এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০৫:০১500003
  • হ্যাঁ, প্রেসেশন অব ইকুইনক্সেস বলে একটা ব্যাপার আছে, যেটা থেকে দীর্ঘকালীন ব্যাপার হিসেব করা যায়। ওই গতির জন্যই তো ধ্রুবতারা পাল্টে পাল্টে যায়।
  • lcm | ২২ অক্টোবর ২০২১ ০৫:০৯500004
  • হ্যাঁ, এই সব।

    মানে, বেদে যদি আকাশে তারার অবস্থান গাঁতিয়ে লেখা থাকে, নম্বর টম্বর দিয়ে, তাহলে তো তাই দিয়ে এসব বের কেরা সম্ভব। কিন্তু আমি তো জানতাম বেদ দর্শন - বৈদিক দর্শন - বেদান্ত -- কি সব আছে না? তাহলে বেদ কি অ্যাস্ট্রোনমিকাল ডকুমেন্ট? ভুল জানতাম? অবশ্য কত কিই তো ভুল জানি।
  • Amit | 121.2.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০৫:২২500005
  • সেই ঘামের ফোঁটায় কুমীর দেখা আর কি। 
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০৬:০৬500006
  • এলসিএম, নানাকিছুর সমন্বয় হতে পারে না? ধরুন, কাব্য,দর্শন,জ্যোতির্বিদ্যা, মারণ, উচাটন, জাদু, অ্যালকেমি ---এইসব নানা জিনিস?
    এই দেখুন না, নিউটন এত সব সূত্র টুত্র দিয়ে যাকে বলে রেভো ঘটালেন, আধুনিক পদার্থবিদ্যার সূচনাই হল বলা যায় তাঁর হাত ধরে। তিনিও সিরিয়াসলি অ্যালকেমি চর্চা করতেন, রীতিমতন এক্সপেরিমেন্ট করতেন, ফলাফল লিখে লিখে রাখতেন। তারপরে ধরুন উইলিয়াম ক্রুকস, ডিসচার্জ টিউব দিয়ে নানা পরীক্ষা করে যাকে বলে কোয়ান্টাম বিপ্লবের পথ করে দিলেন। তিনি সিরিয়াসলি ভূত, পরলোক, আত্মা ইত্যাদি নিয়ে চর্চা করতেন।
  • lcm | ২২ অক্টোবর ২০২১ ০৬:০৭500007
  • উইকিপিডিয়া পড়ে বুঝলাম, বিদ্যানিধিবাবু (১৮৫৯-১৯৫৬) - সে যুগে লেখাপড়া জানা পন্ডিত লোক ছিলেন। কিন্তু আকাশের তারার হিসেব দিয়ে কি করে বেদ রচনার সময়কাল বের করেছিলেন সেটা জানি না।

    এনারও আগে জার্মান পন্ডিত ম্যাক্সমূলার (১৮২৩-১৯০০) কিসব হিসেব-টিসেব কষে বলেন যে বেদ লেখা হয়েছিল ১৫০০ থেকে ৫০০ খৃষ্ট পূর্বাব্দের মধ্যে। ওনার যুক্তি ছিল, ৪০০০ খৃঃপূঃ এর আগে যেসব মানুষ ছিলেন, ওসব দর্শন টর্শন তাদের কম্মো নয়। ওনার আবার বেসলাইন ছিল বাইবেলে সেই কি এক মহাবন্যার কথা লেখা আছে সেটি, পৃথিবীতে যাই হয়ে থাকুক ঐ বন্যার পরে হয়েছে। তো তিনি আন্দাজে বেদের জন্মদিন ১২০০ খৃঃ পূঃ লাগিয়ে ছেড়ে দিলেন।

    এরপরে আধুনিক পন্ডিতেরা নানারকম টাইমলাইন দিতে থাকল। তারপর, তোমার-কথাও-থাক-আমার-কথাও-থাক নীতিতে সেটল হল যে বেদ লেখা হয়েছিল আনুমানিক ১৫০০ থেকে ৮০০ খৃঃপূঃ এর মধ্যে।

    এদিকে ভারতের অনেকে তাতে খুশি নয় - বেদকে কিরকম ইয়াং দেখাচ্ছে, কচি কচি ভাব, বুড়োবেদ না হলে মানায়! কয়েকজন ডোজ বাড়িয়ে ১০ হাজার বছর করে দিল - মনে মনে আশা যদি দরাদরি করে ৫-এ নামে। তাই শুনে কেউ কেউ - ইয়ে মানে ১০ হাজার বছর - সে তো প্রায় লেট আইস যুগ।

    এর মধ্যে ঐতিহাসিকরা - রমেশ মজুমদার, রোমিলা থাপার, রাম গুহ - ট্যুইটার অ্যাকাউন্ট নেই বলে এনাদের কথা কেউ শুনতেই চাইছে না, ওনারা কিছু বলতে গেলেই জনগণ বলছে - যা বলার নিজের ফিডে বলুন।

    তো এই চলছে। ওদিকে আমাদের রেসিডেন্ট বেদগুরু ডিডিদা কিছু বলছেন না। ওটিটি, নেটফ্লিক্স, আমপ্রাইম এসব সামলে বলার মতন সময়ই বা পাবেন কোথা থেকে।
  • &/ | 151.14.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০৬:৫৮500008
  • কিন্তু কিন্তু ইয়ে মানে, সবই এত পরে হয়েছে বললেন ম্যাক্সমুলার? তাহলে মেসোপটেমিয়া, মিশর ---এইসব আরো নানা সুপ্রাচীন সব ব্যাপার--এইসবগুলোর কোনো কোনোটা তো পাঁচ ছয় হাজার বছর আগের --- আরো আগেরও হতে পারে--
  • খ্যাখ্যা | 2405:8100:8000:5ca1::1a7:***:*** | ২২ অক্টোবর ২০২১ ০৭:২৮500009
  • রোমিলা থাপার মানে কুঞ্জবিহারী থাপারের গুষ্টি? তাকেও আজকাল ঐতিহাসিক বানানো হচ্ছে? ব্রেশ ব্রেশ।
  • lcm | ২২ অক্টোবর ২০২১ ০৭:৪৪500011
  • সেকি! বানাবো কেন। সব লেখা আছে তো। আর, কুঞ্জবিহারী কে? 

    Romila Thapar is an Indian historian. Her principal area of study is ancient India, a field in which she is pre-eminent. Thapar is a Professor of Ancient History, Emerita, at the Jawaharlal Nehru University in New Delhi.

    Thapar obtained a doctorate in History from the University of London in 1958.

    - PhD University of London, 1958
    - Honorary Doctorate University of Chicago
    - Honorary Doctorate University of Oxford
    - Honorary Doctorate Institut National des Langues et Civilisations Orientales, Paris
    - Honorary Doctorate University of Edinburgh
    - Honorary Doctorate Brown University
    - Honorary Doctorate the University of Calcutta
    - Honorary Doctorate University of Hyderabad
    - Honorary Doctorate University of Pretoria

    Inaugural holder, Kluge Chair in Countries and Cultures of the South, US Library of Congress

    Foreign Honorary Member of the American Academy of Arts and Sciences, winner John W Kluge Prize for the Study of Humanity, 2008.
     
  • পড়তে হয় | 93.95.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০৭:৫২500012
  • কুঞ্জবিহারী কে, ব্রিটিশ কে, নেহরু কে, তাদের কার কি সম্পর্ক এসবও লেখা আছে। গুগল জানলে পেয়ে যাবেন। উইকিতে কেন নেই তাও বুঝবেন।
  • lcm | ২২ অক্টোবর ২০২১ ০৮:০১500014
  • ওহ... কুঞ্জবিহারীও বেদ এর বয়েস মেপেছিলেন, তা উনি কত বছর মেপেছিলেন?

    এসব ঝামেলায় যেতে হত না যদি জোৎস্নার সঙ্গে কথা বলা যেত, বাবার বয়েস উনি নিশ্চয়ই ঠিকঠাক বলতে পারতেন।
  • | ২২ অক্টোবর ২০২১ ০৮:০৫500015
  • হাহা হা হা হা হা জ্যোতিষী দিয়ে ইতিহাস হচ্ছে। হাহাহা হাহা 
     
    দেখুন ভক্তি আত্মশক্তি নারকেলের তক্তি এই সবই খুব ভাল জিনিষ। তবে ওই দিয়ে ইতিহাসচর্চা হয় না। 
  • kk | 68.184.***.*** | ২২ অক্টোবর ২০২১ ০৮:০৭500016
  • ল্যাদোষদা (৮ -০১ ) :-))))
  • lcm | ২২ অক্টোবর ২০২১ ০৮:৫৩500024
  • মা কালী বলছি, আমি কুঞ্জবিহারী জানতাম না। এখন বুঝলাম ওটা কেচ্ছার গপ্পো। কিন্তু ওটা পড়লে কি হবে - ওতে কি বলা আছে যে রোমিলা থাপার হিস্টোরিয়ান নন, ওনার ইউসিএল থেকে পিএইচডি জালি, আসলে উনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছেন, ঐ হনারারি পিএইচডি গুলো সব ইস্ট জর্জিয়ার - এই সব জানব - কি জানব বুঝতে পারছি না।
  • এলেবেলে | ২২ অক্টোবর ২০২১ ০৯:০১500025
  • এককের মন্তব্যের সঙ্গে পুরোপুরি সহমত। উনি তবু টিয়াপাখি বলেছেন, আমি ওটাকে ব্যঙ্গ করে চটুই বলি (মানে যাকে আপনারা চড়ুই বলেন আর কি)। সেটাকে টেনেহিঁচড়ে ডায়নোসর করার কী প্রাণান্তকর প্রচেষ্টা। রইল বাকি বিদ্যানিধি। তো তিনি তাঁর বইয়ের দ্বিতীয় পাতাতেই লিখছেন 'আমাদের আর্য পিতামহগণ...'। সেই ছাগলকে দিয়ে যব ভাঙানো চলছে তো চলছেই। এটি প্রকাশিত হয়েছিল ১৩৫৮ বঙ্গাব্দে। তার ৭০ বছর পরেও নাকি গবেষণা ও ইতিহাস একই জায়গায় স্থির হয়ে আছে! হবে হয়তো।
  • nb | 2605:6400:30:f54d:e11d:74da:15b3:***:*** | ২২ অক্টোবর ২০২১ ০৯:০৬500026
  • না না রোমিলা থাপারের ডিগ্রি জাল না তো। মমতার কলকাতা ইউনিভার্সিটির ডি লিটও জাল না। তবে প্রতিষ্ঠা কার্যকারণ ইত্যাদি প্রভৃতি এসব কিলিয়ার হবেক।
  • lcm | ২২ অক্টোবর ২০২১ ০৯:১৮500027
  • আচ্ছা ঠিক আছে, তাহলে কোন হিস্টোরিয়ান ঠিক আছে - রাম গুহ?
  • Tim | 2603:6010:a920:3c00:2122:fe73:40cf:***:*** | ২২ অক্টোবর ২০২১ ০৯:২০500028
  • এলসিএম দা :-)))
    তোমাদের দুগ্গাপুজোয় জ্যোৎস্নাকে আনতে পারো। একেবারে এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। 
  • কমেন্ট্রি | 2a03:e600:100::***:*** | ২২ অক্টোবর ২০২১ ০৯:২৩500029
  • হাইকোর্ট প্রান্ত থেকে দৌড় শুরু করেছেন বঙ্কিম। পাশে পাশে চলেছেন বীরেন্দ্রকৃষ্ণ। দুজনের গর্জনে কলকাতার আকাশ মুখরিত হয়ে উঠছে- লড়কে লেঙ্গে পাকিস্তান। দৌড়তে দৌড়তে এইমাত্র তারা পৌঁছে গেলেন শহিদ মিনারের তলায়। কী হয় কী হয় ভাব। দুজনে তরোয়াল বের করে এদিক ওদিক দেখছেন। কোথায় বসাবেন কাকে কোপাবেন। বলতে বলতে- আশ্চর্য- তরোয়াল চালিয়ে দিলেন সোজা দেশ বরাবর- ঘচাং ফুঃ। দেশ দুটুকরো হয়ে গেল। পুষ্পেনদা, আমার ঠ্যাংটা পাকিস্তানে পড়ল কিনা একটু দেখুন তো।
  • দীপ | 42.***.*** | ২২ অক্টোবর ২০২১ ১১:৪০500035
  • প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক যেভাবে টিয়াপাখি নিয়ে বসা জ্যোতিষীতে পরিণত হয়েছেন, তা দেখে পোঁবৃন্দের অসামান্য মেধা ও প্রতিভার আভাস পাচ্ছি! 
     
    আর পোঁদের জানিয়ে রাখি এখানে ভক্তি, তক্তি, শক্তি নয়- ইতিহাস নিয়ে আলোচনা হচ্ছে!
  • | 2406:7400:63:6841::***:*** | ২২ অক্টোবর ২০২১ ১১:৪৮500036
  • পোঙটা পন্ডিত এলেবেলে কোথায় ? অনেকক্ষন  কোনো কমেন্ট নেই | 
    আজকে কি কাজ করছে নাকি ? 
  • Amit | 120.22.***.*** | ২২ অক্টোবর ২০২১ ১২:৪৬500039
  • আলোচনা নাকি ইতিহাসের হচ্ছে আর তার রেফারেন্স আসছে ভক্ত জ্যোতিষিদের , হিস্টোরিয়ান দের নয়। ভালো। সবার ভয়েস ই থাকুক। 
  • দীপ | 42.***.*** | ২২ অক্টোবর ২০২১ ১২:৫৫500040
  • গবেট জানেনা দুর্গাপূজার উৎস ও বিবর্তনের বিষয়ে বিদ্যানিধি মহাশয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম!  সমস্ত প্রামাণ্য গ্রন্থ তাঁর নাম ও তথ্যসূত্র অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্বীকার করে!
    আর পাঁঠা অধ্যাপককে জ্যোতিষী বলে চালাতে চাইছে! 
     
  • Amit | 14.202.***.*** | ২২ অক্টোবর ২০২১ ১৩:০২500041
  • নিজে গাধা হলে অন্যদের পাঁঠা মনে হয় বটে 
  • বাহবা | 2a0f:df00:0:255::***:*** | ২২ অক্টোবর ২০২১ ১৬:৩২500051
  • জ্যোতির্বিজ্ঞানী=জ্যোতিষী এটা কি গুরুর লতুন ভোক্যাব?
    পুরোটাই রন্টিতে ভরে গেল দাদা রে।
  • সিএস | 103.99.***.*** | ২২ অক্টোবর ২০২১ ১৭:১৮500052
  • না, দ্যাখেন, বিদ্যানিধি মশাই, রামেন্দ্রসুন্দরও মনে হয়, রাজশেখর বসুর দাদা গিরীন্দ্রশেখর, আরো কেউ নিশ্চয়, এঁরা সব ঐ হিন্দু ধর্মের প্রাচীন কাল, বেদ - পুরাণ লেখার সময়, রাজবংশের পরিচয়, রাজাদের জীবিতকাল ইত্যাদি নিয়ে প্রচুর লেখাপত্তর করেছেন। গিরীন্দ্রশেখরের যে পুরাণ প্রবেশ বইটি, সে মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মত বই, বোঁ বোঁ করে সে বই বুঝতে, পুরাণের আর প্রাচীন সব লোকজনের কাল নির্ণয় করা হয়েছে, সেসবের জন্য, সময়ের হিসেবের জন্য পরিভাষা ব্যবহার করা হয়েছে, প্রবল জটিল বিষয় আর হিসেব, তাল রাখা যায় না। তখনকার যা জ্ঞান সেসব ব্যবহার করে বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু কেন যে এত আগ্রহ সেটাই হয়ত বিশ্লেষণের বিষয়। একটা খুব সহজ মত হবে, সবাই তো হিন্দুত্ব জাহির করছে বা আর্যত্ব, হ্যাঁ আর্যত্বর সাথে বাঙালীকে যুক্ত করার একটা উৎসাহ আছে, তার সাথে এটা  হয়ত যে ইসলাম বা খ্রীস্টান ধর্মের মোটামুটি সবই জানা, হাজার দুয়েক বছরের মধ্যেই ঘটছে, লেখাপত্তরও রাখা হয়েছে কিন্তু হিন্দু ধর্মের প্রাচীন যুগটা ধোঁয়াশায় ঢাকা, তদুপরি এই সব মানুষজনের ইংরেজী শিক্ষা আর বৈজ্ঞানিক চিন্তাভাবনা নিয়ে যাচ্ছে ঐসব বিশ্লেষণের দিকে। উনিশ শতক আর বিশ শতকের একটা পর্যায় অবধি কাঁড়ি কাঁড়ি এইসব লেখার যুগ, তদুপরি মেমোয়ার লেখার যুগ, ভাবা আর লেখার অজস্র বিষয়, মূলতঃ ইংরেজদের সাথে সংঘাতে এসেই, তো তার ফল মনে হয় এগুলো। মোটামুটি বেশীরভাগই হয়ত আর ভ্যালিড নয়, যদিও রিপ্রিন্ট হয় এসব লেখাপত্তর কিন্তু এখনও এগুলো কতখানি ঠিক বা  ভুল সে বুঝতে গেলেও প্রচুর পড়াশোনা করতে হবে !
     
     
  • kk | 68.184.***.*** | ২২ অক্টোবর ২০২১ ২০:০৮500056
  • আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা অবশ্য দুর্গাপুজো, বেদ, জ্যোতিষ বা টিয়াপাখি কোনটা নিয়েই নয়। কিন্তু এখানে ছাড়া অন্য কোথায় লিখবো তা বুঝতে পারছিনা। আপনাদের আলোচনা তো চমৎকার চলছে। যুক্তি-তর্ক-্চাপান উতোর, কোনো কথা হবেনা! তার সাথে দেখছি মতে না মিললেই অন্যকে ছাগল, পাঁঠা, গাধা, ম্যাষ্টর, গবেট, ল্যাজ তুলে বসুন ইত্যাদি বলা। তো প্রশ্নটা হলো যে এইরকম কি আপনারা রিয়াল ওয়র্ল্ড, সামনাসামনি আলোচনাতেও বলে থাকেন? এটা ভালো না খারাপ সেই সব বলার আমার স্পর্ধা নেই! প্রশ্নটা জাস্ট অজ্ঞজনের কৌতুহল আর কী। আবার একটা নতুন শব্দ শিখলাম 'রন্টি'। রন্টি মানে কী? কতকিছুই যে জানিনা!
  • q | 2a0b:f4c2::***:*** | ২২ অক্টোবর ২০২১ ২১:৩২500059
  • কত কি জানার কত কি শেখার। একজন জানালেন নিজে গাধা হলে অন্যদের পাঁঠা মনে হয়। এ তো এক রিভিলিশন। নিজে গাধা হলে কি মনে হয় এসব কি জানতুম?
  • bodhisattvagc dasgupta | ২২ অক্টোবর ২০২১ ২২:০৮500060
  • উফফ বাবা পুরো নাচে গানে ফাইটিং এ ভরপুর বাংলার ঊনবিংশ শতক থেকে দেখা আদি গ্নোরি নিয়ে চিৎপুর চাঁদমামা স্পেশাল। 
     
    সাহিত্য আর ইতিহাসের স্কুল  সিলেবাসে আর নতুন কিছু ঢোকায় ও না আর চর্বন শেষ ও হয় না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন