এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হেদুয়ার ধারে ( দ্বিতীয় খন্ড ) - ২৬

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ ডিসেম্বর ২০২৪ | ১৩১ বার পঠিত
  • ( ২৬ )

    দুপুরবেলায় সুমনা পটলের দোকানে এল সাগরের খোঁজে।
    পটল এক গাল হেসে বলল, ' হ্যাঁ বলুন দিদি ... সাগরদার সঙ্গে ঠিক ঠিক দেখা হয়েছিল তো ? '
    ---- ' হ্যাঁ হ্যাঁ ... কোন অসুবিধা হয়নি ... '
    ---- ' আবার কিছু দরকার আছে নাকি ? '
    ---- ' হ্যাঁ ... আর একবার একটু দেখা করার দরকার ছিল ... তোমাকে বারবার ডিস্টার্ব করছি, খারাপও লাগে ... তুমি ছাড়া আর কেই বা আছে আমাদের হেল্প করার ? '
    শুনে তো লজ্জায় মাটির সঙ্গে মিশে যাবার অবস্থা হল পটলের। এরকম কথা আজ পর্যন্ত কেউ বলেনি তাকে।
    সে তার স্বভাববিরুদ্ধ ভঙ্গীতে লাজুক ভঙ্গীতে হেসে বলল, ' এ আর কি এমন ... হেঁ হেঁ ... যতটুকু ক্ষমতা, করি ... দাদা আছে বলেই তো ... আমি ছোটখাট মানুষ, যেটুকু পারি করি ... কি আর করতে পারি ... '
    ---- ' তা বললে হবে না। তুমি না থাকলে সাগর স্যারের সঙ্গে যোগাযোগটা হত কি করে শুনি। এই যে খবরাখবর দেওয়া ঠিক ঠিক জায়গায়, ঠিক ঠিক সময়ে এটা একটা দায়িত্বপূর্ণ কাজ। সবাই কি পারে ? '

    পটল মাথা নীচু করে দাঁড়িয়ে রইল লাজুক ভঙ্গীতে। রুক্ষ শুষ্ক পটলের এহেন ভঙ্গী আজ পর্যন্ত কেউ দেখেছে কিনা জানা নেই। এই দিদিমনির মুখে তার এত সব গুণাবলীর কথা শুনে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মতো একজন অকিঞ্চিৎকর মলিন মানুষের যে উল্লেখ করার মতো কোন ঔজ্জ্বল্য থাকতে পারে তা তার চিন্তার অতীত ছিল। সুমনার স্নেহসজল প্রশংসাবাক্যে পটলের মনের রুখা মাটিতে স্নিগ্ধ বৃষ্টির ধারাপাত হতে লাগল। বনের জংলি চিতা যেন গৃহস্থের পোষা আদুরে বিড়ালে পরিণত হল।
    সে বলল, ' কি যে বলেন ... আমি আবার একটা মানুষ ! তবু কোন দরকার হলে বলবেন, সাধ্যমত চেষ্টা করব ... '
    সুমনা বলল, ' এই যে বললে, এটাই যথেষ্ট। এটাই বা ক'জন বলে ... তুমি তোমার দাদার উপযুক্ত শিষ্য। আচ্ছা আসছি এখন, বলে দিও তা'লে ... '
    ---- ' হ্যাঁ হ্যাঁ ... বলে দেব ... কোন চিন্তা করবেন না ... '
    সুমনা চলে গেল। পটল নির্নিমেষে তাকিয়ে রইল সে দিকে।

    শর্মিষ্ঠার সঙ্গে আবার দেখা হল সাগরের সুমনার বাড়িতে তার পরদিন সন্ধেবেলা।
    সাগর বলল, ' অবস্থার কিছু পরিবর্তন হয়েছে ? '
    শর্মিষ্ঠা বলল, ' হ্যাঁ দাদা ... হয়েছে মনে হচ্ছে। বাহ্যিক আচার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে ওর। কথাবার্তা পাল্টে গেছে। নরম সরম মনে হচ্ছে। তবে ... '
    ---- ' তবে কি ? '
    ---- ' ভেতরে কি প্যাঁচ কষছে জানি না। বাইরের সম্পর্কগুলোর কোন খবরও তো আমি জানি না ... '
    ---- ' বাইরের সম্পর্ক নিয়ে চিন্তা কোর না। কিছু হলে আমিই খবর দিয়ে দেব তোমাকে। ওটার স্টিয়ারিং আমার হাতে আছে। আর ভেতরে প্যাঁচ থাকলে এক সময়ে তুমি ঠিক জানতে পারবে। এ কথা ঘরের লোকের কাছে বেশিদিন ঢেকে রাখা যায় না। ঝাঁপি থেকে সাপের ফনা উঁকি মারবেই। কতদিন আর ঢাকা দিয়ে রাখা যায়। তখন এই ওঝাকে খবর দিও ... পটলের দোকান তো আছেই... '
    ---- ' আপনি খুব সুন্দর কথা বলেন তো স্যার। ওঝা ... কি সুন্দর বললেন। সত্যিই আপনি ওঝা '
    সুমনা বলল, ' পটলও কিন্তু এক অ্যাপ্রেনটিস ওঝা। সত্যিই উপযুক্ত সাকরেদ... '
    ---- ' হাঃ হাঃ ... দারুণ বলেছ ... অ্যাপ্রেনটিস ওঝা ... আর এই কথা বলার ব্যাপার বলছ না ... এটা আমার বউ শিখিয়েছে ... আমি এসব কিছু জানতাম না ... ' সাগর অকপটে বলল।
    ----' তাই নাকি স্যার ! ম্যাডামের সঙ্গে আলাপ করার ইচ্ছে রইল ... ' শর্মিষ্ঠা বলল।
    সুমনা বলল, ' আমার সঙ্গে দেখা হয়েছে। কিন্তু ঠিকমতো আলাপ হয়নি ... '
    ---- ' ঠিক আছে, একদিন ছুটির দিন দেখে এস না আমার বাড়িতে, আলাপ পরিচয় হবে ... ' সাগর বলে।
    ---- ' আচ্ছা ঠিক আছে। পটলও সেদিন আসলে ভাল হয় ... ' সুমনা উৎসাহ প্রকাশ করে।
    তারপর বলল, ' আমার হাসব্যান্ড বিদেশ থেকে ফিরে আসছে ডিসেম্বর মাসে। তখন আর এ বাড়িতে থাকব না। ওদের বাড়িতে চলে যাব ... ওখানে যাবেন কিন্তু। এখন থেকে ইনভাইট করে রাখলাম ... '
    সাগর কিছু বলতে যাচ্ছিল এই সময়ে বাসন্তীদেবী ঘরে ঢুকলেন।
    ---- ' কি করছিস তোরা ... ওমা ইনি কে ? '
    সুমনা তাড়াতাড়ি বলল, ' স্যার ইনি আমার মা ... মা ইনি আমাদের সাগর স্যার ... '
    ---- ' সাগর স্যার ? ইনি কলেজের, না ইউনিভার্সিটির ? নামটা যেন শোনা শোনা মনে হচ্ছে ... তা ভাল ... '
    কি ভাল ঠিক বোঝা গেল না।
    সুমনা বলল, ' ইউনিভার্সিটির। ওনার একটা আলাদা ইউনিভার্সিটি আছে। উনি কত লোককে যে শিক্ষা দেন চিন্তা করতে পারবে না ... '
    বাসন্তীদেবী কি বুঝলেন কে জানে। তিনি বললেন, ' অ ... তা ভাল ... তা চা টা দিয়েছ ? '
    সাগর বলল, ' না মাসীমা এখন চা টা কিছু খাব না ... '
    ---- ' এটা অবিশ্যি ভাল ওব্যেস ... যখন তখন না খাওয়াই ভাল। আপনি এতবড় শিক্ষক, আপনাকে আর কি শেখাব। আচ্ছা বসুন আপনারা। আমি একটু রান্নাঘরের দিকে যাই ... দেখি কি করছে সব ... ওনার ফেরার সময় হল ... সবকটা তো অকম্মার ঢেঁকি ... কি করে রেখেছে কে জানে ... মানুষটা খেটেখুটে আসছে ... '
    বাসন্তীদেবী প্রস্থান করলেন।
    সাগর বলল, ' আমি উঠি এবার। আর তো কিছু বলার নেই ... দরকার হলে খবর দিও ... '

    ওখান থেকে সাগর বাগবাজারে নিবেদিতা লেনের দিকে রওয়ানা দিল। কমল সাহার সঙ্গে একবার দেখা করার দরকার। দু মাসের ক্রেডিটে মাল তুলিয়ে দেবে বলেছে বাগড়ি মার্কেট থেকে।

    শ্যামপুকুর থানায় পুলিশ কাস্টডিতে শান্তি ঘোষ স্ট্রিটের একটা ছেলে মারা গেছে। এলাকা বেশ থমথমে। এখানে ওখানে জটলা। সাগর রাজবল্লভপাড়ায় নেমে নিবেদিতা লেনের দিকে হাঁটতে লাগল।

    ( চলবে )
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন