

১।
বিকেলের শ্যামলিমা প্রায়
রেফারির বাঁশি বেজেছে ঠিক সময়ে
আশ্চর্য হতে চেয়েছি প্রকৃতির রূপের ভিতর নেমে গিয়ে
রাতের দেবতা
রাত্রিকে
মানে মজুমদার-বাড়ির ছোটোমেয়েকে
আরও সহনীয় করে তুলুক
২।
বিকেলে নতুন জামার মতো মাথার বাইরে ঘুরে আসি বহুদূর
ঘনিয়ে আসে পুরাতন রিস্টওয়াচ
দপদপে যৌন
লেখার আগুন আজ ছোঁয়নি আমাকে
পুরনো চায়ের কাপে
হ্যান্ডলুম মেলা, বিদেশি পেপারব্যাকের
ঝকঝকে জনহীন রেলস্টেশন
৩।
আলো নিজেকে দেখায় না
শুধু থেকে থেকে তার বুকের আঁচল খসে পড়ে
যা কিছু দৃশ্যমান, আলো যা কিছু দেখায়
সবই আলো
অথবা আলোর স্বভাবধর্ম
৪।
শান্ত এক নক্ষত্র শোনপাপড়ির মতো ভেঙে পড়ে মেয়েটির হাতে
ফুলবিক্রেতা রমণী ফুলের গাঁটরি মাথার নিচে রেখে
ঘুমিয়ে পড়েছে ফুটব্রিজের তলায়
মাছি উড়ছে দৃশ্যের শেষে
৫।
এক ঝলক তাজা ক্রিসেনথিমাম ঢোকে ১০:০৫ নাগাদ
ভেইনের মধ্যে আপ-ক্যানিং লোকাল চাঁদপাড়া স্টেশনের
একটু আগে থেমে যায়
এভাবেই আমিও থেমে যাব
মিরাকল বলতে—
“বাঁচিয়ে রাখো আরও কয়েকটা বছর”
জুতোর ভিতর পা ঢুকিয়ে
নির্বিষ সাপের মতো অতর্কিতে
তোমাকে পেয়েছি, হে জীবন, ওহে হারামি
প্রতিভা | 116.72.***.*** | ০৩ মে ২০২২ ১৬:০৬507167
শ্যামল মজুমদার | 2401:4900:3bfb:c71:49:201d:f3eb:***:*** | ০৩ মে ২০২২ ১৭:০৬507169
Sourav Majumder | 2401:4900:3993:b5e6:1:1:7ef0:***:*** | ০৫ মে ২০২২ ১০:৩১507251
রুনা চট্টোপাধ্যায় | 2402:3a80:1964:56e1:378:5634:1232:***:*** | ০৫ মে ২০২২ ২০:৩২507263
রঞ্জনা ভট্টাচার্য্য | 2405:201:8000:a823:400b:d54b:c034:***:*** | ০৬ মে ২০২২ ১৭:৫৬507315