

এই বছর পুজো সরকারিভাবে শুরু হওয়ার আগেই আমি বেশ কিছু পুজো দেখেছি। বিভিন্ন পুজো উদ্যোক্তারা তাঁদের নিযুক্ত শিল্পীদের দিয়ে এমন কিছু শিল্প উপস্থাপন করেছেন, তার বেশ কয়েকটিতে যেমন বিভিন্ন সামাজিক বার্তা আছে, তেমনি বেশ কিছু পুজো আছে, যাঁরা আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। কলকাতার হাতিবাগানের কাছে, কাশী বোস লেনের পুজো উদ্যোক্তারা তেমনই একটা চেষ্টা করেছেন, যার সম্পর্কে কিছু কথা আজকের এই সময়ে লিখে রাখা জরুরি। তাঁদের এবারের নিবেদন ‘পাকদন্ডী’- লীলা মজুমদারের প্রতি শ্রদ্ধার্ঘ্য। তবে এই পুজোটিকে শুধু লীলা মজুমদারের প্রতি শ্রদ্ধা বললে কম বলা হবে। এই সময়ে যখন একদিকে বাংলা ভাষার ওপর হিন্দি হিন্দু হিন্দুস্তানের আগ্রাসন চলছে, সেই সময়ে শিল্পী অনির্বাণ দর্শকদের পৌঁছে দিয়েছেন বাংলার শিশু সাহিত্যের এক অবিস্মরণীয় সাহিত্যিকের কাছে। দর্শকরাও ছুঁয়ে দেখতে চেয়েছেন তাঁদের ছোটবেলাকে। নতুন প্রজন্মের সঙ্গে মেলবন্ধন হয়েছে, তাঁদের আগের প্রজন্মের।
হীরেন সিংহরায় | ০৩ অক্টোবর ২০২৫ ১৭:০২734613
kk | 2607:fb91:4c21:664d:b158:cff9:695d:***:*** | ০৪ অক্টোবর ২০২৫ ০০:৫১734633