এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি পর্ব ১০ : ১৯৭১ আর চিমেরিকা : অতীত বর্তমান ভবিষ্যৎ 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৫ অক্টোবর ২০২৫ | ৩৪ বার পঠিত
  • এর আগের তিনটে কিস্তিতে আম্রিকার ইউক্রেন ও প্যালেস্টাইন ও ইরানের যুদ্ধ , ট্রাম্প সাহেবের ট্যারিফ যুদ্ধ , যুদ্ধ আর ধার নিয়ে দুকথা বলেছি l সেসব পর্বের লিংক এখানে আর এইখানে l সর্বশেষ কিস্তিতে নিক্সন আর তার ১৯৭১ সালের পনেরোই আগস্টের যুগান্তকারী সিদ্ধান্তের যার ফলে ডলারের বিশ্ববিজয় শুরু হয় সেকথা বলেছি l এনিয়েই আরো সামান্য কিছু বলবার ইচ্ছা এই লেখাতে l                                                              চীন ও আম্রিকা : দুটি অর্থনীতি , একটি সিস্টেম , একটা প্রাণ "চিমেরিকা"                                                                                             চীন ও আম্রিকার ট্যারিফ যুদ্ধ ব্যাপারটা এখন অন্তর্জালের দৌলতে সবাই জানে l দুহপ্তা আগেই রেয়ার আর্থ নিয়ে বর্তমান চীনের চেয়ারম্যান শি চিনফিং সাহেব আমেরিকার উপরে যে নিষেধাজ্ঞা চাপিয়েছেন সেটা সবাই জানেন অন্তর্জালের দৌলতে l রেয়ার আর্থ ও এই চীন আম্রিকা বর্তমান দ্বৈরথে তার গুরুত্ত্ব নিয়ে পরে আরেকদিন লিখবো l এখানে শুধু বলবো চীন ও আম্রিকার মধ্যে এই আপাতত রক্তপাতহীন দ্বৈরথে , আপাতত শেষ হলো একটি সিস্টেমের যাকে আমরা ইতিহাসে  চিনবো "চিমেরিকা" নামে l এ নামটি দেন ব্রিটিশ হিস্টোরিয়ান নিয়াল ফার্গুসন তার "the ascent of money" বইটিতে l এই চিমেরিকা সিস্টেমটাই ঠান্ডা যুদ্ধের পরে এতদিন দুনিয়াটা চালিয়েছে l তাহলে ফিরে দেখা যাক এই সিস্টেমটা l                    ১৯৭১ : জন্ম নিলো চিমেরিকা.                           ১৯৭১ সাল শুধু নিক্সনের গোল্ড স্ট্যান্ডার্ডের শেষ করবার সিদ্ধান্তই নয় আরো একটা ঐতিহাসিক ঘটনার জন্য বিখ্যাত l ওই বছরেই দোর্দণ্ডপ্রতাপ আম্রিকি বিদেশমন্ত্রী হেনরী কিসিঞ্জার পাকিস্তান সফরের ছুতোতে চীনে গিয়ে মাও এর সঙ্গে বৈঠক করে তৈরী করেন এই চিমেরিকা সিস্টেমটির ব্লুপ্রিন্ট l এই সিস্টেমে আমরিকা হবে একটি consumerism নিয়ন্ত্রিত অর্থনীতি যেটির মূল রূপ হবে financialization , অর্থাৎ উৎপাদনের বদলে consumption এবং financial speculation নিয়ন্ত্রণ করবে আম্রিকি অর্থনীতি l এর বিপরীতে চীন হবে একটি industrialized economy অর্থাৎ আম্রিকা হবে আর্থিক ভাবে উপভোক্তা আর চীন করবে উৎপাদন ও এক্সপোর্ট l এবং বলাই বাহুল্য যে আর্থিক সারপ্লাস এর ফলে চীন পাবে , সেসব তারা reinvestment করবে আম্রিকাতে অ্যাসেট কিনে বা আম্রিকি গভর্নমেন্ট বন্ড কিনে l এভাবেই সৃষ্টি হলো চিমেরিকা (অর্থাৎ চিন প্লাস আমেরিকা ) সিস্টেমের l স্রষ্টা কিসিঞ্জার ও মাও l                        চিমেরিকা : উত্থান , পতন ও ভবিষ্যৎ            চিমেরিকার মাধ্যমেই মূলতঃ ওয়াল স্ট্রিটের দেবদেবীরা নিয়ন্ত্রণ করেন ঠান্ডা যুদ্ধের পরের  সারা দুনিয়াটা l এ নিয়ন্ত্রণ এতটাই সফল ছিলো যে ২০০১ সালের নাইন ইলেভেন পরবর্তী দুনিয়াতে যখন ডুবিয়া বুশ হুঙ্কার ছাড়ছেন "you are with us or against us" তখন রগরগে দেশপ্রেমে মজে থাকা আম্রিকাতে প্রায় সব আম্রিকি জাতীয় পতাকা তখন আসছে চীন থেকে made in china হিসেবে !!!                         ২০০৮ সালের পরেই সর্বপ্রথম চিড় ধরে এই চিমেরিকার মডেলটাতে l এতোদিন ধরে এতো ট্রেড সারপ্লাস অর্থ দিয়ে শেষে এতো ট্রিলিয়ন ডলারের আম্রিকি সরকারী ট্রেজারী বন্ড কিনে ফেলবার পরে চীনের নেতাদের মনে ভয় জাগে যে যদি আম্রিকা এতো টাকা সুদ সমেত ফেরত না দেয় !! Financialization আর speculation নিয়ে পুরো অর্থনীতিতেই তখন তাদের ভয় ধরে l তখন তারা যেকাজটা করতে শুরু করেন সেটাকেই বলে Belt and Road initiative বা BRI অর্থাৎ আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর  ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোতে বিনিয়োগ এবং সোনাতে বিনিয়োগ l এখান থেকেই শুরু হয় চিমেরিকার পতনের l এর পরেই আসে ট্রাম্প সাহেবের ২০১৬ সালের প্রথম ট্যারিফ যুদ্ধ এবং চিমেরিকার দেয়ালে ধরে প্রথম ফাটল l                                   এখন দেখা যাচ্ছে ,  আম্রিকার পুরো জিডিপির থেকে তার মোট ধার অনেক বেশী l অর্থাৎ ধরা যাক , ২০২৬ সালে আম্রিকার মোট ২ ট্রিলিয়ন ডলার ধার শোধ করতে হবে , এখন আম্রিকার financialized consumerized অর্থনীতির ক্ষমতা নেই এতো ধার শোধের l অন্য দেশগুলো থেকে ধার নিয়েও এতো ধার শোধ আম্রিকার পক্ষে সম্ভব নয় তার কারণ ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পরে রাশিয়ার সকল Western assets বাইডেন প্রশাসন আত্মসাৎ করে সেই অর্থে ইউক্রেনকে অস্ত্র বেচতে থাকে তখন থেকেই সব দেশেই সেন্ট্রাল ব্যাংকারদের কাছে প্রশ্ন উঠে গেছে যে আম্রিকাকে ধার দিলে তারা আদৌ শোধ করবে কিনা !!! তাহলে আম্রিকার উপায় কি ? আম্রিকার speculation নির্ভর অর্থনীতি ধার ছাড়া চলবেনা কিন্তু এখন প্রশ্ন উঠছে ধার নিলে আম্রিকা আদৌ শোধ দেবে কি ও না দিলে তখন কি হবে ?                                                                                                        ধরুন ,আপনি ব্যাংককে ধার দিলেন এককোটি টাকা টেন পার্সেন্ট সুদের বিনিময়ে , তারপর একদিন আপনার হঠাৎই পুরোটাকা তুলে নেবার দরকার হলো কিন্তু ব্যাংককে আপনার মূলধন ফেরত দিয়ে দিতে বললে ব্যাংক বললো যে অত পয়সা নেই ওর কাছে তারবদলে ব্যাঙ্ক আপনাকে আপাততঃ দশটা গাজর দেবে প্রতি গাজরের দাম দশলাখ হিসাবে আর একবছর পরে দশটা গাজরের দাম সমেত পুরো টাকা ফেরত করে দেবে যখন ওরা হাতে যথেষ্ট টাকা পাবে আপনাকে শোধ করতে l তা আপনি কি টাকার বদলে গাজর নিতে রাজী হবেন ? ট্র্যাম্পবাবু এখন এরকমই কিছু একটা গাজর দিতে চাইছেন দুনিয়াকে যার নাম ধরে নি ক্রিপ্টোকারেন্সী যাতে দুনিয়া ডলারের বদলে এভাবেই কাজ চালায় আর আমেরিকার ধারের ওপরে নির্ভর করা অর্থনীতি এগিয়ে চলতে পারে l এখন চীন যদি রাজী হয় তাহলেই হয়তো নতুন চিমেরিকা তৈরী হবে l                                                                                                                       
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন