
শুরু হচ্ছে মিঠুন ভৌমিকের নিয়মিত কলাম দোতলার এগজিট, বুলবুলভাজার পাতায়। নিয়মিত মানে কী সেই ব্যাখ্যায় আপাতত না যাওয়াই ভালো, কারন সাপ্তাহিক না পাক্ষিক সেই কূটকচালি এখনো পুরোপুরি শেষ হয়নি। এবং এই বিভাগে কী থাকবে সেই প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন, কারন কী থাকবে না, তাও আমরা স্পষ্ট করে জানি না।
তবে মিঠুন ভৌমিকের কলমের সঙ্গে যাঁরা পরিচিত, তাঁদের জন্যে এই কলামের কাছে প্রত্যাশাটুকু জানা।
লেখকের নিজের জবানীতে শুনে নেওয়া যাক বাকিটাঃ
"সে এক সময় ছিলো, যখন কানেক্ট করতে হত। বারবার কেটে যাওয়া যোগাযোগ ফিরে ফিরে ধরে, কথোপকথন। এখন ডিসকানেক্টের যুগ। জুড়ে যাওয়া যোগাযোগ কেটে কেটে কথোপকথন। মেশিনগানের গুলির মত ছিটকে আসছে শব্দমালা, গতানুগতিক। ক্লান্তিকর ঐক্যের মধ্যে বৈচিত্র আনার চেষ্টায় তাই শুরু হচ্ছে এই নতুন বিভাগ। রাজনীতি থেকে খেলা, বিজ্ঞান থেকে কবিতা, দাঁতের মাজন থেকে শিবের গাজন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে লোডশেডিং এই সব এবং আর যা কিছু ---সমস্তই এর আওতায়। দুঃসময়ের দোসর দোতলার এগজিট, দরকারমত যা পোল থেকে পলায়ন সবেতেই কাজে লেগে যাবে।"

ফ্যান | 188.148.***.*** | ২০ জুন ২০২০ ১৯:১২94485হোক হোক।