এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ৫    : ইসরাইলের বিরোধী ইহুদী 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৬ আগস্ট ২০২৫ | ২২ বার পঠিত
  • ইস্রাঈল বিরোধী ইহুদী

    এই লেখার শুরুতেই বলে রাখছি যে ইহুদীদের সম্বন্ধে জানার অনুপ্রেরণা পেয়েছিলাম গুরুচণ্ডালী তে আমাদের সবার প্রিয় লেখক হিরেনদার ইহুদী রসিকতা বইটি পড়ে | আরো ডিটেল্সে বললে বলতে হয় ওনার ইহুদি রসিকতা বইতে বিবাহ সংক্রান্ত একটি গল্প পড়ে | গল্পটাতে দেখছি এক ইহুদী যুবক শুধু সারাজীবন ইহুদীদের পবিত্র ধর্মগ্রন্থ তোরা পড়েই জীবন কাটাতে চান তার হবু শাঁসালো শ্বশুর বেশ বীতশ্রদ্ধ হয়ে তাকে ভয় দেখাচ্ছেন ভবিষ্যৎ দারিদ্রের কিন্তু এই ইহুদী যুবক কিছুতেই তোরা ছাড়তে চাইছেননা বারবার একই কথা বলছেন "আমি তোরা পড়বো সংসার টংসার ওসব ঈশ্বর দেখবেন" শেষে শাঁসালো হবু শ্বশুর স্বগতোক্তি করছেন নিজের স্ত্রীর কাছে "দেখো বৌ , জামাই এখনই আমাকে ঈশ্বর ভেবে নিয়েছে" !  এই গল্পের এই তোরা অন্তপ্রাণ ইহুদী জামাই কে নিয়ে আরো রিসার্চ করে দেখলাম একটা আলাদা ইহুদী ধর্মীয় গোষ্ঠীকে যারা এরকমই ধর্ম অন্তপ্রাণ তোরা এদের কাছে শুধু ঈশ্বরবাণী নয় এদের জীবন | কোনোভাবেই সেক্যুলার ইসরাইলী মূলসমাজের স্রোতে ইসরাইলী রাষ্ট্র মোসাদ সিনবেথ আইডিএফের দুনিয়াতে এরা জড়াতে চাননা ওই হিরেনদার গল্পের ইহুদী হবু জামাইয়ের মতোই | এই গোষ্ঠীকে ইসরাইলী খবরের কাগজগুলি বলে আলট্রা অর্থোডক্স বা হিব্রুতে বলে হারেদি | হারেদি অর্থে যারা ঈশ্বরের কাছে পুরোপুরি নিবেদিত প্রাণ এবং এই সেক্যুলার দুনিয়াটা জায়নবাদ ইসরাইলী রাষ্ট্র মোসাদ সিনবেথ আইডিএফের দুনিয়াটাই এদের কাছে ঈশ্বর বিরোধীতা বা ব্লাসফেমি | সেক্যুলার ইহুদীদের এরা মনে করেন ইহুদীদের জাতি গত ভাবে শত্রু যারা তোরার পুণ্য জীবন থেকে পাপে পূর্ণ সেক্যুলার জীবনে নিজেদের শুধুমাত্র জাগতিক স্বার্থের লোভে ঠেলে দিয়েছেন | থিওডোর হার্জেল জায়নবাদ বা ইসরাইলী রাষ্ট্রেরও এরা ঘোরতর বিরোধী যেহেতু তাদের বক্তব্য যে ইস্রাঈল তৈরীর আসল কাজটা ছিল তোরার ঈশ্বরের | শুধুমাত্র জাগতিক স্বার্থের লোভে ইসরাইল তৈরী করে জায়নবাদীরা একপ্রকার খোদার উপরে খোদকারী করে জঘন্য ঈশ্বরবিরোধী কাজ করেছেন | 
     
     


    উপরের ছবিতে নেতুরেই কার্তা নামক ইহুদী গোষ্ঠীর দেখা পাওয়া যাচ্ছে | বর্তমানে প্যালেস্টাইনের জেনোসাইড শুধু নয় এই নেতুরেই কার্তা গোষ্ঠী নিজেদের নিজস্ব হারেদি ইহুদী ধর্মীয় বিশ্বাসের কারণেই ঘোরতর ভাবে ইস্রাঈল বিরোধী এমনকি কয়েক বছর আগে যখন ইয়াসের আরাফাতের মৃত্যুর সময় এসে উপস্থিত হয় তখন সমগ্র ইসরাইলী সমাজে উল্লাসের হিল্লোল বইছে ইয়াসির আরাফাতের মৃত্যুর সময়ে তখন নেতুরেই কার্তা চুপচাপ প্রার্থনা করছে আরাফাতের স্মৃতির উদ্যেশে | পশ্চিম এশিয়ার প্রতিটি যুদ্ধেই এরা ইসরাইলের বিরোধীতা করেছেন যেহেতু এদের কাছে ইস্রাঈল বা জায়নবাদ ঈশ্বরবিরোধীতা | ঈশ্বর নির্দিষ্ট সময়ে মেসায়ার মাধ্যমে ইসরাইল পুনরুত্থান হবার কথা যখন তখন সেক্যুলার ইসরাইলীরা ইসরাইল তৈরী করে খোদার উপরে খোদকারি করে চরম পাপ করেছেন | এটাই এই হারেদি গোষ্ঠীর বিশ্বাস |

    মেসায়ার গাধা 

    ইসরাইলের বর্তমান রাজনীতিতে বোধহয় সবচেয়ে বড় মেরুকরণের পিছনে এই হারেদিরা | হিরেনদার গল্পের সেই তোরা অন্তপ্রাণ নাছোড়বান্দা যুবকের মতোই এরাও একযোগে দৃঢ়প্রতিজ্ঞ কোনোরকম সেক্যুলার কাজকর্ম না করবার | এখন যখন গত দুবছর ধরে ইসরাইল যুদ্ধ করছে সারা পৃথিবী থেকে সাদা কালো বাদামী হলুদ সবরকম ইহুদীর ডাক পড়ছে যুদ্ধে যাবার তখন এই হারেদিরা কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ আইডিএফে না যোগ দিতে | ইস্রাঈল সরকার বারবার চেষ্টা করেও পারেনি এদের সৈন্য বাহিনীতে যোগ দেওয়াতে কেননা সৈন্য বাহিনী হারেদিদের কাছে সেকুলার ইসরাইলীদের পরাকাষ্ঠা | সেকুলার জায়নবাদ এদের কাছে ঈশ্বরবিরোধিতার সমান | 



    (ইসরাইলে সৈন্যবাহিনীতে যোগ না দেবার জন্যে রাস্তায় নেমে প্রতিবাদ হারেদি দের | লক্ষ্য করবার মত যে প্রায় সবাই তরুণ যুবক অর্থাৎ ইসরাইলের ভবিষ্যৎ )

    এই হারেদিরা ইসরাইলী সরকারের ভাতার উপরেই জীবন কাটাচ্ছেন তা সৈন্য বাহিনীতে যোগ না দিলে এদের ভাতা বন্ধ করে দেবার জন্য নির্দেশ দিয়েছিলো ইসরাইলিদের সুপ্রিম কোর্ট কয়েক বছর আগে কিন্তু সুপ্রিম কোর্ট হুকুম মেনে হারেদিদের ভাতা বন্ধ করবার সাহস করেনি বর্তমানের বেঞ্জামিন নেতানিয়াহু সরকার | বর্তমান বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের কাছে অবশ্য আর কোনো উপায়ও নেই | অতি দক্ষিণপন্থী এই সরকারের কাছে হারেদিদের সমর্থন ছাড়া সরকারে টিকে থাকা অসম্ভব | ডেমোগ্রাফিক্সেও হারেদিরাই ভবিষ্যৎ ইসরাইলের | ইসরাইলের সমগ্র ইহুদী জনসংখ্যার প্রায় সতেরো আঠারো পার্সেন্ট হলেন এই হারেদিরা | প্রতি হারেদি পরিবারে প্রায় সাত জন সন্তান হয় যেখানে ইসরাইলি সেক্যুলার পরিবারে মাত্র দুতিন জন | যেহেতু ইসরাইলী রাষ্ট্রের সবসময়েই লক্ষ্য যেনতেন প্রকারেন যেন ইসরাইলি ইহুদি জনসংখ্যা ওখানকার আরবদের থেকে কমে না যায় কাজেই হারেদিদের ইসরাইলি অর্থনীতিতে কোন সেরকম অবদান না থাকলেও তাদের ভাতা দিয়ে পোষা ছাড়া কোনো উপায়ই নেই ইসরাইলী রাষ্ট্রের | আগামী দুতিন দশকেই হারেদি জনসংখ্যা ইসরাইলের সমগ্র ইহুদী জনসংখ্যার প্রায় তিরিশ পঁয়তিরিশ পার্সেন্ট হতে যাচ্ছে বলে ডেমোগ্রাফিক্স এক্সপার্টেরা বলছেন | অর্থাৎ তিরিশ বছরের মধ্যেই ইসরাইলের ইহুদী জনসংখ্যার প্রায় তিরিশ পঁয়তিরিশ পার্সেন্ট মানুষ তার অর্থনীতি থেকে স্বেচ্ছাতে নিজেদের দূরে সরিয়ে রাখবেন | তখন ইস্রাঈল কি করবে ? এই প্রশ্নই তুলেছেন গ্রেগ কার্লস্ট্রম তার বই "How Long Will Israel Survive? The Threat From Within" এই গ্রন্থে | হারেদিরা অবশ্য এসব নিয়ে বিন্দুমাত্র চিন্তাভাবনা করতে চাননা | তাদের কাছে বেঞ্জামিন নেতানিয়াহু বা জায়নবাদ বা ইসরাইল রাষ্ট্র বস্তুটাই একটা "মেসায়ার গাধা" বেশী কিছু নয় | ইহুদীদের পবিত্র তোরা অনুযায়ী মেসায়া গাধার পিঠে চেপে জেরুসালেমে ফিরে আসবেন | গাধার কাজ মুখ বুজে ভার বহন করা , তেমনি জায়নবাদী ইসরাইলের কাজ হচ্ছে হারেদিদের ভার বহন করা | হারেদিরা ইসরাইলি রাষ্ট্রকে তাদের প্রয়োজনের জন্য এক গাধার বেশি কিছুই মনে করেননা বলাই বাহুল্য | হিরেনদার গল্পের সেই একবগ্গা জেদী ইহুদী হবু জামাইয়ের মতোই ইসরাইলের হারেদিরা বলে চলেছেন "আমি তোরা পড়বো | বাদবাকি সব ঈশ্বর বুঝে নেবেন |"

    রেফারেন্স 

    ১। হিরেন সিংহরায় , "ইহুদী রসিকতা"  , গুরুচণ্ডালী 
    ২ । হিরেন সিংহরায় , "পবিত্র ভূমি"  , গুরুচণ্ডালী 
    ৩ | Gregg Carlstrom,"How Long Will Israel Survive? The Threat From Within" 

     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন