

kk | 68.184.***.*** | ১৯ আগস্ট ২০২১ ২০:১৫496882আমি যা দেখছি 'হেলথি' লেবেল লাগানো খাবারগুলো খেয়ে সুকির বারেবারে বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছে। এই সিরিজের প্রথম পর্বই তো সেই নিয়ে ছিলো। তারপরে সেই হেলথি ব্রেকফাস্টেও। তারপরেও আপনি ঐ বিশেষ মার্কামারা খাবার অর্ডার করেন? হ্যাঁ সুকি?
হেলদি পিৎজা কেউ সুস্থ মস্তিষ্কে চাইতেই পারে না! ক্যাভেন্ডিশ ল্যাবে অতিরিক্ত সময় কাটিয়ে আর ট্রিনিটির অপেক্ষায় থেকে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল আর কি। :)
ময়ূখ দত্ত | 5.107.***.*** | ২০ আগস্ট ২০২১ ১০:০৫496894হা হা হা... খুব আনন্দ পেলাম, আমি সাধারনত আন-হেলদী ই খাই, এই সব হেলদী অপশান ও যে ভাল খেতে হয় এই প্রথম শুনলাম!! উতসাহ পেলাম!!
সুকি | 49.207.***.*** | ২০ আগস্ট ২০২১ ১০:৩৯496896kk, ঠিকই বলেছেন :) আরো আসছে সামনে এমন। চাষার ছেলে হলে যা হয় আর কি :) ক্রমশঃ পরিবর্তনশীল সমাজের সাথে মানিয়ে নিতে গিয়ে এমন নানাবিধ কষ্ট সইতে হয়!
অমিতাভদা - সেটাই! একটা ল্যাব থেকে ৩৪ খানা নোবেল লরিয়েটের কাজকর্মের ইতিহাস দেখে মাথা একটু ব্যোম মেরে গিয়েছিল :)
ময়ূখ-দা - হয় হয়, মাঝে মাঝে হয়ে যায় হেলদি খাবার ভালো খেতে :)
রোমাঞ্চকর,
ক্যাভেন্ডিশ এবং কেলেংকারি (হেলদি ), দুইই ...
রোমাঞ্চকর,
ক্যাভেন্ডিশ এবং কেলেংকারি (হেলদি ), দুইই ...