এক ছিল শান্ত , নিরিবিলি পাড়া। সেই পাড়াতে একটা বাড়িতে থাকতাে একটি পরিবার। পরিবারে ছিল দাদু , দিদা, বাবা, মা আর দুই বিচ্ছু ছেলে মেয়ে – টগর আর রবি। বিছুদুটোর খেলার সাথী ছিল একটা কুকুর টম আর একটা বেড়াল মিনি। ওরা সারাদিন টম আর মিনির সাথে খেলে বেড়াত।
একদিন ওরা ঠিক করল টম আর মিনিকে ঘােরাতে নিয়ে যাবে। বড়রা বারবার ওদের মানা করল। দাদু বলল, “তােরা ওদের সামলাতে পারবি না।” মা বলল , “রাস্তার কুকুরেরা ওদের তাড়া করবে।” কিন্তু ওরা শুনলে তাে! সেই ওর বেড়ােলােই। সেদিন খুব গরম পড়েছিল। ওরা পার্কে খেলছিল। পার্কের পাশ দিয়ে এক কুলফিওয়ালা যাচ্ছিল। টগর রবিকে বলল , “এই ভাই, কুলফি খাবি?” রবি তক্ষুনি বলল, “হ্যাঁরে, দিদি।” টগর হাঁক পাড়লাে, “ও কুলফি কাকু।” কুলফিওয়ালা থামল। ওরা কুলফিওয়ালার কাছ থেকে কুলফি কিনতে ব্যস্ত হয়ে পড়ল। এরই মধ্যে একপাল কুকুর সেখানে এসে হাজির। তারা টম আর মিনিকে দেখে ওদের করল তাড়া। টগর আর রবি ভৌ ভৌ শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখে যে টম আর মিনি ছুট লাগিয়েছে। ওরা চিৎকার করে উঠল, “এই এই থাম থাম!” কিন্তু টম আর মিনি কি থামে ? তারা এমন দৌড় লাগালাে যে নিমেষে উধাও। রবি কাঁদতে কাঁদতে বলল, “এ দিদি, এবার কি করি ?” টগরও কাঁদো কাঁদো গলায় বলল, “ভয় পাস না ভাই। চল, আমরা ভালাে করে এধার ওধার খুঁজি।” রবি বলল , “সেই ভাল। আর না পেলে বাড়িতে যে মার আছে দিদি।” ওরা অনেক খুঁজল, অনেক খুঁজল। কিন্তু কোথাও পেল না। শেষে বাড়ি ফিরে চলল। এক তাে ওদের দুজন বন্ধুকে হারালাে , তারপর বাড়িতে বকুনি খাওয়ার ভয়! দুই ভাই বােন ভয়ে দুঃখে কাঁদতে কাঁদতে চলল।
হঠাৎ একটা ভাঙা পাঁচিলের পাশে একটা চেনা মিউ মিউ শব্দ ওদের কানে এল। দুই ভাই-বােন বড় বড় চোখ করে এদিক ওদিক দেখতে লাগল। শেষে পাঁচিলের ওপরে গিয়ে দেখল , আরে এ তাে টম আর মিনি! কিন্তু সঙ্গে এরা কারা? চারটে ছােট ছােট ম্যাঁও ছানা তাে! ওদের তাে খুবই আনন্দ।
টম, মিনি আর বেড়াল ছানাদের নিয়ে ওরা চলল বাড়ি ডগমগিয়ে।
(বানান অপরিবর্তিত)