বুদ্ধ জয়ন্তী পার হয়ে এসেছি প্রায় দু'মাস হল।ইচ্ছে হচ্ছে আজ বুদ্ধজয়ন্তী কুইজ হোক।
অরিন আছেন, ভুল হলে ধরিয়ে দেবার জন্য।
ফের শুরু হবে মহাভারত কুইজ ৪।
প্রশ্নমালা
১ সিদ্ধার্থ কোন বয়সে গৃহত্যাগ করেন? তখন ছেলের বয়েস কত?
২ কোন নদীর তীরে বসে ধ্যান করে বোধিলাভ?
৩ ওঁর প্রথম দুই যোগগুরু কারা? ওঁদের ছাড়লেন কেন?
৪ বৌদ্ধ দর্শনের মূল সত্য বা আর্যসত্য কয়টি এবং কী কী?
৫ দুঃখের কারণ কী?
৬ দুঃখ বিনাশের উপায় কী?
৭ সেই উপায়এর প্রয়োগে পন্থা কী?
৮ অষ্টাঙ্গ মার্গ বা আটটি মার্গ বলতে কী বলা হয়?
৯ কোন দর্শন শাশ্বত অবিনশ্বর পরমাত্মায় বিশ্বাস করে?
ক বেদান্ত, খ বৌদ্ধ গ উভয়েই।
১০ কোন দর্শন দেহের অতীত আত্মায় বিশ্বাস করে?
ক বেদান্ত, খ বৌদ্ধ গ উভয়েই।
১১ কোন দর্শন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বরে আস্থাশীল?
ক বৌদ্ধ, খ বেদান্ত গ উভয়েই।
১২ কোন দর্শন বাস্তব জগতের কার্যকারণ তত্ত্বে ( ল' অফ কজালিটি) বিশ্বাসী?
ক বৌদ্ধ খ বেদান্ত গ উভয়েই
১৩ বুদ্ধদেব কি শাকাহারী ছিলেন?