এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ৪  : ইহুদী ও প্রাচ্য   

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৪ জুন ২০২৫ | ২৪৩ বার পঠিত
  • ইহুদী বলতেই আমাদের চোখের সামনে নিউ ইয়র্কের ইনভেস্টমেন্ট ব্যাংকার , ধনকুবের রোটশিল্ড , সিলিকন ভ্যালির নানা টেকনোলর্ড , নোবেল বিজয়ী কোন বিজ্ঞানী , ইস্রাঈল এবং বর্তমানে জেম্স বন্ড স্টাইলের কোনো মোসাদ এজেন্টের কথা মনে আসে | নেতুরেই কার্তা আর হোমায়ুন সামেহ এদুটো নাম আমাদের কাছে একেবারেই পরিচিত হবার কথা নয় | ইহুদীদের সম্বন্ধে আমারো জ্ঞান গড়পড়তা পাঁচটা বাঙালীর থেকে খুব বেশি কিছুই নয় | গুরুচন্ডালীতে আমার প্রিয় লেখক হিরেনদার "ইহুদী রসিকতা" আর "পবিত্র ভূমি" পড়েই কিছু জেনেছিলাম ইহুদীদের সম্বন্ধে তাই রেফারেন্সে ওনার বইদুটোর নাম দিয়ে দিলাম আপনারা পড়ে নেবেন | আমিও এদুটো বই পড়েই আগ্রহী হয়েছিলাম ইহুদীদের আর প্যালেস্টাইনের সম্বন্ধে জানতে | তাই প্রথমেই হিরেনদার প্রতি কৃতজ্ঞতা জানাই |
     
    ইহুদী ও ইরান 
     
    হিরেনদার বইতে আমরা দেখেছি সেইসব ইহুদীদের যারা ৭০ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের হাতে জেরুসালেম পতনের পরে আস্তে আস্তে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন এবং পরবর্তীকালে যাদের মধ্যে থেকে আশেখেনাজি জাতির উত্থান হবে | কিন্তু কি হয়েছিলো সেইসব ইহুদীদের যারা পশ্চিম এশিয়াতেই থেকে যান ? এ লেখা যখন লিখছি তখন সমগ্র দুনিয়া কাঁপছে ইসরাইল আর ইরানের মধ্যে যুদ্ধ নিয়ে ! কিন্তু সত্যি বলতে কি ইতিহাস বলছে যে ইরান আর ইহুদীর মধ্যে সম্পর্ক খামেনেই আর নেতানিয়াহুর থেকে এমনকি জায়নবাদের উত্থানের থেকেও অনেক অনেক পুরোনো | এই সম্পর্কের শুরুতেই দেখা হয়েছিলো যখন সাইরাস বা কুরুস ইরানে আকামেনিড সাম্রাজ্যের পত্তন করছেন | ব্যাবিলনের সম্রাট দ্বিতীয় নেবুচাদনেজারের হাতে তার কয়েক দশক আগেই পতন হয়েছে জেরুসালেমের | ইরানের শাহ সাইরাস ব্যাবিলন বা বর্তমান ইরাক জয় করে ইহুদীদের আবার জেরুসালেমে ফিরে যেতে উৎসাহিত করেন এবং তাকেই জেরুসালেমের দ্বিতীয় মন্দির স্থাপনের হোতা বলা যায় | সেই শুরু | ইরানের জরাথ্রুস্টিয় একেশ্বরবাদ এর সাথে দেখা হলো আব্রাহামিক ও মোজেসীয় একেশ্বরবাদের | এর পর থেকে ব্যাবিলন , ইরান , মিশর ইয়েমেন সহ মধ্য এশিয়ার অনেকটা অংশ জুড়ে গড়ে উঠেছিলো ইহুদীদের বসতি | ইরানের আর ইরাকী ইহুদীদের খ্যাতি তো ছড়িয়ে যাবে আরো বেশ কয়েক শতাব্দী ধরেই | সাইরাসের পরে একের পর এক সাম্রাজ্য শাসন করতে থাকবে ইরান তথা সমগ্র পশ্চিম এশিয়াতে , আসবে আলেকজান্ডার , সেলুকাস বংশ , পার্থিয়ান বা সাসানীদ আরো অনেকেই | কিন্তু ইরানের সঙ্গে ইহুদীদের সম্পর্ক চলতেই থাকবে |  বাইবেলের এস্থারের কাহিনীতে উল্লেখ আসবে টানাপোড়েনে ভরা এই সম্পর্কের | সাদ্দাম হুসেনের ইরান আক্রমণের পরেও খোমেইনী ইসরাইল থেকে অস্ত্র আনাবেন এমনকি ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরেও ইরানের পার্লামেন্ট মজলিসে একজন ইহুদী এমপির জন্যে সংরক্ষণ থাকবে | সত্যি অনেক চাঞ্চল্যকর ইতিহাস ইরানের সঙ্গে ইহুদীদের | 
     
    ইহুদী ও পশ্চিম এশিয়া  
     
    এরই মধ্যে জেরুসালেমে ঘাঁটি গাড়বে আরো একটি সাম্রাজ্য , রোমান সাম্রাজ্য যে আরো একবার ধ্বংস করবে জেরুসালেমের মন্দির | জেরুশালেমের মধ্যে ইহুদী একেশ্বরবাদের ভিতর থেকে জন্ম নেবে আরো একটা ধর্ম , খ্রীস্ট ধর্ম , যা পরে জেরুসালেম থেকেই ধীরে ধীরে উৎখাত করবে ইহুদীদের | এসব ঘটনার পর থেকেই আস্তে আস্তে ইহুদী পরিবারগুলি পাড়ি জমাবেন সুদূরের দেশে ইউরোপের আনাচে কানাচে , নিজেদের ধর্মবিশ্বাসটুকু সঙ্গী করে | তবে সবাই যে চলে গেলেন তা কিন্তু নয় ! সিরিয়া মিশর ইরানের ইয়েমেনের প্রান্তরে প্রান্তরে নগরে বন্দরে নানা পেশা নিয়ে থেকে গেলেন ইহুদীরা | 
     
    সপ্তম শতাব্দীর সময়টা এর মাঝেই এসে গেলো | তখন পুরো পশ্চিম এশিয়া জুড়ে চলছে ঠান্ডা যুদ্ধের ঘনঘটা | এশিয়াতে রোমের উত্তরাধিকারী বাইজান্টাইন সাম্রাজ্য আর ইরানের সাসানীদ সাম্রাজ্যের মধ্যে জেরুসালেম কার হাতে থাকবে তাই নিয়ে তখন মরণপণ লড়াই চলছে | দীর্ঘ কয়েক দশকের যুদ্ধে আর ট্যাক্সের দাপটে মানুষের প্রাণ ওষ্ঠাগত | এর মধ্যেই খবর এলো যে হেজাজের মধ্যে মক্কাতে নতুন একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আব্রাহাম মোজেসের ধর্মের শেষ পয়গম্বর বলে প্রচার করছেন | আরবদের মধ্যে আবার নবী তাও শেষ নবী !!! এ আবার হতে পারে নাকি !!! "ওরা তো ইসমাইলের বংশধর , দাসীপুত্র সব " এই ভেবে পশ্চিম এশিয়ার ইহুদীরা উড়িয়েই দিলেন এই নতুন নবীকে | আড়ালে মুচকি হাসি হাসলো ইতিহাস | 
     
    ৬৩৭ সালে আবার ঘুরে গেলো ইতিহাসের চাকা | আরবের পয়গম্বরের এই নতুন ধর্ম ততোদিনে সেসময়ের পৃথিবীর সবচেয়ে বড় দুটো সাম্রাজ্যে ছড়িয়ে পড়েছে দাবানলের মত , প্রসারিত হয়েছে স্পেন থেকে ভারত পর্যন্ত | বাইজান্টাইন সাম্রাজ্যের হাত থেকে জেরুসালেম এসেছে ইসলামের খলিফাদের হাতে | রোমানদের জেরুসালেমের দ্বিতীয় মন্দির ধ্বংসের পর থেকেই ওখানে ইহুদীদের প্রবেশ নিষেধ ছিলো | কিন্তু খলিফা ওমর ৬৩৭ সালে জেরুসালেমে বিজয়ের পরে আবার থাকবার সুযোগ করে দিলেন ইহুদীদের | তবে এটাই শেষ নয় | এর কয়েক শতাব্দী পরে ত্রুসেডের যুগে , জেরুসালেমে ত্রুসেডারদের হাতে একসঙ্গে কচুকাটা হবেন স্থানীয় মুসলিম ইহুদী আর অর্থোডক্স খ্রীষ্টানেরা , ধর্মের জন্যে রেহাই পাবেননা কেউই ! সালাদিন আবার জেরুসালেম জয় করলে পবিত্র ভূমিতে আবার সুদিন ফিরবে ইহুদীদের | জনশ্রুতি যে সালাদিনের ব্যক্তিগত চিকিৎসক হবেন এক ইহুদী দার্শনিক ময়মনাইডস ( আসল নাম মোজেস বেন ময়মন ) স্পেনে , কর্ডোভাতে , ইরান বাগদাদ সর্বত্র মুসলিম সুলতান বাদশাদের প্রাসাদে গুরুত্বপূর্ণ উঁচু উঁচু পদ পাবেন ইহুদীরা | পশ্চিম এশিয়ার ইহুদীদের নতুন একটি নাম হবে "মিজরাহী" অর্থাৎ আরবভাষী ইহুদী | ইরাকের বাগদাদে আব্বাসাইড বংশের শাসনের সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ইহুদীদের | এই বাগদাদী ইহুদী একটি পরিবার নাহুম পরে কলকাতার রসনাতৃপ্তির ইতিহাসে অমর হয়ে থাকবেন | স্পেনে মুসলিম শাসনের অবসানের পরে ইস্তানবুলের অটোমান খলিফাদের দরবারে আশ্রয় পাবেন ইহুদী গুণিজনেরা | ইউরোপের ইতিহাস যখন পোগ্রম ঘেটো  বা হলোকাস্টের জন্য কুখ্যাত , প্রাচ্যের ইহুদীরা তখন অটোমান সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ পদে |
                                                                 
    ইসরাইল ও প্রাচ্যের ইহুদীরা 
     
    ইতিহাসের চাকা আবার ঘুরবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে | প্যালেস্টাইনে পবিত্র ভূমিতে উত্থান হবে ইহুদী রাষ্ট্র ইসরাইলের | ইসরাইলের সৃষ্টির পিছনে যারা থাকবেন তারা ইহুদী হলেও সবাই পশ্চিমের মানুষ , আশেখেনাজী | প্রাচ্যের ইহুদীরা শুরু থেকেই এই প্রোজেক্টে ব্রাত্য | হারজেল , ওয়াইজমান , জাবোটিনস্কি , বেন গুরিয়ন যারাই এই ইসরাইল প্রোজেক্টের বড়বড় তাত্ত্বিক কুশীলব কেউই তারা প্রাচ্যের ইহুদীদের সম্বন্ধে ভালো কিছু লেখেননি | তেহরান শিরাজ বাগদাদ কায়রো দামসকাসের ইহুদীদের সঙ্গে জায়নবাদের কোনো সম্পর্কই নেই , লন্ডন বার্লিন আর নিউ ইয়র্কের ইহুদীরা শুরু থেকেই নিয়ন্ত্রণ করবেন ইসরাইলের ভাগ্য | আজও তার ব্যতিক্রম নেই , ইসরাইলে আজো কোনো "মিজরাহী" প্রধানমন্ত্রী নেই যদিও সংখ্যাতে মিজরাহী ইহুদীরা প্রায় ৪৫ থেকে ৫৫ ভাগ ইসরাইলে তার উপরে আবার মোসাদ , শিনবেত , আইডিএফ  বা হাই টেক শিল্পের বড়বড় পদগুলো এখনো পুরোপুরি কুক্ষিগত আশেখেনাজীদের | একটা একটা করে যুদ্ধ জিতবে ইসরাইল , আর প্রাচ্যের ইহুদীদের প্রায় কুড়ি শতকের ইতিহাস একটু একটু করে তলিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে | মোসাদ নেতানিয়াহু আর হাই টেক একটু একটু করে গিলে খাবে ময়মনাইডস , বাগদাদী আর ইস্পাহানের ইহুদি ইতিহাস | তাই তো ইরানে ইসরাইলি বিমান হামলা করলে ইরানের ইহুদী এমপি হোমায়ুন সামেহ সবচেয়ে বেশি নিন্দাতে সোচ্চার হবেন | প্রাচ্যের ইহুদীদের উপরে কখনোই কোনো হলোকস্ট হয়নি , তারা ইসরাইল চাননি কোনোভাবেই কিন্তু ইসরাইলের ইতিহাসই আস্তে আস্তে গিলে খাচ্ছে তাদের দু হাজার বছরের পুরোনো ইতিহাস |
     
    রেফারেন্স 
     
    ১ | হিরেন সিংহরায় , "ইহুদি রসিকতা" 
    ২| হিরেন সিংহরায় , "পবিত্র ভূমি " 
    ৩ | Ella Shohat: "Sephardim in Israel: Zionism from the Standpoint of its Jewish Victims,” Social Text, No.19/20 (1988), p. 32
    ৪ | trita parsi, "Treacherous alliance _ the secret dealings of Israel, Iran"

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হীরেন সিংহরায় | ০৪ জুলাই ২০২৫ ১৬:১৯732281
  • দেবাঞ্জন 
     
    অশেষ ধন্যবাদ আমার বই দুটিকে কৌলীন্য দেওয়ার জন্য !  আপনাকে ধন্যবাদ জানাই মিজরাহি প্রসঙ্গ আনা জন্য ( এককালে বাঙ্ক মিজরাহির সঙ্গে বাণিজ্য করেছি !) । মিজরাহি হিব্রু শব্দ , তার অর্থ পুবের , ওরিয়েন্টাল ।  জেরুসালেম থেকে ইহুদিরা তিন দিকে গেলেন , পশ্চিম মুখো হয়ে ভূমধ্যসাগরের কূল ধরে যারা আইবেরিয়ান পেনিনসুলায় যারা প্রায় দেড় হাজার বছর আড্ডা গাড়লেন তাঁরা সেফারদিক ( আক্ষরিক অর্থে স্পেন) , ইউরোপে যারা গেলেন তাঁরা আশকেনাজি - আমরা এই দুইয়ের কথাই বেশি জানি কিন্তু পূর্ব দিকে যারা গেলেন তাঁদের কথা বিশেষ হয় না , এঁরা ভারতে গেছেন ( কোচিনে প্রাচীন সিনাগগ আছে, মালয়ালি -হিব্রু নামক একটি ডায়ালেকট আছে, ভাসকো ডা গামা কোচিনে সিনাগগ দেখে বিস্মিত হয়েছিলেন) , চিনে গেছেন -সাংহাই বিশেষ করে কোথাও ইহুদি বিদ্বেষের সম্মুখীন হন নি , হলোকষ্ট তাঁরা বইতে পড়েন আজকের।  ইজরায়েলে তাঁরা শাসন ক্ষমতার অংশ নন।
  • Debanjan Banerjee | ০৪ জুলাই ২০২৫ ১৬:২৭732282
  • অনেক ধন্যবাদ হিরেনদা l প্রাচ্য ইহুদী সম্বন্ধে অনেক কিছু নতুন শিখলাম l 
  • Debanjan Banerjee | ০৪ জুলাই ২০২৫ ১৭:০৬732284
  • হিরেনদা লিখতে গিয়ে আরো একটা ব্যাপার মনে পড়ে গেলো l গত বছর দেখেছিলাম এখবরটা অন্তর্জালে l মধ্য কোলকাতার polok street area সম্ভবতঃ (লেবেডফ সরণির খুবই কাছে )একটি সিনাগগে মেইন্টেনেন্সের কেয়ারটেকিং আর সাফসুতরো করবার পুরো কাজটাই করেন স্থানীয় মুসলিমেরা l কোলকাতায় ইহুদী সংখ্যা এখন হাতে গোনা , যে কয়েকজন পড়ে আছেন তারাও খুবই বয়স্ক তাই স্থানীয় মুসলিমরাই একাজটা করে থাকেন l এছাড়া কোলকাতাতে এক গবেষকের মুখে শুনেছি যে আগে নাকি নাহুমের চিকেনের পদগুলোও মুসলমান শেফরাই বানাতেন l হালাল আর কোশের নাকি খুবই কাছাকাছি l বর্তমানের ভূ রাজনীতির যুগে এসব ভাবাই যায়না ! 
  • হীরেন সিংহরায় | ০৪ জুলাই ২০২৫ ২৩:৫৮732291
  • দেবাঞ্জন
     
    চিনে বাজারের মাগেন ডেভিড  ( স্টার অফ ডেভিড ) সিনাগগের ​​​​​​​কেয়ারটেকার  বংশানুক্রমে একটি মুসলিম পরিবার । দু বছর আগে গিয়েছিলাম ।  রক্ষণাবেক্ষণ করেন ভালো। হালাল ও কোশার পদ্ধতিগত  সাদৃশ্য আছে - কিন্তু সমার্থক নয় । মেরুদণ্ড বিহীন মাছ ( চিংড়ি যেমন) কোশার পরিপন্থী , হালালে সম্মত । কোশার নিয়মে  দুগ্ধজাত খাদ্য এবং আমিষের একত্র আহার নিষিদ্ধ , হালালে নয় । জেরুসালেমের চার্চ অফ দি হোলি সেপালকারের তত্ত্বাবধায়ন করেন এক মুসলিম পরিবার , কয়েকশো বছর যাবত,  অটোমানদের আমল থেকে পবিত্র ভূমি বইয়ে  তার  কথা লিখেছি । মনে রাখা ভালো এই  চার্চটি ক্রিস্টিয়ানিটিতে সবচেয়ে পুন্যস্থল-এখানে যিশু ক্রুশবিদ্ধ হন। জেরিকোর গাছের গল্পটিও তাই। 
     
     
  • ar | .***.*** | ০৬ জুলাই ২০২৫ ০৬:২৪732314
  • "এই বাগদাদী ইহুদী একটি পরিবার নাহুম পরে কলকাতার রসনাতৃপ্তির ইতিহাসে অমর হয়ে থাকবেন | "
    আরেক বাগদাদী ইহুদী পরিবারের সন্তান মেজর জেনেরাল জেকব (ইয়াকুব; Lieutenant General Jack Farj Rafael Jacob PVSM) এর নাম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অমর হয়ে থাকবে!!!
  • Debanjan Banerjee | ১৫ জুলাই ২০২৫ ১৩:১৬732426
  • @ar, অনেক অনেক ধন্যবাদ | হ্যাঁ লেখার সময় ওনার নাম উল্লেখ করা উচিত ছিল | এছাড়াও আরো একজন বিখ্যাত কলকাতার বাগদাদী ইহুদী ছিলেন গুলু ইজেকিয়েল , একসময়ে ফুটবল কমেন্টেটর হিসেবে খুব পরিচিত ছিলেন | গত এপ্রিল মাসে উত্তর কোলকাতার একটি ইফতার পার্টিতে ওনার এক আত্মীয়ের সঙ্গে আলাপ হলো | উনিই জানালেন ওনার ব্যাপারে | 
  • Debanjan Banerjee | ১৫ জুলাই ২০২৫ ১৩:২১732427
  • @হিরেনদা , অনেক ধন্যবাদ |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন