

আমি দার্জিলিংএ গিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখছিলাম। হঠাৎ চারদিকে কিসের একটা ছায়া পড়লো। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, গরুড়, পাখিদের রাজা ও বিষ্ণুদেবের বাহন আমার দিকে উড়ে আসছেন। তিনি আমার পাশে নেমে আমাকে ওনার পিঠে উঠে বসতে বললেন। আমি বসলাম। উনি আমাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। হঠাৎ আমার খুব খিদে পেল, আমি দুধের সাগরটাকে খেতে লাগলাম। তখন বিষ্ণু ইন্দ্রের সাথে কথা বলছিলেন, তাই ওনার কোন অসুবিধা হচ্ছিল না। আমার যখন পেট ভরে গেল তখন আমি সমুদ্রটার দিকে তাকিয়ে দেখি ইন্দ্রের বাহন ‘ঐরাবত’ বেরিয়ে আসলো। ইন্দ্র তাড়াতাড়ি গিয়ে, আমাকে ধন্যবাদ জানিয়ে, ঐরাবতে চড়ে স্বর্গে চলে গেলেন। বিষ্ণু আমাকে বললেন ‘ঐরাবত’ ওই দুধের সাগরে লুকিয়ে ছিল আর ইন্দ্র তাকে খুঁজে পাচ্ছিলেন না, তাই তোমাকে ধন্যবাদ জানালেন আর আমাকে অনেক চকোলেট দিলেন।
হঠাৎ আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমি যখন আমার বালিশের তলায় দেখলাম আমি লাফিয়ে উঠলাম।
আমার বালিশের তলায় ছিল একটা ‘সনালি ললিপপ’।
Abhyu | 47.39.***.*** | ১৪ নভেম্বর ২০২১ ২২:১২501180
kk | 68.184.***.*** | ১৫ নভেম্বর ২০২১ ০২:৫১501206
&/ | 151.14.***.*** | ১৫ নভেম্বর ২০২১ ০৪:০৩501211
Tim | 2603:6010:a920:3c00:4597:61bc:6732:***:*** | ১৫ নভেম্বর ২০২১ ০৯:৪৭501222
দেবশ্রী ভট্টাচার্য | 2405:201:8003:f8ca:d003:f423:1049:***:*** | ২৩ নভেম্বর ২০২১ ১৩:৩৩501384
সার্থক দে | 2409:4066:195:5c12:578f:8348:ab01:***:*** | ২৮ নভেম্বর ২০২১ ২১:২১501512