আশ্বিনের মাঝামাঝি রেললাইনের দুধারে কুশখড়ের মাঝে চামরের মতো কাশফুল ফুটেছিল, গাড়োয়ান হেঁকে উঠেছিল- "গুমটি খুলে দাও গো ও ও", অশ্বত্থতলায় ধুনি জ্বালিয়ে সন্ন্যাসীর দল সেতার বাজাচ্ছিল- রিম ঝিম কাঁটা কাঁটা রিম ঝিম কাঁটা কাঁটা; কাঠগোলা ফেরত মানুষজন ডিঙিতে চড়ে সারি গাইছিল- "কেঁদে গৌরী কয়, মাগো ! শঙ্খও প- অ- রি-ই-তে ইচ্ছা হয়- ", আর তালে তালে বৈঠা পড়ছিল -ঝপ ঝপ ঝপ... ভোম্বল সেইদিনই পালিয়েছিল - কোমর বেঁধে রেললাইনের দিকে চোঁচাঁ দৌড়।
আশ্বিনের এইসব নাছোড় চক্করে আমরাও বেরিয়ে পড়ি প্রতিবার, সঙ্গে গোলাপি হ্যান্ডবিল, আঠার বালতি, মই - আমাদের সামনে দৌড়চ্ছে সোনা, টিয়া, ভোম্বল- ঢাক বাজছে ঢাট্টা ঢানা ঢট্টে ঢাক ঢাট্টা ঢানা ঢট্টে ঢাক-
ট্টাট্টানগর ফসকে যেতে দিচ্ছি না- ১৪৩০ এর শারদপ্রাতে এই সব হ্যান্ডবিলে লেখা থাকছে- কুমুদি পুরস্কার - নবীনদের বাংলা গল্প লেখার আহ্বান।
বয়স অনুযায়ী তিনটি বিভাগঃ
ক বিভাগ- ১১ বছর বয়স পর্যন্ত;
খ বিভাগ- ১৪ বছর বয়স পর্যন্ত;
গ বিভাগ- ১৮ বছর বয়স পর্যন্ত।
গল্প লিখে ইমেল করতে হবে guruchandali@gmail.com ঠিকানায়। ১৫ই ডিসেম্বরের মধ্যে। কোনো বিষয় বা শব্দসীমা ধার্য করা নেই।
পুরস্কার কী, এবং পুরস্কারপ্রদান অনুষ্ঠান কবে, কোথায়- ঘোষণা করা হবে পরে।
গুরুচণ্ডা৯র একান্ত অনুরোধ, আপনারাও সামিল হন এই খেলায়- হ্যান্ডবিল সেঁটে দিন যত্রতত্র; নিজেদের বিবিধ গ্রুপে, পরিচিত, আত্মীয়, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিন আমাদের ডাকাডাকির সন্দেশ-
আগের বছর -
কুমুদির জন্য - গল্পের ডাক - ২০২২>>
কুমুদির জন্য গল্প - ২০২১>>
কুমুদি - মনে রবে>>
গুগল প্লেস্টোরে কুমুদির রোমহর্ষক গল্পসমূহের লিংক >>