এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   সমাজ

  • বাংলাদেশ ও অধ্যাপক আবদুল বারকাত

    দীপ
    আলোচনা | সমাজ | ২৫ জুলাই ২০২৫ | ৪২৪ বার পঠিত
  • বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক নৃশংস নির্যাতন হয়ে চলেছে। এই নিয়ে তথ্যনিষ্ঠ গবেষণা করে চলেছেন বাংলাদেশের শ্রদ্ধেয় অধ্যাপক আবুল বারকাত। বর্তমান বাংলাদেশ সরকার তাঁকে গ্রেফতার করেছে। শ্রদ্ধেয় অধ্যাপক ও তাঁর গবেষণা নিয়ে আলোচনা করলেন বাংলাদেশের আরেক অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী।
    আশা করি শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।
     
    শ্রদ্ধেয় অধ্যাপক, আপনাকে আমাদের সশ্রদ্ধ নমস্কার! আশা করি আপনার এই অসম লড়াই আমাদের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে অনুপ্রাণিত করবে।
     
    --------------------------------------------------------------------
     
    গতকাল অধ্যাপক ড. আবুল বারকাত স্যার গ্রেফতার হয়েছেন, নিউজটি দেখার পরে মনে হলো এটা তো হওয়ারই কথা। কারণ তিনিই একমাত্র ব্যক্তি যিনি তার গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে কিভাবে শত্রু সম্পত্তি আইন অর্পিত সম্পত্তি নাম ধারণ করে হাজার হাজার একর হিন্দু সম্পত্তি প্রতিনিয়ত দখল হয়ে গেছে এবং যাচ্ছে। তিনি তাঁর ‘বাংলাদেশে কৃষি-ভূমি-জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক গবেষণায় বলেছেন-১৯৬৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ৫ দশকে মোট ১ কোটি ১৩ লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষ দেশত্যাগে বাধ্য হয়েছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে ২ লাখ ৩০ হাজার ৬১২ জন হিন্দু ধর্মাবলম্বী মানুষ নিরুদ্দিষ্ট বা দেশত্যাগে বাধ্য হয়েছেন। আর প্রতিদিন দেশ ছেড়েছেন গড়ে ৬৩২ জন হিন্দু। এই নিরুদ্দেশ প্রক্রিয়ার প্রবণতা বজায় থাকলে আগামী দু’তিন দশক পরে এদেশে হিন্দু ধর্মাবলম্বী কোনও মানুষ আর খুঁজে পাওয়া যাবে না।
     
    ড. বারকাত গবেষণায় আরও বলেছেন, বিভিন্ন সময়কালে প্রতিদিন গড়ে নিরুদ্দেশ হওয়া হিন্দুদের সংখ্যা সমান নয়, যেমন-১৯৬৪ থেকে ১৯৭১ পাকিস্তানের শেষ ৭ বছর প্রতিদিন নিরুদ্দেশ হয়েছেন ৭০৫ জন হিন্দু। ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রতিদিন নিরুদ্দেশ হয়েছেন ৫২১ জন। ১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রতিদিন নিরুদ্দেশ হয়েছেন ৪৩৮ জন। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত প্রতিদিন ৭৬৭ জন হিন্দু দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আর ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিদিন গড়ে ৬৭৪ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশ থেকে নিরুদ্দেশ হয়েছেন। 
     
    বাংলাদেশের গত ৫৪ বছরের ইতিহাসে ড. বারকাত স্যারের মত সংখ্যালঘু দরদী দ্বিতীয় ব্যক্তিটি হয়ত নেই। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনেকেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিনিয়ত কথা বলেছেন, কিন্তু ড.বারাকাত স্যার শুধু কথা বলেননি তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ঘটা বঞ্চনা, অন্যায় ও অসাম্যের বিষয়টি সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই কিছু কিছু ব্যক্তির কাছে স্যারের বড় অপরাধ হয়তো এটিই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:198d:1807:778:5634:1232:***:*** | ২৫ জুলাই ২০২৫ ১২:৫৭745413
  • লেখাটিতে কোনো ব্যক্তিগত আক্রমণ নেই, কোনো কটূক্তি নেই।
    অথচ লেখাটি মুছে দেওয়া হয়েছিলো।
    আবার দিলাম।
    আশা করি সর্ববিদ্যাবিশারদ মহাপণ্ডিতকুল এর কারণ ব্যাখ্যা করবেন!
    অবশ্য যদি বিন্দুমাত্র সৎসাহস থাকে!
     
  • দীপ | 2402:3a80:198d:1807:778:5634:1232:***:*** | ২৫ জুলাই ২০২৫ ১৪:১৯745415
  • ‘এখানকার মৌলবাদের চারটি স্তম্ভ — ভারতবিরোধিতা, হিন্দুবিরোধিতা, বাঙালি সংস্কৃতির বিরোধিতা এবং নারীবিদ্বেষ।’ 
     
    - বাংলাদেশের কমিউনিষ্ট তাত্ত্বিক হায়দার আকবর খান রনো।
  • দীপ | 2402:3a80:198d:1807:778:5634:1232:***:*** | ২৫ জুলাই ২০২৫ ১৪:২৪745416
  • হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়কে তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি কারা হত্যা করেছে। ইউনুস সাহেব কোনও ব্যবস্থাই নেন না হিন্দুর হত্যাকারীদের বিরুদ্ধে। তিনি প্রচার করেন হিন্দুরা নাকি বিন্দাস আছে, আর যে খবরগুলো বেরোয় হিন্দু নির্যাতনের, সেসব নাকি মিথ্যে খবর, গুজব খবর, ভারতের বানানো খবর। ইউনুস যদি আরও বেশি দিন ক্ষমতায় থাকেন, তবে দেশ খুব শীঘ্র হিন্দুশূন্য হবে। হিন্দুদের বাঁচাতে হলে ইউনুসকে গদিচ্যুত করতে হবে।
     
    লিখেছেন তসলিমা নাসরিন।
  • মাহমুদ | 2402:3a80:198f:1f76:878:5634:1232:***:*** | ২৮ জুলাই ২০২৫ ১৮:১২745456
  • রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ধুয়া তুলে হিন্দয় অধ্যুষিত একটি গ্রামে হামলা হয়েছে। তার আগে এই অভিযোগে এক হিন্দু যুবককে পুলিশ গ্রেফতার করেছে। হামলাকারীরা হিন্দুদের বাড়িঘরে যারা আক্রমণ করেছে পুলিশ ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, একজন পুলিশ সদস্য আহতও হয়েছে। খবরের লিংক দিচ্ছি কমেন্টের ঘরে। 
     
    আপনাদের মনে থাকার কথা, এই গঙ্গাচড়াতেই এর আগে, ২০১৭ সনে, টিটু রায় নামে এক যুবকের বিরুদ্ধে একইরকম অভিযোগ করে ভয়াবহ আরেক কাণ্ড সৃষ্টি করেছিল দাঙ্গাবাজরা। সেবার একজনের মৃত্যুও হয়েছিল।  
     
    ভালমানুষেরা, দেখেন আপনারা যদি পারেন একটু খোঁজ খবর রাখবেন। বলতে লজ্জা লাগে, তথাপি না বলে পারছি না আরকি- আমাদের এই দেশে হিন্দু নাগরিকরা কখনো আতঙ্ক থেকে মুক্ত থাকতে পারেনি। রাষ্ট্রের ক্ষমতায় কে আছে, আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি অন্য কেউ তাতে কিসসু যায় আসে না- হিন্দুদের বাড়িঘরে হামলা তো মামুলি আরকি।
     
    লিখেছেন ইমতিয়াজ মাহমুদ।
  • দীপ | 2402:3a80:198f:1f76:878:5634:1232:***:*** | ২৮ জুলাই ২০২৫ ১৯:২১745460
  • শ্রদ্ধেয় ইমতিয়াজ মাহমুদ বলেছেন, পূর্ববঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় কখনো নিশ্চিন্তে থাকতে পারেনি। 
    অন্যদিকে জনৈক নির্লজ্জ বলেছে আটাত্তর বছরে কোনোকিছুই ঘটেনি! 
    কতোটা নির্লজ্জ অমানুষ হলে নির্বিকারভাবে এইভাবে মিথ্যাকথা লিখে মানুষকে বিভ্রান্ত করা যায়!
    তবে মিথ্যাবাদী ভুলে গেছে, আজকে যোগাযোগ ব্যবস্থার অসামান্য অগ্রগতির সময়ে কোনোকিছুই লুকিয়ে রাখা যায়না! তাদের মিথ্যা প্রোপাগান্ডা খুব সহজেই মানুষের কাছে ধরা পড়ে যায়!
     
    বেইমান মীরজাফর!
     
  • দীপ | 2402:3a80:1989:5d43:578:5634:1232:***:*** | ৩১ জুলাই ২০২৫ ১৮:৩২745498
  • আটাত্তর বছরে কোনোকিছুই ঘটেনি!
    বেইমান মীরজাফরের দল! 
    অবশ্য এরপরও মেরুদণ্ডহীন ক্লীবরা তাদের প্রোপাগান্ডা থামাবে না! 
     
     
  • দীপ | 2402:3a80:198b:c225:678:5634:1232:***:*** | ৩১ জুলাই ২০২৫ ২৩:৫০745505
  • শাহরিয়ার কবির এখনো কারাগারে। শহীদ শহিদুল্লাহ কায়সারের কন্যাকে হাইকোর্টে জামিন দেওয়ার পর রাষ্ট্র লাফিয়ে লাফিয়ে গিয়ে সেটার বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যায়, জামিন স্থগিত হয়ে যায়। আর অভিজিতের হত্যার দায়ে আদালতে সাজাপ্রাপ্ত আসামী জামিন পেয়ে যায়। মনে রাখা হবে। মনে থাকবে। ভুলবো না। 

    বাংলাদেশ চিরজীবী হোক।
     
    লিখেছেন ইমতিয়াজ মাহমুদ।
     
    সবাই এখন মৌনব্রত অবলম্বন করবেন!
  • দীপ | 2402:3a80:198f:11d2:878:5634:1232:***:*** | ২২ আগস্ট ২০২৫ ০১:১৭745648
  • মুক্তিযুদ্ধের সময় ভারতে আগত শরণার্থীদের উপর তথ্যচিত্র।  এঁদের মধ্যে পাঁচলক্ষাধিক মানুষ কলেরা ও বিভিন্ন রোগে মারা যান। এদের মধ্যে আড়াই লাখের বেশি শিশু!
     
    পণ্ডিতেরা অবশ্য জানিয়ে দিয়েছেন আটাত্তর বছরে কোনোকিছুই ঘটেনি!
  • দীপ | 2402:3a80:198b:8782:678:5634:1232:***:*** | ২৪ আগস্ট ২০২৫ ২১:০০745686
  • "বাংলাদেশে হিন্দুরা বিন্দাস আছে। 
    ঐসব মন্দির-ফন্দির ভাঙার গল্প বেশীরভাগই গুজব। 
    হ‍্যাঁ, দেউড়ী গ্রামের কালীবাড়ীটা 
    পুড়িয়ে দেয়া হয়েছে ঠিকই। 
    কিন্তু দেখেন ম‍্যালা পুরানো সেই মন্দির!
    আমার দাদা রহিম পাটোয়ারি
    সে নাকি ছোটবেলায় প্রত‍্যেক মঙ্গলবারে
    ভোগের খিচুড়ি খেতে যাইতো সেখানে। 
    তো সেই মন্দির না পুড়ালেও 
    একরকম পোড়া মন্দিরই তো ছিল। 
    এ নিয়ে এতো আদিখ‍্যেতা কেন বাবা!
    হিন্দুরা আরামেই আছে এই দেশে। 
    দিব‍্যি খেয়ে-ঘুরে বেড়াচ্ছে। 
    আরে জানি জানি, 
    মোহন কাকার ১২ বছরের নাতনীটাকে
    রহমত মিয়া তুলে নিয়ে গেছিল -
    এটা পুরান কাহিনী। 
    শুনেছি তেজগুলি পাড়ার পশ্চিম কোনায় 
    যে পুরানো প্রেসটা আছে 
    সেখানেই গলায় গামছা পেঁচায়ে মেয়েটারে মারা হয়।  
    আহারে!
    তবে রহমতেরেও দোষ দেই কি করে বলেন?
    অতোটুকু মেয়ে, অথচ কি বাড়ন্ত শরীর। 
    আর ঐ দিকে পরিবারের হুঁস নাই। 
    ঐ রকম একটা মেয়েরে কেউ
    বিকেল বেলায় টিউটরের কাছে পাঠায়?
    শত হইলেও রহমত তো পুরুষ!
    হিন্দুরা বেশ সুখেই আছে এখানে। 
    বাপ-দাদার জমি কামড়ে পড়ে আছে। 
    যদিও এক দুইজন যে 
    ভিটা থেকে উচ্ছেদ হয় না তা না। 
    তবে ক্ষতি কি?
    এই তো সেদিন বাজারের সাথে লাগোয়া
    সাহা পরিবারের বড় পুকুরটা 
    চেয়ারম্যান সাহেব লিখিয়ে নিলেন। 
    কখনও কখনও হুমকি-ধামকিও দেয়া হয়,
    ও কিছু না, 
    একসাথে থাকলে ওরম একটু হয়-ই 
    তাই বলে দেশ ছাড়তে হবে?
    এদের আসলে এক পা ভারতেই থাকে। 
    বলছি তো বাবা, হিন্দুরা ভাল আছে। 
    একটু আধটু চড়-থাপ্পর, 
    “মালুর বাচ্চা” বলে গালি… এসব কিছু না। 
    মানছি ৭০ বছরের পরেশ চন্দ্র শীলের গায়ে 
    হাত তোলা ঠিক হয়নি। 
    কিন্তু আমার কথা হলো নাপিত তুই। 
    চুল কাটার কাটবি। 
    কাস্টমার যদি ১০ টাকা দিতে না চায় 
    তাহলে এতো পিড়াপিড়ির কি দরকার?
    মাত্র তো ১০ টা টাকা। 
    এতো বুড়া হইলো, অথচ লোভ কমে না!
    লোভী মানুষরে আল্লাহও পছন্দ করেন না। 
    হিন্দুরা সুখে আছে। 
    আমরা এখানে মিলে মিশেই আছি। 
    আমার জিগরি দোস্তও তো হিন্দু। 
    একবার হলো কি শোনেন  
    আমার বড় চাচা তাকে খাসির কথা বলে গরু খাইয়ে দিল। 
    হা হা হা। 
    সে এক মজার গল্প।
    হা হা হা।
    আরেকদিন বলবো নে। 
    আজ একটু তাড়া আছে।
    ওপর তলার ভাড়াটিয়া রমলা দেবীর কাছে যাব। 
    মহিলা ভাল। কথা শোনে। 
    আগে সন্ধ্যা হলেই ঘন্টা বাজাতো। 
    না বলাতে এখন আর বাজায় না। 
    কিন্তু ঐ ধূপের গন্ধটা ইদানিং
    আমি আর সহ‍্য করতে পারি না। 
    দেখি, বারণ করে আসি। 
    আসলে কি জানেন?
    এক সাথে থাকতে গেলে 
    একটু ছাড় দিয়ে চলতে হয়।
    এমনিতে কিন্তু হিন্দুরা ভালোই আছে এ দেশে।
     
    -ফেসবুক
  • দীপ | 2402:3a80:198b:b602:678:5634:1232:***:*** | ২৫ আগস্ট ২০২৫ ২০:০৩745688
  • আসার আগে কোলকাতার নাখোদা মসজিদের হুজুরের কাছে কলেমা পড়ে নামটা আমানুল্লাহ মিয়া করে আনবেন। কারণ মাত্রই বাংলাদেশের মুসলিম লীগের অন্যতম প্রভাবশালী বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান বলেছেন, হিন্দুরা সব ভারতের দালাল! কাজেই আপনার যতই বাংলাদেশ ফেটিশ থাকুক হিন্দু হিসেবে এলে ভাত পাবেন না। আর এককালে যে এই দেশ ছেড়ে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কাদের কারণে গিয়েছিলেন সেই ইতিহাস তো মুখে আনেন না, উল্টো হিন্দুদের জমিজমা দখল করাকে ভূমিসংস্কার বলেছেন, এতসব বলার পরও কি বদ উমার আপনাকে মেনে নিবে? আপনি তো অমর্ত্য সেন থাকলে এখানে স্রেফ “দাদা”! আর তারা যখন তখন ‘দাদাদের ধুতি খুলে ফেলেন’!
     
    এই যে বদরুদ্দিন উমাররা পশ্চিমবঙ্গ ছেড়ে এসেছিল জিজ্ঞেস করে দেখেন তো, পূর্ববঙ্গের হিন্দুদের মত ট্রমাটাইজ হয়ে এসেছিলেন নাকি স্বপ্নের দেশ পাকিস্তানে থাকতে এসেছিলেন? খুলনা বিভাগে যত মুসলমান মুর্শিদাবাদ থেকে এসেছিলো তাদের একজনকে জিজ্ঞেস করে দেখেন তারা দাঙ্গা, খুন, রেপ, সম্পত্তি দখলের ভয়াল কোন স্মৃতি সঙ্গে করে পালিয়ে এসেছিলেন নাকি স্বপ্নের মুসলমানদের নিজেদের দেশ পাকিস্তানে থাকতে এসেছিলেন। তানভীর মোকাম্মেলের ‘সীমান্তরেখা’ নামের ডকুমেন্টটা তো আছে, দেখে বলুন।
     
    ঠিক কেন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে মোদি সরকার বলেন তো? বাংলা ভাষা বলেন বলে? এইসব সস্তা রাজনৈতিক বায়াস কথাবার্তা যদি বলতেই হয় কোন একটা পার্টিতে ঢুকে গেলেই তো হয়!
     
    ঐতিহাসিকভাবে আপনাদের একটা উচিত শিক্ষা হওয়া দরকার ছিল। যদি গোটা বাংলাই পাকিস্তানে যোগ দিতো (যোগেন মন্ডলের মত) কিংবা বাংলা আলাদা স্বাধীন হতো, তাহলে এইখানে মাইর খেতেন আর লাশ পরত আসাম না হয় ত্রিপুরা! মানে অমর্ত্য সেনদের আর কোন দেশ থাকতো না! কাশ্মীরের পন্ডিতদের মত! ওহ আচ্ছা, এই অমর্ত্য সেনরাই তো কাশ্মীরী পন্ডিতদের উপর কিছুই হয়নি বলে ইতিহাস লেখেন না?
     
    এনিওয়ে, কবীর সুমনকে সঙ্গে করে নিয়ে আসবেন। এই ব্যক্তি কতবার যে বলল, বাংলাদেশের নাগরিত্ব নিবেন কিন্তু কিছুতে কোলকাতা ছাড়ছে না! কবীর সুমনকে আসতে বলুন। এখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে মধুর সম্পর্ক চলছে। নওমুসলিমদের খুব ভালো লাগবে!
     
    ©সুষুপ্ত পাঠক
  • দীপ | 2402:3a80:198f:754c:878:5634:1232:***:*** | ২৮ আগস্ট ২০২৫ ১০:০০745705
  • চিন্ময় কৃষ্ণ দাস কেন জামিন পায় না এই প্রশ্ন করলে কলকাতায় সে হবে হিন্দুত্ববাদী। ভারতের সেক্যুলারিজম হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রদায়িকতাকে অস্বীকার করা। নবী অবমাননা অভিযোগ তুলে বাংলাদেশ থেকে কতশত হিন্দু শিক্ষক, সাধারণ গ্রামবাসীকে মামলা দিয়ে, হিন্দু পাড়ায় হামলা করা হয়েছে তার সবই নিশ্চয় অসাম্প্রদায়িক কারণে হয়েছে?  এইসব হামলার পর অসংখ্য হিন্দুপরিবার নীরবে দেশ ছেড়েছে ভবিষ্যৎ চিন্তা করে তা কি এই ভদ্রলোক জানেন? অবস্থা এমন যে আমরা দুর্গাপূজার আগে মূর্তি ভাঙার নিউজ পেলেই বুঝতে পারি পূজা আসছে। অর্থনীতিবিদ আবুল বারকাত তাহলে গবেষণা করে যে দেখালেন হিন্দুসম্পত্তি দখলের পরিমাণ তা কি অসাম্প্রদায়িক কারণে ঘটেছে?  এই তো রক্তাক্ত শারদ ঘটে গিয়েছিল, নিশ্চয় ওটাও ধর্মনিরপেক্ষ কারণে হয়েছে? 

    পশ্চিমবঙ্গের ক্ষমতাসীনদের জামাত শিবিরকে প্রশ্রয় আশ্রয় দেয়ার একটা অভিযোগ সব সময় শোনা যায়। ৩০ ভাগ ভোট টানতে হলে, তাদের খুশি রাখতে হলে জামাত শিবির চাটতে হবেই!

    ©সুষুপ্ত পাঠক

    পণ্ডিতেরা অবশ্য জানিয়ে দিয়েছেন, আটাত্তর বছরে কোনোকিছুই ঘটেনি!
    নিজেরা অবশ্য কুত্তার মতো পালিয়ে এসেছেন!
  • দীপ | 2402:3a80:198d:a26e:778:5634:1232:***:*** | ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫০745717
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম জোবরা। গ্রামবাসীর সাথে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদের বিবাদ হয়েছে। গ্রামের লোকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করেছে। গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছে। ছাত্ররা গ্রামবাসীদের ঘরবাড়ী ভাংচুর করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্তরিয়াল বডির একজনকে একটা ভিডিওতে দেখলাম কাঁদছেন, তাঁর নিজের হাত ভেঙেছে। চরম নৈরাজ্য চলছে সেখানে। পুলিশের কোন উপস্থিতি নেই। খবরে বলছে ২০০ জনের মতো আহত হয়েছে। বিকালে সেনাবাহিনী গেছে, ১৪৪ ধারা জারি হয়েছে।  

    এদিকে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়েও স্থানীয় বাসিন্দাদের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। কি নিয়ে সংঘর্ষ ঠিক বুঝতে পারলাম না। ছাত্রদের কথা শুনলাম টেলিভিশনে, ওরা বলছে প্রশাসন নাকি ওদের সাহায্যে এগিয়ে আসেনি। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্রদেরকে হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। হতাহত হয়েছে কয়েকজন, খুব সিরিয়াস বলে মনে হলো না। এছাড়া গত কদিন ধরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যে কি করছে সেটা তো আপনারা সকলেই দেখেছেন আরকি। ওদের মুল দাবীটা যে কি সেটা ঠিক বুঝতে পারছি না। 

    আর সাধারণভাবে দেশের পরিস্থিতি যে কি সেটা কি আপনাদের বলে বুঝাতে হবে? গতকাল দিনে দুপুরে বিজয়নগরে পুলিশের সামনে একটি রাজনৈতিক দলের অফিস ভাংচুর হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ছোটমোটো পার্টি না, জাতীয় পার্টির মুল অংশটি। প্রতিদিন নদীতে লাশ মিলছে, আজ নাকি খুলনায় রূপসা নদীতে একজন সাংবাদিক নেতার লাশ মিলেছে- একজনের ফেসবুক পোস্টে দেখেছি, সত্য মিথ্যা জানিনা। নারীর প্রতি সহিংসতার কথা আপনারা জানেন। এই সেদিন দুইজন দরিদ্র মুচিকে পিটিয়ে মেরে ফেলেছে- কতো উদাহরণ দিব? আপনারা সব জানেন। 

    কি বলব? বলেন। কি বলা উচিৎ, বলেন।
     
    ইমতিয়াজ মাহমুদ 
  • দীপ | 2402:3a80:1971:5b65:578:5634:1232:***:*** | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫০745780
  • "ভারতবর্ষ স্বাধীন হওয়ার চব্বিশ ঘন্টা আগে ১৪ই অগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্র স্থাপিত হল। রাত বারটায় কীর্তনখোলা নদীর উপর ভিড় করা স্টিমার, স্টিম লঞ্চ, মোটরবোট গম্ভীর ভেঁপু নিনাদে নয়া রাষ্ট্রের জন্ম ঘোষণা করল। আকাশভেদী জয়ধ্বনি উঠল-- "নারায়ে তকবির, আল্লাহু আকবর" "কায়েদে আজম জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ"। আমরা শুনেছিলাম-- সে রাত্রে দাঙ্গা হবে। বাড়িতে একটিমাত্র বন্দুক। সত্যিতে দাঙ্গা হলে ঐ একটি অস্ত্র কি কাজে লাগত জানি না। বন্দুকটা হাতে নিয়ে বাবা সারারাত বসে থাকলেন। ১৯২০ সনে মানুষটি কলেজ ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। আজ সাতাশ বছর পর অগাস্ট মাসের এই অন্ধকার রাতে দেশ সত্যিই স্বাধীন হল। স্বাধীনতার রাত্রে বাবা কি ভাবছিলেন আমরা ওঁকে জিজ্ঞেস করিনি। উনিও সে কথা আমাদের কখনও বলেননি।"

    -তপন রায়চৌধুরী, রোমন্থন কিংবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা
  • দীপ | 2402:3a80:198b:e0a2:678:5634:1232:***:*** | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০745808
  • পাক খাওয়া জল তাকে ডুবিয়ে নিচ্ছিল, সে প্রাণপণ চিৎকার করছিল, একটি খড়কুটোও আঁকড়ে ধরবার জন্য সে হাত বাড়াচ্ছিল স্বপ্নের মধ্যে, যেন একটি হাত সে পেয়ে গেছে, তাকে উদ্ধার করবার জন্য একটি হাত এগিয়ে এসেছে, সুরঞ্জন তেমন আঁকড়ে ধরে সুধাময়ের শক্তিমান হাত।

    কিরণময়ীর কাঁধে ভর রেখে তিনি হেঁটে এসেছেন। অল্প অল্প শক্তি ফিরেছে তাঁর শরীরে। তিনি সুরঞ্জনের শিয়রে বসেন। তাঁর চোখে দূর নক্ষত্রের আলো।

    –বাবা?

    একটি বোবা জিজ্ঞাসা সুরঞ্জনের ধুকপুক করা অন্তরে। তখন ভোর হচ্ছে। জানালার ছিদ্ৰ ফুঁড়ে আলো আসছে। সুধাময় বলেন–চল আমরা চলে যাই।

    সুরঞ্জন বিস্মিত হয়। জিজ্ঞেস করে—কোথায় যাব বাবা?

    সুধাময় বলেন–ইন্ডিয়া।

    সুধাময়ের বলতে লজ্জা হয়, তাঁর কণ্ঠ কাঁপে, তবু তিনি চলে যাবার কথা বলেন; কারণ তাঁর ভেতরে গড়ে তোলা শক্ত পাহাড়টিও দিনে দিনে ধসে পড়েছে।

    লজ্জা, তসলিমা নাসরিন
  • দীপ | 2402:3a80:1979:8764:778:5634:1232:***:*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪২745814
  • চাপাই নবাবগঞ্জের ২৫ জন হিন্দু জামাতে ইসলামীতে যোগ দিয়েছে। এই ঘটনাটিই প্রমাণ করে বাংলাদেশের হিন্দুরা কী ভীষণ অসহায়। জীবন বাঁচাবার জন্য তারা সব রকম চেষ্টা করছে। পূর্ব পুরুষের ভিটেমাটিতে বাস করা ছাড়া উপায় নেই বলে, জঙ্গি হামলা থেকে বাঁচার জন্য হিন্দুবিদ্বেষী দলে যোগ দিতে বাধ্য হয়েছে। শত্রুর হাত থেকে বাঁচার জন্য শত্রুর পদসেবা করতে রাজি এরা। জীবন বাঁচানোর জন্য এর পরের ধাপ হবে, ইসলাম ধর্ম গ্রহণ করা। চাপাই নবাবগঞ্জের মুসলমানরা নিশ্চয়ই প্রচণ্ড সাম্প্রদায়িক। সংখ্যাগরিষ্ঠরা যদি উদার হতো, যদি তাদের হৃদয়পাত্র বিদ্বেষে আর ঘৃণায় উছলে না উঠতো, তাহলে হিন্দুদের হিন্দুবিদ্বেষী দলে যোগ দিতে হতো না।
     
    -তসলিমা 
  • দীপ | 2402:3a80:1979:8764:778:5634:1232:***:*** | ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৩745815
  • লাথখোর অবশ্য জানিয়ে দিয়েছে আটাত্তর বছরে কোনোকিছুই ঘটেনি!
    নির্লজ্জ বেইমান মীরজাফর!
  • দীপ | 2402:3a80:197f:37ba:878:5634:1232:***:*** | ০৩ অক্টোবর ২০২৫ ১৮:১১745891
  • রাধাপদ রায়। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী গ্রামের বাসিন্দা, ৮০ বছরের এই বৃদ্ধ চারণকবি সর্বজনশ্রদ্ধেয়। কবিতাই এই দরিদ্র গ্রামীণ স্বভাবকবির জীবন ও জীবিকার অবলম্বন। 'শান্তির ধর্ম'বিশ্বাসী দু'জন স্থানীয় মানুষ, প্রতিবেশীই হবেন, তুচ্ছাতিতুচ্ছ কোনও অজুহাতেই বর্বরোচিত হামলায় তাঁর পিঠ-সহ সমগ্র শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছেন। বৃদ্ধ কবির রক্তাক্ত ও ক্ষতবিক্ষত পিঠের ছবি সর্বত্রই ছড়িয়ে পড়েছে।

    তাঁর ওই ক্ষতবিক্ষত পিঠ ভবিষ্যৎ বাংলাদেশের মানচিত্র যেন! 'হিন্দু কবিকে পেটালে কিছু হয় না', সংখ্যালঘুদের কাছে এটাই সবচেয়ে আতঙ্কজনক। 

    ফরিদপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, নড়াইল, এবং শেষ খবর অনুযায়ী, ঝিনাইদহ। 'বিধর্মী'দের প্রতিমা-ভাঙার বাৎসরিক উৎসব শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই। প্রতি বছরের মতোই। 

    চার-পাঁচ দিনের দুর্গাপূজা উপলক্ষে, খুব সম্ভবত, মাত্রই এক দিন সরকারি ছুটি। এবার বোধহয় দশমীর দিন। প্রতিটি ঈদ উপলক্ষেই অবশ্য একাধিক দিন সরকার ঘোষিত ছুটি থাকে। এটাও অপ্রত্যাশিত নয়। 'রাষ্ট্রধর্ম' ইসলাম যখন। 

    উপমহাদেশের কোনও কিছুই আর আশ্চর্য করে না। মনে হয় এমনটাই তো হওয়ার ছিল। ধর্মের ভিত্তিতে বিভাজিত উপমহাদেশের এই পরিণতিই নিয়তিনির্দিষ্ট। 

    ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে, বাংলাদেশে যাঁরা সোচ্চার হয়েছেন, তাঁদের অধিকাংশই 'মুসলিম' নামের, এইটুকুই যা ভরসা!

    কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ০৩/১০/২৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন