এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  গপ্পো

  • শর্মিষ্ঠা
    গপ্পো | ১৬ জানুয়ারি ২০২৬ | ৩৬২ বার পঠিত | রেটিং ৪.৮ (৪ জন)

  • ছবি: ঈপ্সিতা পাল ভৌমিক




    ক বলল, 'সেরা এখন সবাই হচ্ছে। ভাইরাল ব্যাপার। কান পাতলেই মুহুর্মুহু। কি হয়েছে? না সেরা। শুধু মোদি-ট্রাম্প নয়। আজকাল সবাই আমরা সবেতে তুখোড়। মারকাটারি।'

    খ বলল, 'আরে না না, মানুষের কথা হচ্ছেই না। ও আসলে তালব্য-শ। শেরা। মানে ওর ল্যাজ আছে। শেরাওয়ালী ঠাকুরের জাতীয় বাহন। গায়ে ডোরা। এনডেনঞ্জার্ড। চারপেয়ে।'

    গ বলল, 'সেরাহকে খুব চিনি! ওর প্রিন্সেস সিন্ড্রোম আছে। কাউকে চেনে না। মাটি থেকে হিল চার ইঞ্চি উত্তরে। খটখটিয়ে হাঁটে সারাবছর।'

    এসব শুনে ঘ একটু এলোপাথাড়ি বিড়বিড় করল। বলল, 'সোহরা ছিল একখান জায়গার মত জায়গা। ম্যাপে যদিও চেরা। চেরাপুঞ্জি! ওফ্! সে কী শিফন বর্ষা। সাদা পর্দারা দিনরাত্তির ওড়ে।'

    এক্ষনে চ্যাটচ্যাটে জিপিটিভাই সবার কথা এমনকি বিড়বিড় অবধি শুনে নিয়েছে। একমন্তরে জানিয়ে দিল সে সেরা, শেরা, সেরাহ্ এমনকি সোহরা অবধি সবকটাকেই তার পিন টু পিয়ানো মাপা আছে।

    সারকথা এই, জীবনে আর ইউনিক বলে কিচ্ছুটি রাখা নেই। মারকাটারি থেকে বিপন্ন, হিলঠুকুনিয়া থেকে মেঘছপছপ সবই ডেটা। সবই সারসার জিরো-ওয়ানের ব্যাপার। সব গলিই হাইওয়ে। এমবি, জিবি, টিবির ট্র্যাফিকে কান পাতা দায়। ক থেকে খ, খ থেকে গ, গ থেকে ঘ, ঘ থেকে ক তে ছনকছনক ডেটা যাচ্ছে আর আসছে। চব্বিশপ্রহর কীর্ত্তন। থামাথামি নেই।

    ক স্ক্রল করে চলল, জেনে বা না জেনে ভুয়ো খবর পাঠিয়ে দিল খ, গ, ঘ কে। খ স্ক্রল করে চলল, জেনে বা না জেনে প্রোপাগ্যান্ডার বোমা ফেলে দিল গ, ঘ, ক এর মাথায়। গ স্ক্রল করে চলল, জেনে বা না জেনে বিষাক্ত সিন্থেটিক ভিডিও চালান করে দিল ঘ, ক, খ কে।

    দেখেশুনে ঘাবড়ে যাওয়া ঘ, কোনঠাসা হতে হতে একসময় 'ওরেব্বাবা' বলে রাস্তায় একটা মস্ত লাফ দিয়ে নামল। লগআউট করে রাজপাট ছেড়ে একেবারে বেরিয়ে গেল সে! এবং না জেনে নয়, সম্ভবত, সবটা জেনেবুঝেই। কদিন কবজি আর আঙুলে তুমুল ব্যথা - অস্থির অস্থির, ঘোর উইথড্রয়াল। তারপর একদিন, 'তবে রে! আজ তোর একদিন কী আমার একদিন' মোডে বেডরুম থেকে ছোট্টো করে গলাধাক্কা খেল যন্তরটা।

    কানাঘুঁষো শুনলাম আরো দুচারকথা। ঘ তখন বাইনারিতে নাস্তিক। স্ক্রীনের বাইরে আধাখ্যাঁচড়া বাঁচার অপরাধে, চেনা লোকজনের কাছে 'একানড়ে' বলে গালি খায়। তখনই একদিন ঘটে গেল দৈব ঘটনাটা।

    সোশ্যাল মিডিয়া থেকে প্রবজ্যা নেবার পর, খুব ধীরে ধীরে ঘ আবিষ্কার করে ফেলছিল শূন্য আর একের আসল কলকব্জাগুলো। দুয়েকটা লগইনের দুয়ার না থাকলে মন যে কী অপরূপ খাঁ খাঁ! আর এই ফাঁকা জমিজিরেতের বেশ কিছুটা শুধু ও শুধুমাত্র নিজের জন্য বুক করে রাখতে পারা যে কত বড় এক লাক্সারি! -- ক্রমশ জেনে ফেলছিল সে।

    খুব মামুলি একটা বুধবারে একেচন্দ্রের আসল মানেটি ক্র্যাক করে ফেলল বান্দা। বুঝে নিল একলাটি যে হতে পারে সে আসলে নিজেকে কানায় কানায় ছুঁয়ে থাকতেও শিখে যায়। আর জানল পেটফুটো শূন্যের ভেতরটি বেশ। মন খালি রাখতে পারার বেসিক ও জন্মগত অধিকারটুকু আবার স্বমহিমায় ফিরে পেয়ে একেবারে যেন তাক লেগে গেল তার।

    কয়েকটা দিন ঘ আমাদের আনন্দে বুঁদ হয়ে রইল। তারপর একদিন, আত্মহারা ভাবটা একটু কমলে, ক,খ এবং গ-কে আশ্চর্য এ আবিষ্কারের কথাটুকু জানাতে উতলা হয়ে পড়ল সে।

    কিন্তু অ্যাপখানা ডাউনলোড হতে না হতেই ঙ পিছু ডাকল। কানের কাছে ফিসফিসিয়ে বলল, সুনামির সময় ডুবন্ত মানুষকে বাঁচাতে যেতে নেই। ওতে নিজে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশী। ঘ অতএব, পিওর 'একানড়ে' হয়ে থাকাকেই ঠিক বলে মনে করল। আমাকে একবারও ডাকল না।

    স্বাভাবিকভাবেই তারপর থেকে ঘ এর মনের খবর খুব ভালো আর জানি না। স্বেচ্ছায় সে আমাদের কাছে একেবারে অবান্তর হয়ে রইল।

    সেবার জুন মাসে আমি সোহরা গেছি। সোশ্যাল মিডিয়া মেমরিতে ঘ-এর পুরনো ছবি ভুস করে ভেসে উঠেছে। আমি ওকে একরকম মিস করতে শুরু করলাম। ঘ হলে ঠিক দেখতে পেত ইলশেগুঁড়ি আর শিউরে ওঠা পর্দাগুলোর সবকিছু।

    'কনিফেরাস ও সাদা পর্দা' নামে, তার কথা লিখে আমি অনলাইন পোস্ট করলাম। ক আর গ ছাড়াও আরো বহু মানুষ, কয়েক মুহূর্তের জন্য হলেও, মনে মনে ঘ কে একটু ছুঁতে চাইলেন। যদিও এসব কথা ঘ এর আজকাল না জানলেও চলে তবু মনে হল একবার জানাতে পারলে বেশ হত।

    সে রাতে ঘুমের মধ্যে স্ক্রল করতে করতে আমি শুনতে পেলাম, - স্ক্রীনের ওপারে ভুষুন্ডি মেঘেদের দল বৃষ্টি ঢেলেই চলেছে। নিজেকে দেখবার ইচ্ছে, সময় বা চোখ কোনোটাই নেই ওদের। তাই নাকি ঘ কে জুটিয়েছে। ঘ দেখছে ওসব। জল থেকে মেঘ, মেঘ থেকে জল। শ্যাওলার ভেলভেট প্রতি বর্ষায় নতুন করে জমছে পাথরে। আশ্চর্য সব ধীরস্বভাব রিল। ইলেকট্রিক ছাড়াই নিজে-নিজে তৈরী হচ্ছে। একের পর এক, লাইভ।

    খুব ফেঁসেছে ঘ।

    মাঝে মাঝে ভাবি, পারেও বাবা! বারোমাস কীঈ যে ঘুরে-ফিরে সেই অ্যাক জিনিস দেখছে ও হাঁ করে!!


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • গপ্পো | ১৬ জানুয়ারি ২০২৬ | ৩৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ১৬ জানুয়ারি ২০২৬ ১১:০৮737930
  • ভালো লাগলো 
  • . | ১৬ জানুয়ারি ২০২৬ ১৩:৩২737937
  • শর্মিষ্ঠা রকস্!
  • kk | 2607:fb91:4c8e:d999:7467:422e:e98d:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:২৯737944
  • দারুণ লাগলো! ডটের সাথে একমত।
  • | ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৫৯737945
  • অতি চমৎকার। আপনি দুর্দান্ত লেখেন। 
  • Goutam Sengupta | ১৭ জানুয়ারি ২০২৬ ০১:৫০737954
  • এক্ষনে না এতক্ষণে?
  • প্রবীণ পাঠক  | 165.225.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০৩:৫৬737957
  • ঠিক, শর্মিষ্ঠা দুর্দান্ত গল্প লিখছেন! 
  • শর্মিষ্ঠা | 103.14.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ২২:৫১737973
  • @albert banerjee, @ ., @kk, @দ, @প্রবীন পাঠক 
     
    আপনারা অনেক ধন্যবাদ জানবেন। ভালো লেগেছে জেনে খানিক নিশ্চিন্ত হলাম। 
  • শর্মিষ্ঠা | 103.14.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ২২:৫৩737974
  • @ Goutam Sengupta  এক্ষণ লিখতে চেয়েছিলাম আসলে। ধন্যবাদ জানবেন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন