প্রশ্নমালা-৪
১ সর্বগুণসম্পন্ন রাজা নলের শরীরে কলি প্রবেশ করল।
কেন? কীভাবে?
২ নল তাঁর ভাই পুষ্করের সঙ্গে পাশা খেলতে বসে ধনসম্পদ রাজ্য সব খোয়ালেন, ঠিক যুধিষ্ঠিরের মত।
এর পর পুষ্কর দময়ন্তীকে বাজি রাখতে বললেন।
এমতাবস্থায় যুধিষ্ঠির কী করেছিলেন আমরা জানি।
কলির প্রভাবে নল কী করলেন?
৩ "কোন জ্ঞানবান পুরুষ মৈথুনে রত মৃগদম্পতিকে বধ করে"?
--এই তিরষ্কার বচন কে কাকে শুনিয়েছিলেন?
--ফলাফল কী?
--অনুরূপ পুরষ্কার আর কোন মহাকাব্যে আছে? ভী
৪ আমরা ইংরেজি গ্র্যাজুয়েট শব্দের ভারতীয়করণ করেছি--স্নাতক। মহাভারতেও স্নাতক শব্দ রয়েছে।
এর অর্থ কী?
৫ ভীষ্ম কাশীরাজের বড় মেয়ে অম্বার মুখে তাঁর শাল্বের প্রতি অনুরাগের কথা শুনে তাঁকে মুক্তি দিলেন। অম্বা শাল্বের কাছে গেলে তিনি "ভীষ্ম তোমায় ছুঁয়েছে" বলে প্রত্যাখ্যান করলেন।
পরশুরামের শিষ্য অকৃতবর্ণকে অম্বা বললেন--আমার অনুরাগের কথা না জেনে ভীষ্ম আমাকে হরণ করেছিল। এই বিবেচনা মাথায় রেখে আপনি ন্যায় অনুসারে বিধান দিন--কে দোষী?
অকৃতবর্ণ বললেন--ভীষ্ম তোমাকে তুলে হস্তিনাপুরে নিয়ে না গেলে সমস্যাই হত না। শাল্ব তোমাকে বিয়ে করত। অতএব ভীষ্মের শাস্তি হওয়া উচিত''।
তাই অম্বা কঠিন তপস্যা করে আত্মাহুতি দিয়ে ভীষ্ম বধের নিমিত্ত শিখণ্ডী হলেন।
প্রশ্ন বিচার কি ঠিক হল?
আপনার মতে দোষী কে?
৬ ইন্দ্র মহর্ষি চব্যনকে বললেন-- অশ্বিনীকুমার দ্বয় সোমপানের অধিকারী নয়। এঁরা দেবতাদের চিকিৎসক এবং কর্মচারী মাত্র।
কিন্তু চব্যন পাত্তা না দিয়ে যজ্ঞ করে ওই দুই দেবতাকে সোমপানের অধিকার দিলেন।
প্রশ্ন ঃ কেন করলেন? কিসের কৃতজ্ঞতা?
৭ বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনির মাথায় শিং ছিল কেন?
৮ জরাসন্ধ বধের উদ্দেশ্যে কৃষ্ণ , ভীম ও অর্জুন স্নাতক ব্রাহ্মণের বেশ ধরে মগধে গিয়েছিলেন।
তাহলে কি স্নাতক হওয়ার অধিকার শুধু ব্রাহ্মণের ছিল?
৯ জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করার সময় কৃষ্ণ তাঁকে পাপকার্যের জন্য দণ্ড দেবার কথা বললেন।
কোন পাপকার্য?
১০ জরাসন্ধকে প্রাণদণ্ড দেবার কথা ঘোষণা করার পর কৃষ্ণ তাঁকে প্রাণ বাঁচাবার জন্য কোন বিকল্প/ অপশন দিয়েছিলেন কি?