এক রবিবার সকালবেলা আমি আমার বাড়িতে বসে দাবা খেলছিলাম। আমার বাবা ছিলেন আমার খেলার সঙ্গী। হঠাৎ তিনি কি একটা কারণে ঘরের বাইরে গেলেন, আমি বসে রইলাম ওনার অপেক্ষায়। আমি দাবার গুটিগুলির দিকে তাকিয়ে বসে আছি...... হঠাৎ দেখি, কিছু কিছু দাবার গুটি নিজে থেকেই নড়াচড়া করছে। আমি অবাক হয়ে তাদের দিকে চেয়ে রইলাম। অবশেষে সাদা রাজার গুটিটি আমার কাছে এসে বলল,
" আমরা আমাদের জীবন খুব দুখে কাটাই, আমাদের রোজ যুদ্ধ করতে হয় এবং বাড়ি ফিরতে পারি না। একমাত্র তুমি, যে আমাদের মালিক, আমাদের মুক্তি দিতে পারো। "
আমি সব শুনে প্রথমে একটু হক্- চকিয়ে গিয়েছিলাম। তারপর আমি সাদা রাজার গুটিটিকে জিজ্ঞেস করলাম যে, আমি তাকে কিভাবে মুক্তি দিতে পারি ?? তখন সেই সাদা রাজাটি আমায় একটা মন্ত্র বাতলে দিল। আমি সেই মন্ত্রটা মনে মনে মুখস্থ করে নিলাম। এরপর আমি সাদা রাজাটিকে বললাম
" আমার একটা শর্ত আছে, আমি তোমাদের মুক্তি দিতে পারি, কিন্তু তোমাদের আমাকে এই খেলাটা জিতিয়ে দিতে হবে।" ঠিক সেই মুহূর্তেই, আমার বাবা ঘরে ফিরে এলেন। আবার পুনরায় খেলা শুরু হল। আমি দেখলাম আমাকে কিছুই করতে হচ্ছে না। আমি একটা গুটির ওপর হাত রাখছি আর তক্ষুণি সেই গুটিটি নড়ে উঠছে। এইরকমভাবে আমি সেই খেলা জিতে গেলাম। খেলা শেষ হওয়ায়, আমি সেই, সাদা রাজার কাছে পাওয়া মন্ত্রটা বললাম। অমনি সেইমুহূর্তেই দাবার সব সাদা এবং কালো গুটিগুলি দাবার বোর্ড থেকে উঠাও হয়ে গেল। আমার বাবা চমকে গিয়ে বললেন, " কি হলো....!!!!! সব দাবার গুটিগুলি কোথায় গেল.....?? " আমি তখন ওনাকে সব ঘটনাটি খুলে বললাম। শুনেই বাবার চক্ষু গোল হয়ে গেল। তিনি বললেন " বাহ্......, এ তো ভারি মজার ঘটনা !!!! তুমি খুব ভালো কাজ করেছ, ওই দাবার গুটিগুলিকে মুক্তি দিয়ে। এরকমই নিঃস্বার্থতা যেন আমি তোমার মধ্যে চিরকাল দেখতে পাই।