এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ১৪  : ভেনেজুয়েলাতে রিজিম চেঞ্জ যুদ্ধ ও ধার    

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৮ জানুয়ারি ২০২৬ | ৪৬ বার পঠিত
  • এপস্টিন ফাইলস থেকে নজর ঘোরানোর জন্যেই কি মাদুরোকে কিডন্যাপ 
     
    এই সপ্তাহে ট্রাম্প সাহেব ব্যাপক একটা কান্ড ঘটালেন ভেনেজুয়েলাতে | সেখানে চাভিস্তা সরকারের প্রধান নিকোলাস মাদুরো বহুদিন ধরেই আম্রিকার চোখের বালি , তো তাকে মাত্র দু ঘন্টার অপারেশনেই কিডন্যাপ করে একদম নিউ ইয়র্কের জেলে ঢুকিয়ে দিলেন | বলাই বাহুল্য মাদুরোর আর কোনোদিনই দেশে ফেরা হবেনা যেহেতু বাঘে ছুঁলে আঠারো ঘা আর আম্রিকা ছুঁলে কত ঘা সেটা বলার জন্য কেউই বেঁচে ফিরে আসেনি সে সাদ্দাম, গদ্দাফি, মিলোসেভিচ যেই হোক না কেন ! এবং শুধু মাদুরোকে উড়িয়েই ক্ষান্ত নয় ট্রাম্প , প্রকাশ্যে বুক ঠুকে বলেই দিলেন ভেনেজুয়েলার তেলের দখল এবার থেকে আম্রিকার এবং এজন্যই এই মাদুরো কিডন্যাপিং | সারা দুনিয়ার যত সমাজতন্ত্রী আর বামপন্থী তাদের যথারীতি চোখের জল উপচে পড়ছে , ভেনেজুয়েলার বা মাদুরোর দুঃখে নয় অবশ্যই , আসলে কোল্ড ওয়ারের পরে এতোদিন ধরে ইরাক বা আফগানিস্তানের মতো জায়গাতে যুদ্ধ করবার জন্যে আম্রিকা অনেক রকম সিকিউরিটি কাউন্সিল , গণতন্ত্র , নারীমুক্তি মুক্তচিন্তা এসব অজুহাত টজুহাত দেখাতো এখন ট্রাম্প সাহেব তো ওসব গণতন্ত্র টন্ত্র অজুহাত টজুহাত হাওয়ায় উড়িয়ে দিয়ে বুক ঠুকে বলছেন যে ওসব নিয়মের নিগড় তার জন্যে নয় তিনি কোনো দেশের প্রেসিডেন্টের ঘরমে ঘুসকে তাকে তার শোয়ার ঘর থেকে সস্ত্রীক তুলে আনবেন তেলের জন্যে, তিনি একশোবার এটা করবেন তেলের জন্যে কেননা তার জোর আছে | এখন ঘটনা হচ্ছে যে ট্রাম্প সাহেব তার নিজের দেশের আইনই মানতে চাননা ওনার ভারী দায় পড়েছে আন্তর্জাতিক নিয়ম মানতে ! ট্রাম্প এসব অজুহাত মানতে চাননা বলেই সারা বিশ্বে মড়াকান্না !
     
    ট্রাম্প বলে কথা , তার হচ্ছে মারি তো গন্ডার , লুটি তো ভান্ডার , তিনি শুধু পুঁচকে ভেনেজুয়েলার তেল নিয়েই সন্তুষ্ট থাকতে চাননা এখন গ্রীনল্যান্ড , কিউবা , কলম্বিয়া , ইরান , মেক্সিকো , কানাডা সব জায়গাই তার চাই | প্রকাশ্যে বলেও দিয়েছেন যে ডেনমার্ক বুড়োদের দেশ তারা যেন এখনই মোটামুটি ভালো দামে গ্রীনল্যান্ডকে বেচে দেয় , বেশি গোঁয়ার হলে উনি গ্রীনল্যান্ড কেড়ে নেবেন আর ডেনমার্ক একটা নয়া পয়সাও পাবেনা ! ইউরোপের দেশগুলো এখন চোখে অন্ধকার দেখছে | তারা একটু মিনমিন করছে যে এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চালু হওয়া ন্যাটো , ইউএন ইত্যাদির কোনো দাম থাকবেনা , সে তারা যাই ভাবুক না কেন , ট্রাম্প সাহেবের তাতে থোড়াই কিছু যায় আসে !!! অবশ্য ট্রাম্প সাহেবের নিন্দুকেরা বলছে যে এপস্টিন ফাইলস থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ ! কে জানে বাবা আসল কারণটা কি !!! বড়ো লোকেদের ব্যাপারটাই আলাদা !
     
    প্রযুক্তি সামন্তেরা , AI আর ভেনেজুয়েলা 
     
    অবশ্য অনেকে আবার অন্য কথাও বলছেন | ব্রুনো মাসায়িস বলছেন যে আম্রিকার ওয়াল স্ট্রীট আর সিলিকন ভ্যালির রাজাগজারা AI নিয়ে ট্রিলিয়ন ডলারের বাজি খেলেছে এখন ওরা AI ডাটা সেন্টারগুলো বানাতে প্রচুর এনার্জি দরকার সেটা জোগানোর জন্যই ভেনেজুয়েলা তেল দরকার |  ঘটনা হচ্ছে , যে ওয়াল স্ট্রীট আর সিলিকন ভ্যালির রাজাগজারা AI নিয়ে ট্রিলিয়ন ডলারের যে বাজি খেলেছে , তার জন্যে আম্রিকার নিজের তেল আর যথেষ্ট নয় তাই সেজন্যই দরকার প্রচুর এনার্জি | ২০৩০ সাল অর্থাৎ আগামী চার বছরের মধ্যেই আম্রিকার AI ডাটা সেন্টারগুলো বানাতে যে এনার্জি লাগবে তা আম্রিকার মোট যত এনার্জি দরকার তার ১২ পার্সেন্ট হবে যেটি একটা বিশ্ব রেকর্ড | এর মধ্যেই এই AI নিয়ে একটা ঠান্ডা লড়াই চীন আর আম্রিকার মধ্যে এসে গেছে বিশেষ করে গত বছর ডিপসিকের উত্থানের পরে সে তো আমরা সবাই জানি | এখন AI ডাটা সেন্টার গুলো বানাতে যে এনার্জি লাগে সেখানে কিন্তু পথ একেবারেই আলাদা চীন ও আম্রিকার | চীন তার AI ডাটা সেন্টার গুলো বানাতে যে এনার্জি লাগে সেটা যোগায় রিনিউয়েবল এনার্জি মানে শিজাঙ (বাংলাতে তিব্বত) আর সিনচিয়াংয়ে থেকে সোলার ফিল্টার ফার্ম গুলো আর উইন্ড টার্বাইনগুলো দিয়ে | আর এমনিতেই ভেনেজুয়েলার তেল আসলে চীনের মোট তেল ইম্পোর্টের মাত্র ৪ ভাগ কাজেই ভেনেজুয়েলার থেকে চীনের নির্ভরশীলতা খুবই কম | অন্যদিকে , আম্রিকার AI নিয়ে পুরো বাজিটাই খেলা হয়েছে তেল আর গ্যাসের উপরে | তেল লবির বেশ কয়েকজন মহারথী ট্রাম্পের ক্যাম্পেন ফান্ডে বেশ অনেক ডলার ঢেলেছেন , কয়েকজন আবার সিলিকন ভ্যালির AI কোম্পানিগুলোতেও অনেক ডলার ঢেলেছেন | কাজেই তারা তো চাইবেন এখন এই AI ডাটা সেন্টার বুম থেকে যতটা সম্ভব ফায়দা তুলতে ! একইসঙ্গে আম্রিকা এটাও চাইবে যে চীন যেন ভেনেজুয়েলা বা অন্য কোথাও থেকে খুব বেশি তেল টেল না পায় , হয়তো এজন্যেই ট্রাম্প শুধু ভেনেজুয়েলার তেল নিয়েই খুশী নন তিনি কানাডার আলবার্টা , ডেনমার্কের গ্রিনল্যান্ড , নাইজেরিয়া , ইরান সবই নিতে চান | যাতে এখানকার তেল সবটাই আম্রিকা পায় | এদিকে ফসিল ফুয়েলস দিয়ে AI বিপ্লব আন্তে গিয়ে সিলিকন ভ্যালি আর তেল লবী গ্লোবাল ওয়ার্মিং তো করছেই গোদের উপরে বিষফোঁড়ার মতো আম্রিকাতে বেশ কয়েক জায়গাতে ইলেকট্রিসিটি দামও বাড়ার কথা শোনা যাচ্ছে | 
     
    (সোর্স : গুগল জেমিনি AI)
     
    এই ছবিটা দেখাচ্ছেই যে আম্রিকার থেকে তার রিনিউয়েবল সোর্স কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে চীন কতটা এগিয়ে আছে | এখানেই তাই আম্রিকা চাইছে ভেনেজুয়েলার তেল দখল করে তাকে কাজে লাগিয়ে নিজের ইলেক্ট্রিসিটি উৎপাদন বাড়িয়ে AI ডাটা সেন্টার বাড়িয়ে চীনকে হারাতে |
     
    এখানে আরো একটা কথা বলা যায় চীন গত একদশকের বেশী থেকে নিজের আম্রিকি ট্রেজারী বন্ড হোল্ডিং অনেকটাই কমিয়ে দিয়েছে যাতে দেখা যাচ্ছে ২০২৫ সালের শেষে এই গত সতেরো বছরের মধ্যে সবথেকে কম ছিল চীনের টোটাল আম্রিকি ট্রেজারী বন্ড হোল্ডিং | ২০১২ সালে যেখানে আম্রিকি ট্রেজারী বন্ড সবচেয়ে বেশি ছিলো চীনের কাছে যে পরিমাণ এক ট্রিলিয়নে ডলারের থেকেও বেশী ছিল এখন সেটা প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে ৬৮০ বিলিয়ন ডলারের মতো | ওদিকে আম্রিকার অর্থনীতি ধার ছাড়া চলবেনা এবছর হয়তো সে ধার ছাড়িয়ে যাবে ৪০ ট্রিলিয়ান ডলার আর বছরের মোট debt payment ১ ট্রিলিয়ন ডলারের বেশি হবে যেটির মানে এখন থেকে আম্রিকার বাৎসরিক মিলিটারী বাজেটকে তার annual debt payment ছাড়িয়ে যেতে পারার সম্ভাবনা !! পৃথিবীর সব সাম্রাজ্য এরকম সময়ে তাই করে যেটা এখন আম্রিকা করেছে অর্থাৎ আরো সাম্রাজ্য বিস্তার !!! 
     
     
    আম্রিকার এই প্রতিদ্বন্দীকে তেল না দেবার কৌশল কিন্তু নতুন নয় | ১৯৪১ সালে আমরা দেখেছি যে আম্রিকা এভাবেই জাপানের উপরে ডিজেল ও পেট্রল নিয়ে নিষেধাজ্ঞা চাপাবার পরেই পার্ল হারবার হয়েছিলো | এবারও কি সেরকম কিছু হবে না কি ! তাহলে কি ভেনেজুয়েলার রিজিম চেঞ্জের থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ?
     
    রেফারেন্স 
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন