মন ভারাক্রান্ত হয়ে গেল, topic টাই এমন। লেখাটা খুব ভালো লাগলো।
মানুষই মানুষের শেষ আশ্রয়। করোনাক্রান্তিতে এই উপলব্ধি নিত্যদিনের।
লেখায় মন বিষন্ন হলো।
#
ধারাবাহিকটি আরও রয়েসয়ে লিখলে ভাল হয়। অনুরোধ রইল। বিশেষ করে আগের পর্বের রেশ এখনো কাটেনি। শুভ
দমু-দি, শিবাংশুদা, b, প্রতীক, ছোটাই-দি, বিপ্লব - সবাইকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
বিপ্লব, প্রতি শনিবার বেরোবে এমনটাই কথা আছে। পর্ব-১ টা আগের সপ্তাহে বেরিয়েছিল।
b, আসলে আমি ইচ্ছে করেই এক পর্বে লিখতে চেয়েছিলাম - অনুভব, পরীক্ষা, তত্ত্বকথা এবং বাস্তব এই গুলি পর্যায়ক্রমে ধরার ইচ্ছে ছিল। সফল হয় নি মনে হচ্ছে।
এবারের পাঠ - বিনা মন্তব্যে।
সুকি,
ও আচ্ছা, শনিবারের চিঠি। তাহলে তো ঠিকই আছে।
আরো লিখুন
Khub sundar lekha.khub bhalo laglo.
মৃত্যু হয়ত আর কিছু নয়, জীবনের শেষ মুহূর্তটি। একটা সরলরেখা যেমন একটা বিন্দুতে পৌঁছে শেষ হয়ে যায়। উপমাটা কিন্তু ঠিক হল না, কারন রেখাটা শেষ হয়ে গেলেও পড়ে থাকে সাদা কাগজ। যে রেখাটা এঁকেছে সে আরেকটা রেখা আঁকতে পারে। কিন্তু চেতনা যখন শেষ হয়ে যায়, কিছু থাকে না, কিছু থাকার অভাব বোধও থাকে না, এটাকে উপলব্ধি করা কি সম্ভব? মানুষের ব্রেন কি মৃত্যুকে বুঝতে পারবে? হয়তো মৃত্যুকে উপলব্ধি করতে পারলে আমরা বাঁচতেই পারবো না, তাই ব্রেন কে evolution এর সময় সেভাবেই প্রোগ্রাম করা হয়েছে। যেরকম এই মহাবিশ্বের বাইরে টাইম/স্পেস এর অস্তিত্ব নেই। বা যেরকম আট দশ টা dimension ভেবে ওঠা সম্ভব নয়। you cannot wrap your head around the concept।
উপরের কথাগুলোতে প্রচুর ভুল , পরস্পর বিরোধিতা নিশ্চয়ই আছে। খুব দিশেহারা অসহায়ের মত লাগছে। একবার ভাবছি মুছে ফেলব। কিন্তু, রেখে দিলাম। এটা thinking aloud, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন।
লেখাটা খুব, খুব ভালো হয়েছে।
পর্ণা, টিম, শঙ্খ, উজ্জ্বল - সবাই ধন্যবাদ।
উজ্জ্বল, ভুল ভ্রান্তি কেন বলছেন? এই সব ব্যাপারে চূড়ান্ত কথা বলে তো আর কিছু হয় না, আপনার নিজের ভাবনা লিখলেন, ভালো লাগলো।
সম্পর্ক আসলে একটা অর্জন, তাই বোধহয় চলে যেতে হবে এই ভাবনাটা টের পেলে সে সময় মানুষ নিজের প্রিয়জনদের কথা ভাবে, তাদের ভালো থাকার কথাই ভাবে...
লেখাটা ভালো লাগলো
Just অসাধারণ!
সুকি,
নিমো গ্রামের গল্প তুমি অনেক ভাল লেখ। এ লেখা তার ধারে কাছে আসে না।
হুতোবাবু, বি, ম, দু-দি, সে-দি, ঃIঃ - সবাইকে ধন্যবাদ
মাঝে মাঝে সিরিয়াস লেখক হিসাবে জাতে ওঠার জন্য প্রবন্ধ লিখতে চেষ্টা করি - এই আর কি :) কারো ভালো লাগলে বাড়তি ভালোলাগা।
দমু-দি বাদ চলে গেছে ধন্যবাদ লিষ্ট থেকে আগের মেসেজে এ, তাই যোগ করে দিলাম