একদিন একটা ছোট্টো বেড়াল নিনি বেড়াতে বেরোল । এমন সময় নামল বৃষ্টি । ও দেখতে পেল একটা সুন্দর কটেজ । ওটা রয়েছে একটা ট্যাংকের পিছনে । ও ছুটে ওটার ছাউনির নিচে গিয়ে দাঁড়াল । ও উপরে তাকাল । দেখলো সাইন বোর্ডে লেখা আছে 'ফিশ কটেজ' । ও দেখল একটা জানলা খোলা । ও উঁকি দিয়ে দেখলো অনেক বেড়াল বসে গল্প করছে । এমন সময় একটা বেড়াল ওকে দেখতে পেল এবং ওর বন্ধুদের বলল মিলি,কিকু,ফিসি,সিসি আমাদের কেউ দেখছে । উঃ তাই নাকি? তোরা অত ভয় পাসনা । আমি দেখছি গিয়ে । নিনিকে দেখে বেড়ালটা বলল আপনি কে ? আপনার নাম কী ? নিনি বলল আমার নাম নিনি । আর আপনার পদবি? নিনি বলল মিলক্ । আর আপনার নাম ? ফ্লিসি । আর পদবি? ফ্রায়েড ।
ওরা দুজন গল্পে মেতে উঠল এমন সময় তুই করে কথাও বলতে শুরু করল । হঠাৎ নিনি বলল আমি আমার নাম পাল্টে 'যাবো' করে দেব । ফ্লিসি বলল তুই নাম পাল্টা, কিন্তু তার আগে বল কেন নাম পাল্টাবি । যাবো বলল আমি যখন তোদের দেখছিলাম তখন দেখলাম টেবিলের উপর একটা ছেঁড়া কাগজ । সেটায় গ্লোবট্রটার বিমল মুখার্জীর নতুন বই এবং তাঁর ছবি দেখলাম । তাই আমার ইচ্ছে হল আমিও গ্লোবট্রটার হবো । ফ্লিসি বলল ভালো,তুই গ্লোবট্রটার হ, আমি মাঝে মাঝে চিঠি পাঠাবো । যাবো বলল থ্যাংকিউ । আমি আজকেই যাবো । বলে পিছন ফিরে এগোতে লাগল । ফ্লিসি জোরে বলল দাঁড়া দাঁড়া । যাবো দাঁড়িয়ে পড়ে বলল কী হল ? ফ্লিসি বলল আমি আমার একটা সুটকেসে জামাকাপড় ভরে দিচ্ছি । যাবো অনেক ধন্যবাদ জানাল ফ্লিসিকে । ফ্লিসি কটেজ থেকে বেরিয়ে এল । হাতে একটা মাছের আকৃতির সুটকেস । তাতে ফ্লিসি অনেক জামাকাপড় ভরে দিয়েছে । যাবো বেরিয়ে পড়বে । ফ্লিসি বলল দেখ যাবো বেড়ালদের লাক কিন্তু খুব বাজে হয় । যাবো বলল আচ্ছা আমি সাবধানে থাকবো । বলে বেরিয়ে পড়ল ।
বাই বাই যাবো ।
(বানান অপরিবর্তিত)