

আমি তার পীঠস্থানে দুষ্টমতি
রেখে যাই বিন্দু এবং জলের কণা
যা আঁচড় হতেও পারে অন্ধকারের
এরপর আর-যা ঘটুক, চমকিও না
শোনো ভাই চমকিও না বঙ্গবাসী
আমি শিব সে-ও তো শ্মশান-সর্বনাশী
তুলনা হয় না এসব মর্ত্যলোকে
কী করি শাপের ফলে আসতে হল
এসেছি, এসেই যখন ভুগছি, এবার
আমি তার পিঠের ভিতর বড়শিফলা
আমি তার বিষণ্ণ চৌষট্টিকলা
গেঁথে নিই শৃঙ্গে এবং ববম্-ববম্
বড়ো কম সময় লাগে চমকে দিতে
যে-হাতে মুণ্ড ধ'রে জিহ্বা খেলায়
যেন সাপ পরক্ষণেই জোঁকের ঠোঁটে
চোষে বীজ চুষছে জগৎ-সারাৎসারা
এতদূর পৌঁছে এবার কী আর করা
ঢুকে যাই করাল গ্রাসে, ব্রহ্ম সাধি
ত্রিভুবন কাঁপছে দ্যাখো চোখের মণি
ছায়া ঘোর ঘোরান্ধকার দৃষ্টি শনি
ছিঁড়ে খায় ছিঁড়েই খাবে মহাপ্রসাদ
আমি দিই উনুনভরা খিদের জ্বালা
বেড়ে যায় সমুদ্রস্তর ঘূর্ণিপ্রকোপ
দুজনার পারস্পরিক যুদ্ধ-পালা
চলে আর চলতে থাকে অনন্তকাল
হিতাহিত হারিয়ে ফেলার অট্টহাসি
শিবে আর শক্তিতে এই ধ্বংস বহাল
তোমাদের ঈর্ষা জাগুক, বঙ্গবাসী!
প্রতিভা | 115.96.***.*** | ০৩ মে ২০২২ ১৩:০৭507160
মণিশংকর | 120.17.***.*** | ০৪ মে ২০২২ ০২:৫৬507205
আত্রেয়ী চক্রবর্তী | 2409:4060:2e03:e14a:767c:1208:3154:***:*** | ০২ মে ২০২৩ ০৯:৩৯519277