










b | 14.139.***.*** | ০১ আগস্ট ২০২০ ১৬:০৩95805
aranya | 2601:84:4600:9ea0:55f1:8c00:b9d1:***:*** | ০২ আগস্ট ২০২০ ০৪:০৮95825
Amit | 203.***.*** | ০২ আগস্ট ২০২০ ০৪:৩৮95826
aranya | 2601:84:4600:9ea0:1d24:755a:657:***:*** | ০২ আগস্ট ২০২০ ০৫:০৪95827বাঃ! ভালো লাগল পড়ে।
আমার নিজের জীবনে যে সামান্য কয়েকজন সমকামী মানুষের সাথে পরিচয় হয়েছে, সকলেই পুরুষ এবং গুণী মানুষ, ভালো মানুষ।
‘গে লর্ড’-হোটেলের গল্প শোনার অপেক্ষায় থাকলাম।
dc | 65.49.***.*** | ০২ আগস্ট ২০২০ ১০:০৯95834
Nabanita | 2601:204:4300:4e0:4446:e7c5:66f7:***:*** | ০২ আগস্ট ২০২০ ১১:৪৮95838খুব ভাল লাগল। একদম ঠিক কথা LGBTQ দের sympathy, empathy এই সবের প্রয়োজন হওয়া মানেই সমাজে মানবাধিকার প্রতিষ্ঠঠিত নয় আমাদের কারো জনেই।
হা পোড়া দেশ! সমাকামিতার অধিকারে সোচ্চার হওয়ায় এই সেদিন জেহাদীরা ঘরে ঢুকে গলা কেটে গেল জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয়কে।
দিনে দিনে অনেক জমিতেছে দেনা…
স্বাতী রায়। | 117.194.***.*** | ০২ আগস্ট ২০২০ ১৩:০২95846
সুকি | 49.207.***.*** | ০২ আগস্ট ২০২০ ১৪:১২95851বি, অরণ্য, অমিতাভদা, একলহমা, ডিসি, নবনীতা, বিপ্লব, স্বাতী-দি - সবাইকে ধন্যবাদ।
dc, আপনার পোষ্ট গুলো কিন্তু আমি পড়ি, আপনি ফান্ডাধারী ব্যাক্তি। তবে তার থেকেও আমার আকর্ষণীয় লাগে জীবন-কে কি ভাবে দেখা বা কাটান আপনি সেই বিষয়ক মন্তব্যগুলো। তা সে পয়সা ইনকাম বা বাংলা ভাষা যাই হোক না কেন। জানি না আপনি এগুলো কতটা মজা করে লেখেন বা কতটা সিরিয়াসলি। সিরিয়াসলি হলে আরো এক্সট্রা ভালোলাগা রইল আপনার জন্য।
dc | 103.195.***.*** | ০২ আগস্ট ২০২০ ১৫:৪৫95853
অনিন্দিতা | 103.87.***.*** | ০২ আগস্ট ২০২০ ১৮:১৮95859মন খুলে মেলামেশা এ দেশে শুরু হয়েছে, যদিও তা এখনো খুবই সীমিত। তবে পরীক্ষাটা কঠিন হয়ে ওঠে যখন নিজের পরিবারের ভীষণ ঘনিষ্ঠজন এ ধরনের কোন ঘোষণা করে। এমন একজন মাকে খুব কাছ থেকে জানি। দেখেছি সে সময়ে মেনে নেওয়ার জন্য তাঁর নিজের সংগে নিজের লড়াই।