

(১)
জাকাত পাবার লেগে ছুইটে মরলুম
এইহানে মোর লাশ
ঐহানে মোর লাশ
খোদার জিকির গাফেল হইগেচে
মোকে আখরি গোসল কইরে দাও
মোর কাফন কত কইরে মিটার নিলো?
মাথার দুইধারে আগরবাত্তি জ্বালাও
গায়ে গোলাপ পানি এতো মারো
যেন এট্টুও বদবু না বেরোয়
মজ্জিদতলা থেইকে গোরস্তানে যেতি গে যেন হেইলে দিও না
আখরিবার সাবধান করতিচি
কব্বরের দেয়ালখানা টাইট কইরা বাধো
মরা মুই জ্যান্ত মুই-এর থেকি বেশি ডেঞ্জার
সব ভাঙচুর কইরে বেইরে আসবো ঠিক
(২)
যেই দেশে মুই কোনোদিন যাইনি
সেইদেশে মোকে পেইঠে দেবে?
যেই দেশে মুই পয়দা হইনি
সেইদেশে কাকে ঢুন্ডবো?
কব্বরের পর কব্বরের বিইচে আচে এইহানে
একমিনিট হাঁটলি হাওয়াবাবা
দুইমিনিট হাঁটলি গঞ্জ
সনাতন মাছ বিক্কির করতেচে
ক্যাতোনের মাঠে মাইয়াত চলতেচে
নতুন দেশে মুই কার লেগে কানে আতর গুঁজবো?
দুইখানা তালগাছ সেইথেকে দেঁইড়ে
ওরা দুই ভাই, দুই বোন
একজনকে ফুইসলে নেচে কালামের ছাবাল
নেরকোল গাছ থেইকে সিগন্যাল পাইঠেছ্যালো
হেকিম উইঠেছ্যালো ফজরের আজানে
তাইকে দেখে চাঁদ!
থামির মতোন পতাকা উড়তেছ্যালো
ওরা গান গাইলো ঐটার নিচে
কব্বরের পর কব্বর বিইচে আচে এইহানে
ডানদিকিতে কয়ালপাড়া
বামদিকিতে তিলি
কলাবাগানে বাতাসবিবির ঘোমটা নাচতেচে
সাঝেরবেলা জোনাকি!
কব্বরের পর কব্বর বিইচে আচে এইহানে
এক কব্বরে ছুলেমান
দুই কব্বরে ছালেহা
মাঝখান দে পানি বয়ে যাসতেচে
মোকে ভাসতি দেবে না?
মোকে হাঁটতি দেবে না?
মোর ছাবালের মুখে মোর মুখ ঘষতি দেবে না?
নির্মাল্য কুমার মুখোপাধ্যায় | 223.223.***.*** | ১৬ মে ২০২২ ১২:৩১507711
প্রতিভা | 203.163.***.*** | ১৯ মে ২০২২ ০৯:৫৪507833