একদিন গোলু জানালা দিয়ে দেখলো কালো মেঘে পুরো আকাশ ভর্তি হয় গেছে।মন খারাপ হল।কোনও আলো নেই।গোলু তখন দেখল যে বৃষ্টি কমেছে।কিন্তু একটাই সাদা মেঘ।হঠাৎ গোলু দেখল ওই সাদা মেঘটা নেমে আসছে।হঠাৎ সত্যি মেঘটা জানালার কাছে এসে বলল,"কি গোলু?কেমন আছো?"
গোলু বলল "হ্যাঁ!একি! মেঘ আবার কোথাও বলে!"
মেঘ বলল,"হ্যাঁ গো,আমি বুন্টি মেঘ।আমার নাম বুন্টি।তুমি আমাকে মেঘ দিদি বোলো।"
গোলু বলল "ঠিকাছে। "
মেঘদিদি আর গোলুর ভালো বন্ধুত্ব হয়ে গেল।প্রত্যেক দিন দুপুর হলে,মেঘদিদি আসতো।একদিন মেঘদিদি কে গোলু ধরল আর ঝরঝর করে জল পড়তে থাকল কালো ভুতুর মাথায়।কালো ভুতু কে?গোলুর পোষা কুকুর।কালো ভুতু ভৌ ভৌ করে উঠল।যাকগে।একদিন মেঘদিদি এসে বলল "আবার পরের বছর তোমার সঙ্গে দেখা করব।আমাদের তো এই কাজ।কিছু মাস থাকা,তারপর আবার চলে যাওয়া।" গোলু বলল,"কেন?আর তুমি খেলবে না?আমি কার সঙ্গে সময় কাটাবো?" "সে আমি জানিনা,তবে সঠিক সময়,সঠিক দিদি তুমি পেয়ে যাবে।" গোলু দুঃখ করে অনেক কেঁদে মেঘদিদির জন্য বাই বাই কার্ড বানালো।মেঘদিদি তো চলে গেলো।গোলুর মনকেমন আর কমে না। এদিকে শরৎ কাল! মা দুগ্গা আসবেন। মনখারাপ করে থাকলে চলে?
তাহলে উপায়? গা ঝাড়া দিয়ে মাথা তুলল গোলুদের বাগানের শিউলিগাছ। এবার কি গোলুর নতুন সঙ্গী হবে শিউলিফুল দিদি??