

কী পুষ্প চয়ন করি, আঘ্রাণে উচ্ছিষ্ট করি কাকে?
ঘটের আদলে কাকে গড়ি-
মূর্তিটি গড়ি মজা নদীর গর্ভ থেকে আহরণ করে আনা পাঁকে?
অথবা যেসব প্রাণ, প্রতিমায় আহুত হন যাঁরা
তাঁদেরই তো ক্রিয়াসন্ধান
প্রতিমার মাটিতে রঙে অনুপরমাণু ভরে নিরবিচ্ছিন্ন স্রোতধারা
সেই স্রোত দর্পণে ফিরে বৃথাই দেখেছি মনোহারি?
বৃথা বসে মায়ের মন্দিরে
গেঁথেছি ফুলের মালা, খুঁজে গেছি বরাভয়, শান্তির আশ্রয়বাড়ি?
ঠাকুর নামাজে বসেছেন, বিবমিষা জাগিয়েছে ভবতারিণীর মূর্তিটি
যাবনিক পাকের ভিয়েন
পরিধানে সুন্নত, ধাপে ধাপে মিলে যায় উপাসনা চর্যার রীতি
সোপানশ্রেণির সমাপনে শরীরের সকল কাফের রিপুর দমন হয় আর
বিদ্যা আসে আঁখিতে অঞ্জনে
নবির নূরের জ্যোতি আধারে উপচে দুই পাড়
সম্পূর্ণ যাত্রার শেষে দেবীর মন্দিরে ফিরে যান
উদ্দীপনা আশ্রয়ের দেশে
সাধক পাবেন সেই একই জ্যোতির আলো মা কালীর তৃতীয় নয়ান
পশ্চিমে ঈশানে মুখ দুখানি শরীর থেকে তাঁর
ঠাকুর দেখেন উৎসুক
অসীম আল্লা আর অনন্ত মায়ের মূর্তিতে কাজলে মেঘেতে ছাওয়া বাংলার রূপ অনিবার…
শক্তি | 2405:201:8005:90c7:10ce:62e3:ccc:***:*** | ০৩ মে ২০২২ ১২:৪৩507156
প্রতিভা | 115.96.***.*** | ০৩ মে ২০২২ ১৩:০৫507159
বিশ্বেন্দু নন্দ | 2402:3a80:198e:4f29:78c2:8923:2e98:***:*** | ০৩ মে ২০২২ ১৯:৩৮507177
আসে | 2409:4061:4e1b:9975::e0b:***:*** | ০৩ মে ২০২২ ২২:০৮507192
মণিশংকর | 120.17.***.*** | ০৪ মে ২০২২ ০৩:১২507206
পারমিতা | 223.19.***.*** | ০৪ মে ২০২২ ১৪:৪৫507218