং সন্তান উত্পাদনের জন্য নারী ও পুরুষ উভয়ের ই দরকার হবে না।
    আর বিবর্তনের প্রাথমিক সুত্র টি মানুষের ক্ষেত্রে জরুরি নয়, কারণ বিজ্ঞানের উন্নতি মানুষ বনাম প্রকৃতি, এই দৈরথের দরকারই পড়বে না।
    বাকি রইলো ,যৌন চাহিদা , যেটা কৃত্রিম উপায়ে মেটানো যাবে।একটি প্রকৃতি দত্ত শরীরের প্রয়োজন নাও হতে পারে।
    স্বাভাবিক ভাবেই, ক্ষমতাশালী অর্থাত পুং গোষ্ঠী,টিকে থাকার লড়াইয়ে একটু এগিয়ে থাকবে।
  • PT | 213.***.*** | ১২ অক্টোবর ২০১৪ ১৯:৩৭650175
  • এই আলোচনায় অংশগ্রহণ করার আগে Sexmission নামক polish ছবিটি দেখে নিন। জানিনা ভারতে কখনো এই চমৎকার ছবিটি দেখানো হয়েছে কিনা।
    http://en.wikipedia.org/wiki/Sexmission
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন