একদিন আমি একটি লাল রং পেনসিল নিয়ে আঁকছিলাম। হঠাৎ শুনলাম আমাকে কেউ ডাকছে – তার গলার আওয়াজ খুবই মিষ্টি। “কে কথা বলছেরে বাবা? আমি ভয পেয়ে ওই ঘর থেকে দৌড়ে চলে গেলাম। কেউ যেন আমাকে তাও ডাকছিল মিষ্টি আওয়াজে৷ “ভয় পেও না আমি তোমায় সাহায্য করতে এসেছি৷ আমি জানি তোমার আঁকাতে খুব ভয়”। আমি তখন অবাক হয়ে গেলাম। সত্যি তো আমিতো আঁকায় খুব ভয় পাই। আমি তখন আস্তে আস্তে ঘরে এসে বসলাম। আমি জিজ্ঞেস করলাম, “তুমি কে? ও বললো, “আমি তোমার বন্ধু।” আমি তোমায় সাহায্য করতে এসেছি”। অবাক কাণ্ড – আমি শুধু গলার স্বর শুনতে পাচ্ছি – কাউকে দেখতে পাচ্ছি না। যদিও ভয়টা কেটে গেছে তবুও একটু ভেবে বললাম, “তোমার সঙ্গে কি আমার সামনা সামনি দেখা হবে না?” “তুমিতো বললে তুমি আমার বন্ধু” – হঠাৎ এরপর কি হলো – ঘরটা একটা সাদা আলোয় ভরে গেল৷ আমার হাতের পেনসিলটা উজ্জ্বল হয়ে উঠল – আমি চোঁখ ফেরাতে পারছি না – পেনসিল পুরুষ এখন আমার সামনে – সুন্দর সোনালী জামা পরে মিটিমিটি হাসছে। মাথায় ঘন চুল আর আবার লাল ফিতে দিয়ে ঘেরা – আমার হতভম্ব অবস্থা দেখে সে হেসে বলল — “এবার থেকে আমি থাকব যখনই তুমি আঁকবে আর তোমার আঁকা হবে সবচেয়ে সুন্দর।” আমি খুব খুশী হলাম আর সত্যি আজ পর্যন্ত আর আমি আঁকতে কখনও ভয় পাই না। ধন্যবাদ পেনসিল পুরুষ — তুমি আমার প্রিয়তম বন্ধু।