এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ৭  : প্যালেস্টাইনের রসিকতা পর্ব ১ 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩০ বার পঠিত
  • গুরুচন্ডালীতে আমার প্রিয় লেখক হিরেনদার প্রথম যে লেখাটি পড়েছি সেটি ইহুদী রসিকতা l সেখানে হিরেনদা বলেছেন , যে ইউরোপের চরম হতাশা ও দুর্দশার মধ্যে দুঃখের সঙ্গে লড়বার জন্যই ইহুদী রসিকতার জন্ম , নিজেকে নিয়ে হাসি ঠাট্টা রং তামাশা রসিকতা করে ইহুদী বাঁচার রসদ খুঁজে পেতে চেয়েছে , জীবনের রোজকার কষ্টের বোঝা কিছুটা হালকা করতে চেয়েছে l ফ্রয়েড বলেছেন যে রসিকতা হচ্ছে mature defense mechanism অর্থাৎ পরিণত মনের চরম হতাশা উদ্বেগ ও দুঃখের সঙ্গে লড়াই করবার একটা উপায় নিজেকে নিয়ে রঙ্গ রসিকতা l                       তা হিরেনদার এই লেখাটা পড়ে আমার কিছুদিন আগে মনে হয় যে আচ্ছা বর্তমানে প্যালেস্টাইনের মানুষের অবস্থাও তো অনেকটাই ইউরোপের জাঁতাকলে পড়া ইহুদীদের মতোন , তা তাদের কি নিজেদের জীবন নিয়ে ইহুদীদের মত এরকম কোনো রসিকতা আছে ? সেই উদ্যেশ্যেই খোঁজাখুঁজি করে এই প্যালেস্টাইনের কিছু রসিকতা পেয়েছি l বলাই বাহুল্য , সব অন্তর্জাল থেকেই খুঁজে বের করা l আমি আরবী ভাষা জানিনা কাজেই ইংরাজী থেকেই তর্জমা করতে হয়েছে সবকিছু l আশা করি গুরুচন্ডালীর পাঠকেরা ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর চোখেই দেখবেন l আজকে ভূমিকার মত এই কথাগুলো বলে শুরু করছি প্যালেস্টাইনের রসিকতা l                                                                                                                                                              গাজাতে দুই বন্ধু কারফিউ নিয়ে কথা বলছে l প্রসঙ্গতঃ বর্তমান যুদ্ধের আগেও গাজা কুখ্যাত ছিলো পৃথিবীর বৃহত্তম open air prison হিসাবে l  প্রথম বন্ধু : আর বলিসনা রে কালকে রাত আমার জীবনের সবচেয়ে খারাপ রাত ছিলো l.                 দ্বিতীয় বন্ধু : হ্যাঁ ঠিকই বলেছিস কালকে রাতে এতো বোমা পড়েছে যে আমিও ঘুমোতেই পারিনি এতোটুকু l                                                               প্রথম বন্ধু : আরে না রে , ওসব বোমা টোমা তো গা সয়া হয়ে গেছে ওসবে আমার ঘুম নষ্ট হবে কেন ! আসলে কাল রাতে আমার পাশের বাড়ীর বেড়ালটা মরে গেলো বোমার আওয়াজে ভয়ে হার্ট ফেল করে , ব্যাটা মরে যাবার আগে এতো কেঁদেছে যে দুচোখের পাতা এক করতেই পারিনি l                                                                                                                                    প্যালেস্টাইনের সমাজে বিশ্ববিখ্যাত ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের খোচর বা collaborator একটা খুবই পরিচিত এবং ভীষণ স্পর্শকাতর একটা বিষয় l অনেক প্যালেস্টিনিয়ানই মোসাদের খোচর হিসাবে কাজ করতে বাধ্য হয়েছেন l ইতিহাসে এবং হলিউডে আমরা মোসাদের যেইসব কীর্তিকলাপ পাই তার প্রায় সবই কোন না কোন খোচরের থেকে পাওয়া তথ্যের মাধ্যমে l তা একবার তেল আভিভের এক বারে এরকম একজন মোসাদ অফিসার আর তার দুজন খোচর আড্ডা দিচ্ছিলো l                                                     বলাই বাহুল্য মোসাদ অফিসার একজন ইহুদী আর দুই খোচরের একজন আরব খ্রিষ্টান ও আরেকজন আরব মুসলিম l.                                                              আরব খ্রিস্টান খোচর  : আমাদের ঈশ্বর আমাদের পবিত্র বইতে বলেছেন যে আমরাই সর্বশ্রেষ্ঠ l আরব মুসলমান খোচর  : আমাদের ঈশ্বর আমাদের পবিত্র বইতে বলেছেন যে আমরাই সর্বশ্রেষ্ঠ l                                                               ইহুদী মোসাদ অফিসার : কই আমি তো এরকম কিছু বলিনি !!!!                                                                                                                       গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্টিনিয়ান সমাজে ড্রোন নিয়ে খুবই প্ৰচলিত একটি প্রবাদ l.                                 আচ্ছা ড্রোনের আবিষ্কার কেন হয়েছিলো ? কেন শনিবার তো সাবাত তা সেদিন তো সব ইসরাইলী মোসাদ এজেন্টের সবরকম কাজ করা বারণ l তাই সেদিন প্যালেস্টিনিয়ানদের উপরে নজর রাখবার জন্যেই ড্রোনের সৃষ্টি l                                                                                                                              ভিসা নিয়ে প্যালেস্টিনিয়ানদের মধ্যে অনেক রসিকতা প্রচলিত আছে l প্যালেস্টিনিয়ানদের মধ্যে ভিসা নিয়ে অনেকরকম রঙ্গ রসিকতা প্রচলিত আছে বলা বাহুল্য প্রায় সবই কি ভাবে তাদের এই দুর্দশা ও কষ্টের জীবন থেকে পালানোর জন্যে l আবার পালালে কিন্তু অনেকসময়েই তাদের এই প্রিয় পবিত্র ভূমিতে ফিরে আসতে পারবেন কি না তাও জানেননা প্যালেস্টিনিয়ানেরা l অনেক সময় দেশ ছেড়ে গেলেও তারা পিছনে ফেলে আসা বাড়ির চাবি আঁকড়ে ধরে থাকতে চান বেশ কয়েক দশক , কখনো বেশ কয়েক প্রজন্ম ধরে l                           একটি ইউরোপের দেশের এম্বাসিতে গাজা থেকে একজন ভিসা নিতে এসেছে l এমব্যাসির কেরানী তাকে জিজ্ঞেস করলো , "চাকরী , পড়াশোনা , বিয়ে নাকি স্রেফ পালানো কেন চাও ভিসা "             প্যালেস্টিনিয়ান : ধরুন সবকটাই l তাহলে কম খরচে ভিসাটা পাবো তো !!!                                                                                                               চেকপয়েন্ট প্রতি প্যালেস্টিনিয়ানের জীবনে এক চূড়ান্ত কঠোর নিদারুণ সত্য l হিরেনদার পবিত্র ভূমি বইটা যারাই পড়েছেন তারাই একথা জানবেন l একই রাস্তা যেখানে প্যালেস্টিনিয়ান মানুষ শতাব্দীর পর শতাব্দী হেঁটেছেন সেখানে একটা লাইনের বা মানুষের তৈরী কোন দেয়ালের এদিকে ওদিকে একটু গেলেই ছুটে আসতে পারে বুলেট কি বোমা কি ফাইটার জেট বা ড্রোন মৃত্যুদূত হয়ে যখন তখন !!! সামান্য আধ কিলোমিটার পথ পেরুতে লেগে যেতে পারে বেশ কয়েক ঘন্টা !!! তা এহেন চেকপয়েন্ট নিয়েও প্যালেস্টিনিয়ানদের মধ্যে রসিকতা চালু আছে l                                                                                                                                                    একটা চেকপয়েন্টের কাছে হামুদ এসেছে হেব্রন শহর থেকে, যাবে জেরুসালেমে দরকারী কাজে l চেকপয়েন্টের ইসরাইলী পেয়াদা তাকে দেখেই বললো যে পাঁচ ফুট দশ ইঞ্চির নীচে যারা লম্বা তাদের জেরুসালেমে ঢোকবার পারমিট নেই l.       হামুদ : কিন্তু গত সপ্তাহেই তো গেলুম এখান দিয়ে l তখন তো কিছু বলোনি তুমি !!!                            পেয়াদা : নাহ তোমাকে তো গতবারের থেকে দেখে আমার একটু বেঁটে মনে হচ্ছে যাগ্গে ফিতে দিয়ে মেপে দেখি একটু l তা ফিতে দিয়ে মেপে দেখা গেলো যে হামুদের হাইট ঠিক পাঁচ ফুট এগারো ইঞ্চি l অর্থাৎ তার জেরুসালেমে ঢুকতে বাধা নেই আর l                                                                    পেয়াদা : শোনো এখন নতুন নিয়ম চালু হয়েছে  যে শনিবার সাবাতের দিন ছাড়া অন্য যেকোনো দিন গোয়িমদের জেরুসালেমে ঢুকতে গেলে তাদের হাইট মিনিমাম পাঁচ ফুট বারো ইঞ্চি হতে হবে l আজকে শুক্রবার তাই তোমার ঢোকা হবেনা এখানে !!! বিফল মনোরথ হয়ে হামুদ চলে যাবে তখনি পেয়াদা বলে তাকে , শোনো হে পবিত্র তোরা বলছে যে জেরুসালেমে পাঁচ ফুট বারো ইঞ্চির থেকে বেঁটে গোয়িমের ঢোকবার অধিকার আছে কিন্তু তাহলে তাকে দশ হাজার শেকেল দিয়ে দিতে হবে চেকপয়েন্টে !!! .                            পুনশ্চ : হিরেনদার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি l নিচের রেফারেন্সে ওনার লেখা বইদুটো পড়ে এলেখার প্রেরণা পেয়েছি l                                                                                                  রেফারেন্স                                                             ১ l হিরেন সিংহরায় , "পবিত্র ভূমি" , গুরুচণ্ডালী                                                                            ২ l হিরেন সিংহরায় , "ইহুদী রসিকতা" , গুরুচণ্ডালী    
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হীরেন সিংহরায় | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৬734091
  • আমার লেখা গুলি উল্লেখ করার জন‍্য ধন‍্যবাদ। যে ইহুদি রসিকতার গল্প লিখেছি তার সময় সীমা মেরে কেটে তিনশো বছরের , ইউরোপে। আপনার গল্প হালের -প‍্যালেসটাইনের  নিত‍্য  দিনের দুখের দর্পণ । পেল অফ সেটেলমেন্টের ইহুদির মতন নিজের অক্ষমতায় হাসি। এটি সহজ কাজ নয়, ছবিটি তুলে ধরার জন্য ধন‍্যবাদ। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন