
ভালো লাগে ইস্কুল, ইস্কুলে পড়াশুনো করা
মৌখিকে উত্তর ঠিক দিলে আসে গাড়ি ঘোড়া
ভালো লাগে নিয়মের শাগরেদি, গ্রামারের দিন
সব থেকে ভালো লাগে টিং টিং বেজেছে টিফিন
ভালো লাগে পাউরুটি, জ্যাম আর মাখনের ডেলা
পরিপাটি হাত ধুয়ে ব্যাগে পুরে ছোঁয়াছুঁয়ি খেলা
ভুল করে ছুঁয়ে ফেলা জলভাঙা উঁচুনিচু মাঠে
গ্রামারের ভুল হলে লিকলিকে বেজেছে সপাটে
ভালো লাগে নামতার সুর তোলা এবিসিডি খোপ
এমসিকিউয়ের দিন আরও ভালো আদরের টোপ
ভালো লাগে ঘাড় গুঁজে শিখে নিতে আগে পরে খেলা
আর ভালো লাগে ঐ টিং টিং টিফিনের বেলা
কলমালিকের কেতা স্যাটস্যাট মুসাবিদা করি
দুরকম নট শিখি, পারা না পারার মাপদড়ি
শার্ট গুঁজে খাড়া হব টেবিলের এই পারে, স্যার
টিফিনের ফাঁকতালে ঝালিয়েছি আমিও গ্রামার
সাহেবের গলা থেকে ভেঙে যাওয়া স্বর তুলে তাই
বহু অভ্যাসে তার ফুটোফাটা করেছি ঝালাই
অমন শব্দ দেখি শুনতে ভালোই লাগে কানে
সব থেকে ভালো লাগে টিং টিং টিফিন যেখানে
টিফিনের বাক্সেই পোরা আছে গ্রামারের পাতা
পরিপাটি পাউরুটি আর চকচকে ছুরি কাঁটা
রুমালে মুছেছি মুখ মোজায় ঘষেছি জুতোজোড়া
ইন্টারভ্যুয়ে যাব ফাটিয়ে চড়তে গাড়িঘোড়া।
dc | 2401:4900:1f2b:1f27:6d6a:3142:1c44:***:*** | ২৮ অক্টোবর ২০২৩ ১১:০৫525263