এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাজারীবাগের হাস্যকর হদিস

    Achintyarup
    অন্যান্য | ২০ সেপ্টেম্বর ২০১১ | ১৫৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | 121.24.***.*** | ২০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৪496916
  • কারও মনে আছে কি?
  • Nina | 12.149.***.*** | ২১ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৬496927
  • ইহা কি চিন্টুবাবু? শুধু হাজারীবাগ শুনে মনটা হু হু করে উঠল--ছোটবেলার হাজার কথা ছড়িয়ে আছে ঐ পথেও!
  • achintyarup | 59.93.***.*** | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৫:০৪496935
  • হাজারীবাগে যাইনি কখনও। যাওয়ার ইচ্ছে, কিন্তু হয়ে ওঠেনি। আমি শুধু এই নামের একটা গল্প আর কথার খেলার কথা মনে করিয়ে দিতে চাইছিলাম। বহু পুরোনো সন্দেশে বেরোনো ছোটবেলায় পড়া (খুব সম্ভবত) নলিনী দাশের লেখা সেই গল্প। তার ঘটনা-টটনাও সব ভুলে মেরে দিয়েছি, মনে আছে শুধু সেই খেলার কথা, যার নাম হদিশ। কেন যে লেখিকা এই নাম দিয়েছিলেন জানি না, কিম্বা মনে নেই। হদিশ হল গিয়ে একটি বাক্য, যার প্রতিটি শব্দের শুরুর অক্ষরটা একই। মনে আছে শুধু সেই গল্পে একতি ছেলের নাম ছিল কল্যাণ চক্রবর্তী। তার জন্মদিনের নানান খাবার-দাবারের একটা লম্বা মেনু তৈরি করা হয়েছিল এই রকম সব হদিশ দিয়ে। আর এমনভাবে সাজানো হয়েছিল সেই মেনু যে তার প্রতিটা আইটেমের প্রথম অক্ষরগুলো ওপর থেকে নিচ অব্দি পড়লে সেটা হয় কল্যাণ চক্রবর্তী... একটু জটিল হয়ে গেল, কিম্বা ঠিকমত গুছিয়ে লিখে উঠতে পারলুম না, কিন্তু এই রকম সব ছেঁড়া ছেঁড়া মনে আছে। ভেবেছিলুম এখানে যদি আরও কেউ পড়ে থাকেন সেই গল্প, তাই লিখেছিলুম। যাগ্গে, যে কটা আইটেম মনে আছে একটু লিখে দিই। পরে সুবিধামতো আরও যোগ করে নেওয়া যাবে।

    কলকাতার কদর্য কলহপ্রিয় কচ্ছপের কঙ্কালের কটকটে কচুরী

    ল্যাপল্যাণ্ডের ল্যাংড়া লেমুরের ল্যাজের ল্যাংল্যাঙে ল্যাংচা

    নবদ্বীপের নধর নকুলের নাকের নরম নকুলদানা

    চক্রধরপুরের চিমশে চামচিকের চকচকে চামড়ার চমচম

    ক্রয়ডনের ক্রিকেটপ্রিয় কৃশ কৃকলাশের ক্রাম্পেট

    এইরকম সব। দেখুন, ওপর থেকে নিচ প্রথম অক্ষরগুলো পড়লে কল্যান(ণ) চক্র.. হচ্ছে কিনা।

    তবে আমার সবচেয়ে ফেভারিট ছিল এর পরের আইটেমটি:

    বহরমপুরের বন্য বরাহের বগলের বড় বড় বড়া।

    আর বাকি খাবার-দাবারগুলির কথা বিশেষ মনে নেই
  • Lama | 116.203.***.*** | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৬:১২496936
  • রঘুনাথপুরের (বা রায়গঞ্জের) রোগাটে রামছাগলের দেহের অংশবিশেষের রগরগে কিছু একটা?
  • Du | 117.194.***.*** | ২১ সেপ্টেম্বর ২০১১ ১০:৪১496937
  • আমাদের মেজোমামা ভাগ্নে ভাগ্নী ভাইপো ইত্যাদিদের

    অঞ্জলির আড়ুয়া অওলাদ,
    বাচ্চুর বান্দর বেটি,
    পিনুর পাগলা পোলা

    এরকম সব নামকরন করেছিলেন
  • siki | 123.242.***.*** | ২১ সেপ্টেম্বর ২০১১ ১১:১৪496938
  • বাংলায় ব-য়ের ব্যবহার বাস্তবিকই বিস্ময়ের বিষয়।
  • achintyarup | 59.93.***.*** | ২২ সেপ্টেম্বর ২০১১ ০৫:৩৮496939
  • হুঁ, রামছগলের রগের রগরগে রোগনজুস বোধ হয়।

    আরেকটা মনে পড়ল:

    হাজারীবাগের হলদে হুলোর হাঁটুর হালুয়া
  • dd | 124.247.***.*** | ২২ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৩496940
  • চুঁচুরার চুড়ান্ত চুড়চুড়ে চানাচুড়ের চচ্চড়ির চুড়চুড়ামনি চপ। চপচপে,চীপ।
  • Sibu | 122.175.***.*** | ২২ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪১496941
  • স্যামবাজারের সসীবাবুকে দিয়ে কি এখানে কিছু একটা হবে?
  • arnab | 14.98.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৩496917
  • ঐ গল্পটা আমার কাছে জেরক্স করা আছে।
  • Sankha | 198.45.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫১496918
  • তো কোথাও আপলোড করে দিন না
  • achintyarup | 59.93.***.*** | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০৫:২১496919
  • এখানেই ধীরে ধীরে টুকে দে দেখি
  • arnab | 14.96.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০১১ ২২:৫২496920
  • এহ হে! প্রথম খানিকটা নেই। যেটুকু আছে দিয়ে দিলাম----

    ... কেলো হুলোটা না? চুপ করে সে শুয়ে রইল- কেলোকে জব্দ করতে হবে। রোজ রোজ চুরি করে খাওয়া বন্ধ করতে হবে। পাঁচিল থেকে এক লাফে যেই হুলোটা জানলায় পড়েছে অমনি সে চেঁচিয়ে উঠল-
    "হ্যাস!!'
    বেড়াল তো এক নিমেষে হাওয়া!এদিকে মামিমা আচমকা ঘুম ভেঙে ডাক দিয়েছেন, "শৈলদি! ও শৈলদি!!'
    আর পিসিমা নাকডাকা থামিয়ে ধুম চিৎকার জুড়েছেন- "চোর! চোর!! চোর!!! অরুণ! কল্যাণ!! মাণিক!!! চিন্তামণি-' বাড়িসুদ্ধু সবাই ততক্ষণে জেগে উঠেছে। মাণিক থেকে চিন্তামণি সবাই লাঠি, লণ্ঠন নিয়ে চারদিকে খোঁজখুঁজি শুরু করেছে। কিন্তু কই চোর? কোথায় চোর?
    ওদিকে দিদি এত বেশি হাসছে যে তার কথা কেউ বুঝতেই পারছে না। সে সমানে বলে চলেছে, "কেলো হুলো চোর! বড়া খাওয়া চোর!'
    আবার পরদিন ডায়রি খুলে বসলো কল্যাণ।ঠিক হয়েছে, দিদির ভালো নাম কল্যাণী, এবার তার কথাই লিখতে হচ্ছে- "ক্যাটাবলোকনে কল্যাণীর ক্যাডাভেরাস কাঁদকাটি।'
    এবারকার হদিস শুনে সবাই খুব হাসলো।দিদি প্রথমে রেগে গিয়েছিলো, "আমি মোটেই কাঁদিনি, হাসছিলাম!' কিন্তু কল্যাণকে বকতে গিয়ে সেও হেসে ফেললো।

  • arnab | 14.96.***.*** | ২৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩496921
  • হদিস লেখা চলতেই লাগলো। ছুটির দিনে মামিমা চমৎকার পোলাও রেঁধেছেন, কিন্তু তাতে কালো কালো কিসব দিয়েছেন, কিছুতেই সে রহস্য ফাঁস করছেন না।
    কল্যাণ খেতে বসে একটু শুঁকেই বিড়বিড় করে কি বললো। যথারীতি ডলি ঘোষণা করলো, "বলছে যে পিঁপড়ের পুঁটুলির পোলাও!'
    "সে আবার কি?' জেঠিমা জানতে চাইলেন।
    নিনি বললো, "পশ্চিমী পিঁপড়ের পিছনের পুঁটুলির পোলাও। পিছনের পুঁটুলিটাই তো বেশি বড় আর নিশ্চয় খুব সুস্বাদু!'
    মামিমা তো শুনে ছ্যা ছ্যা করে উঠলেন।
    পিসিমা বললেন, "ওয়াক থু! আমার বমি আসছে!'
    জেঠামশাই বললেন, "তাহলে দিদি, তোমার ভাগের পোলাওটা আমাকেই দাও, তুমি বরন্‌চ পাঁউরুটি খাও।'
    কোনও উত্তর না দিয়ে পিসিমা নিজের প্লেটটা আরও কাছে টেনে এনে খেতে শুরু করলেন।
    লিখবার সময়ে কল্যাণ আরও এককাঠি বাড়িয়ে লিখলো," পশ্চিমী পাজি পিঁপড়ের পিছনের পুঁটুলির পোলাও'।
    গোরস্থানের পাশ দিয়ে রাত্রে গ্রামে যাবার সময়ে দেওকি সেদিন ভয় পেয়েছিলো। কিসের যেন শব্দ শুনেছিলো।
    কল্যাণ ডায়রিতে লিখলো, "গ্রেভইয়ার্ডের গোরগুলো গজগজিয়ে গান গাইছিলো।'
    ডলি এবার ভয় পেলো, "ও দাদা ওসব লিখিস না। শেষে যদি গোরগুলো সত্যিই একদিন গান গেয়ে ওঠে?'
    তাহলে এবার কেবল খাওয়া-দাওয়া নিয়েই লিখি- কি বলিস?'
    বিকেলে যেই জেঠিম সুজির সঙ্গে কিসমিস বাদাম আর আরও কিসব মিশিয়ে হালুয়া বানিয়েছেন- কল্যাণ লিখলো "হাজারিবাগের হলদে হুলোর হালুয়া'!
    ডলির কাছে খবর পেয়ে দিদি আপত্তি জানাল, "হুলোর আবার হালুয়া কি। তা ছাড়া হুলোট তো কালো!'
    কোনও উত্তর না দিয়ে কল্যাণ লাল পেনসিলে লিখলো- "হুলোর হাঁটুর হালুয়া!'
  • arnab | 14.96.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০০:০১496922
  • জেঠিমা জিগেস করলেন, "জন্মদিনে কী খেতে চাও কল্যাণ? সামনের সপ্তাহেই তো তোমার জন্মদিন।'
    কল্যাণ কিছু বলার আগেই জেঠামশাই, পিসিমা,সবাই নিজেরা যে য খেতে ভালোবসেন সেই সব জিনিসের নাম করতে লাগলেন। পিসিমা বললেন, "কল্যাণ মাংস খেতে বড্ড ভালোবাসে।'
    লতু আর নিনি কিন্তু বললো, "কি খাওয়া হবে তার মেনু আমরা ঠিক করে দেবো।'
    "কি মেনু? আগে থেকে না বললে সব কিছু জোগাড় করে রাঁধা যাবে কী করে?'
    ওরা কিন্তু রহস্যময় হাসি হেসে কেবল বলে সময় হলেই সবাই দেখতে পাবে।
    ওদের কথায় কান না দিয়ে জেঠিমা অবশ্য চিন্তামণিকে দিয়ে মাছ-মাংস আনালেন, গোয়ালার কাছ থেকে বেশি করে দুধের ব্যবস্থা করলেন, পায়েস হবে।
    তবু লতু আর নিনির সেই মেনুর বিষয়ে আর কিছু শোনা গেল না। তারাও সঙ্গে কিসমিস বাছা, দুধ ঘন করার কাজে সাহায্য করতে লাগলো।

    অবশেষে সেই বিশেষ দিনটি এলো। সকালে ঘুম থেকে উঠে সবাই দেখতে পেলো যে খাবার ঘরের দেওয়ালে একটা মস্ত বড়ো কাগজ টাঙনো রয়েছে, তার চারধারে বাহারী বর্ডার দেওয়া আর ওপরে খুব বড়ো অক্ষরে লেখা আছে----
  • arnab | 14.96.***.*** | ২৬ সেপ্টেম্বর ২০১১ ০০:১৪496923
  • "মেনু'
    তারপরে লাল নীল পেনসিলে লেখা নানা বিচিত্র খাবারের নাম--

    কলকাতার কদর্য কলহপ্রিয় কচ্ছপের কঙ্কালের কটকটে কচুরি

    ল্যাপল্যান্ডের ল্যাংড়া লেমুরের ল্যাজের ল্যাংল্যাঙে ল্যাংচা

    নবদ্বীপের নচ্ছার নধর নকুলের নাকের নরম নকুলদানা

    কুমেরুর কুচুটে কুচকুচে কুচ্ছিত কুকুরের কুঁচকির কুড়মুড়ে কুলপি

    মারডেকার মারাত্মক মাতব্বর মাতঙ্গের মাথার মালাইকারি

    রচেস্টারের রক্তচক্ষু রোমশ রাইনোসরাসের রগের রগরগে রোস্ট

    চক্রধরপুরের চটকদার চকচকে চামচিকের চোখের চমৎকার চচ্চড়ি

    ক্রয়ডনের ক্রিকেটপ্রিয় কৃশ কৃকলাসের ক্রাম্পেট

    বহরমপুরের বদমেজাজি বয়স্ক বন্য বরাহের বগলের বড় বড় বড়া

    রংপুরের রকবাজ রগুড়ে রামছাগলের রসাল রাধাবল্লভি

    তিরুচিরাপল্লির তিরিক্ষির তিক্ত তরতাজা তক্ষকের তালুর তপ্ত তন্দুরি।
  • pi | 128.23.***.*** | ২৭ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৭496924
  • আড়িয়াদহের আরশোলার আচারের আশ্চর্য্য আস্বাদন
  • D | 89.147.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৯496925
  • রায়পুরের রগচটা রামছাগলের রোমশ রসগোল্লা।
  • ranjan roy | 14.97.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৩496926
  • অ্যাই! আমার রায়পুর শহর নিয়ে কোন কথা হবে না।

    সরি! আজকাল আমি ভিলাইনগর শহরবাসী হয়েছি। চলুক।
    ভিলাইনগরের ভ্যাদভেদে ভীতু ভালুকের ভুরভুরে ভুরুভাজা।
  • Lama | 117.194.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৬496928
  • আগরতলার আরামপ্রিয় আদুরে আরশোলার আলজিভের আহামরি আচার
  • pi | 72.83.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২২496929
  • আরামবাগের আরামপ্রিয় আদুরে অলস আরশোলার আলজিভের আগার আহামরি আশ্চর্য্য আসল আচার

    ( 'আসল' শব্দটি যেকোন স্থানে বসিয়ে নানারকম কম্বিনেশন তৈরি করে নিন । রেফ: লক্ষ্মীবাবু )
  • Tim | 198.82.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২৪496930
  • শালকের শনিমন্দিরের শুকনো শ্যাওলাভরা শুঁয়োপোকার শীতল শিককাবাব।
  • pi | 72.83.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২৫496931
  • *আসলি
  • Tim | 198.82.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২৭496932
  • অলসটা না দিলেই ভালো হতোনা? আলসে বোলো বরং। :-)
  • pi | 72.83.***.*** | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩০496933
  • হুঁ।

    আলসেতে শুকোতেও দেওয়া যেতে পারে।
  • achintyarup | 14.***.*** | ২৭ নভেম্বর ২০১১ ১৩:১৩496934
  • বারামতির বদের বাষট্টি বদমায়েশ বোলতার বাচ্চার বেআইনি বৃশ্চিকদম্‌শন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন