রণরক্তমাখা বাংলাদেশ
রণরক্তে স্নাত বাংলাদেশ
নির্বাসনে আছি, বেঁচে আছি
স্বর্ণপ্রসূ আমার অভ্যেস
লেজারের খোপে ফেলি মাছি-
আমি জানি সমস্ত ব্যথাই
একদিন সহনীয় হয়
অঙ্ক কষে দূর করি তাই
অতিরিক্ত বেদনার ভয়!
এত কষে হিসেব নিকেশ
ফলাফল- দাঁড়াব না ঘুরে
ছেড়ে যাব পরিজন, দেশ
হায়েনার গর্ত থেকে দূরে-
দেশ মানি আমি নাগরিক
শুষে খাই অন্ন ক্ষীর মজ্জা
অথচ মাটির ডাকে ঠিক
বুলেটে বেঁধেছে কেউ শয্যা
রক্তপুঁজ মাখা আয়নাটি
যুদ্ধ থেকে যুদ্ধের গভীরে
তখনও শিকড়ে লেগে মাটি
নদীস্রোত শিরা চিরে চিরে--
কলকাতা ধ্বংসের ইতিহাস
কলকাতা কতবার ধ্বংস হয়েছিল?
কতবার বিদ্রোহীর তীর
বনাঞ্চল থেকে ছুটে এসে নগরীর ভেঙেছে প্রাচীর
মন্বন্তর তুচ্ছ করে মানুষের উপোসী মিছিলও
স্মৃতিস্তম্ভ ফাটিয়ে বিস্ময়ে-
যখন তোমার কাছে আমার হৃদয়।
সিরাজের হাতির দলনে কতবার
নীলকুঠি, নুন ব্যাবসা, আফিমের ঘাঁটি ভেঙে গেল?
যুদ্ধের দাবার ছক উলটে এলোমেলো
সিপাহির নিশানায় পুড়ে গেল লুঠের পাহাড়
আশ্বিনের ভোরের আলোয়-
সেখানে তোমার কাছে আমার হৃদয়
কতবার ছেচল্লিশ সালে
নদী মাঠ ভাঁটফুল বেঁধে রেখে ছিল হাতে হাত
জোয়ালে গাঁথেনি মাথা বেনিয়ার ম্যাপের বরাত
তাই- কলকাতা পাতার আড়ালে
যতবার ইতিহাস হয়
তখনই তোমার কাছে আমার হৃদয়-