এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হেদুয়ার ধারে ( দ্বিতীয় খন্ড ) - ১৭

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৯ নভেম্বর ২০২৪ | ৬৫ বার পঠিত
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯
    ( ১৭ )

    নিখিল ব্যানার্জী বললেন, ' কেমন আছেন কালীবাবু ? '
    ---- ' এই আছি আর কি ... মনে সুখ নাই ... '
    ---- ' কেন কালীদা ? '
    ---- ' এই সব কিসু কেমন বদলায়ে যাচ্ছে। ভাল লাগে না। '
    ---- ' পরিবর্তন তো জীবন এগিয়ে চলার লক্ষণ। এর সঙ্গে তো মানিয়ে নিতেই হবে ... '
    ---- ' তা ঠিক কিন্তু সব পরিবর্তন যে ভালর জন্যই হয় তা তো নয়। পরিবর্তনের ফলে অনেক সময় অনেক ভাল জিনিসই দূরে ছিটকায়ে যায় ... '
    ---- ' যেমন ... '
    ---- ' যেমন ... সাগর মন্ডল। ও কি আর আগের মতো থাকতে পারতাসে ? '
    ---- ' হমম্ ... ভেবে দেখার মতো ব্যাপার বটে ... সাগর কিছু বলবে নাকি এ ব্যাপারে ? '
    ---- ' একা একা লড়াই চালান একটু শক্ত হয়ে যাচ্ছে এখন এটা মানতেই হবে। আবার রাজনীতির দালালগুলোকে সহ্য করা মুশ্কিল। আসলে একটা বিকল্প কোন শক্তির দরকার ... ' সাগর বলে।
    ---- ' বিকল্প তো জেগে উঠছে ... ' নিখিলবাবু বললেন।
    ---- ' ওরা তো অন্য কিছুর কথা বলে ... ঠিক বুঝতে পারি না ... পার্লামেন্ট হল শুয়োরের খোঁয়াড় ... একটু বুঝিয়ে দেবেন স্যার ... '
    ---- ' বক্তব্যটা কঠিন কিছু না। আসলে ওরা বলতে চাইছে সিস্টেমের দোষের কথা। সব ভ্রষ্টাচারের মূল হল গলদ সিস্টেম। আর ওই সিস্টেমের উৎস হল পার্লামেন্ট, তাই ... '
    রাত্রি বলল, ' তা নয় হল, কিন্তু পার্লামেন্টারি অথরিটি উৎপাটিত হলেও অন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি তো প্রতিষ্ঠিত হবে। না হলে তো অ্যানার্কি জন্ম নেবে। এখন এই নতুন পাওয়ারহাউস কেমন হবে তার গ্যারান্টি কে
    দেবে ? '
    ---- ' ঠিক ঠিক ... এটাই মোস্ট পার্টিনেন্ট কোয়েশ্চেন, তারা কেমন হবে ... এটা একটা ইটার্নাল প্যারাডক্স... এখন সেটা ভাবতে গেলে তো কিছুই না করে হাত পা গুটিয়ে বসে থাকতে হয় ... '
    ---- ' আর ওই ... চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান... ওই যে লেখে ... ' সাগর বলল।
    ---- ' ওটাও এই সিস্টেমের ওপর বিতৃষ্ণা থেকে এসেছে। আউট অফ দা বক্স কোন সোর্স থেকে প্রেরণা সংগ্রহ করার চেষ্টা ... এগুলো অবশ্য আমার নিজস্ব ব্যাখ্যা। ওদের সঙ্গে মেলামেশা না করলে পুরোটা বোঝা যাবে না। সে যাই হোক, আমাদের মত মোটামুটি এক হলেও, পথ কিন্তু একদমই আলাদা ... এটা বলবার দরকার নেই নিশ্চয়ই... '
    রাত্রি বলল, ' বোঝা আর কাজ করা তো এক জিনিস নয় স্যার ... দেয়ার ইজ এ লট অফ ডিফরেন্স বিটুইন থিয়োরি অ্যান্ড প্র্যাকটিস ... '
    নিখিলবাবু চিন্তিত মুখে বললেন, ' ঠিকই তো। কাজটা মোটেই সহজ নয়। এতদিন ধরে চেষ্টা করে তেমন এগোতে পারলাম কই ? রুরাল এরিয়ার মব মবিলাইজেশান খুব ট্রিকি কাজ। কারণ তারা এসব নিয়ে কোনদিন মাথা ঘামায়নি। মাথা তৈরি না হলে শরীর কাজ করবে কি করে ? '
    কালীবাবু চুপচাপ শুনছিলেন। তিনি বললেন, ' তবু হাল ছাড়লে তো চলব না। গ্রামের দিকে গিয়া কথাবার্তা বইল্যা তাদের মনের কথা জানতে হইব। যাকে এরা কইত্যাসে, গ্রাম দিয়া শহর ঘেরা। কথাটা কিন্তু ফালতু নয়। সুপসাপ বইস্যা শুধু আলোসনা করলে সেইটা অ্যাক্কারে আকাম হইব।
    তবে আরও অনেক লোকজন চাই, এই ক'জনে কিসু হইব না ... '
    ---- ' সবই তো বুঝতে পারছি কালীবাবু ... কিন্তু কোন রাস্তা খুঁজে পাচ্ছি না। আরবান এরিয়ায় কলেজে কলেজে, পাড়ায় পাড়ায় ক্যাম্পেইনিং চালাতে তো আমরা পারব না। গ্রামের দিকে ক্যাম্পেনিং চালাতে হবে আমাদের ... দায়িত্ব তো কাউকে নিতে হবেই। নীলাঞ্জন এ ব্যাপারে যথেষ্ট আগ্রহী। কিন্তু আরও ম্যানপাওয়ার তো দরকার ... আমি তো আছিই ... কিন্তু আরও অনেকে দায়িত্ব না নিলে তো .... '
    ---- ' অত চিন্তা করছেন কেন স্যার .... সাগর তো আছে। সাগর থাকলে আরও অনেকে থাকবে ... একটাই তো জীবন ... চেষ্টা করে দেখতে ক্ষতি কী ? একটা প্রাণ যায় যাবে .... কী আছে ... ' সাগর বলে উঠল।
    রাত্রি সাগরের দিকে তাকিয়ে রইল নির্নিমেষে। ওকে নতুন করে বোঝার চেষ্টা করতে লাগল।
    নিখিলবাবু বলে উঠলেন, ' না না ... জীবন দেওয়ার কোন যুক্তি নেই। ওটা ঠিক স্ট্র্যাটেজি না ... আমাদের ফ্রিডম ফাইটাররা এই ইমোশনাল এররটা বারবার করেছে। তাতে ক্ষতি হয়েছে প্রচুর। যে প্রাণ সম্পদ সংরক্ষণ করলে অনেক মানব জমিনে সোনা ফলতে পারত সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। বেঁচে আছে শুধু অসার ধড়িবাজরা ... ' বলে নিখিলবাবু আবার কি একটা চিন্তায় ডুবে গেলেন। জানলা দিয়ে কোন সুদূরের স্বপ্নমাখা গাঢ় রোদ্দুর এসে পড়ছে কোচিং ঘরের টেবিল চেয়ারগুলোর ওপর। রোদ্দুর এসে লেপটে যাচ্ছে নিখিল স্যারের পাঞ্জাবীতে।
    দুজন ছাত্রী এসে দাঁড়াল ঘরের দরজায়। কোচিং ঘরে লোকজন দেখে লোকজন দেখে তারা মৃদুস্বরে বলল, ' আসব স্যার .... '। নতুন ছাত্রী বোধহয়। এখনও স্যারের সঙ্গে ঠিকমতো পরিচয় হয়নি। রাত্রি বলল, ' আমরা এখন আসি স্যার। সামনের রবিবার আসব আবার ... ভেবে দেখুন কাকে কি কাজ দেবেন ... আমরা আছি ... '
    কালীবাবু বললেন, ' হ ... চলেন, আমিও আগাই। রবিবার আসুম... প্ল্যানটা ভাইব্যা রেখেন... অযথা সময় নষ্ট কইরা লাভ নাই ... '
    ---- ' চেষ্টা করব কালীদা ... '

    চালতাবাগান লোহাপট্টির ওখানে কাল রাত দশটা নাগাদ ব্যাপক বোমাবাজি, সোডার বোতল ছোড়াছুড়ি হয়েছে।
    বিভূতিবাবুর বাড়িতে সকালবেলাতেই খবর চলে এল মুখে মুখে।
    বিনয় বলল, ' অতীশ ... সব শুনেছ তো ? '
    অতীশ দাঁত মাজতে মাজতে বলল, ' হ্যাঁ, শুনলাম। এদের অত্যাচারে বাঁচাই দায় ... ছ্যাঃ ... '
    বিনয় এবার কাঠি করল।
    ---- ' তা কি ঠিক করলে ? '
    ---- ' কিসের কি ঠিক ? '
    ---- ' না, মানে...আজ অফিস যাবে কি যাবে না ? '
    ---- ' অবস্থা বুঝে ... রিস্ক আছে কিনা দেখতে হবে বুঝলে তো ... দিনকাল ভাল না ... '
    ---- ' মানে তোমার আর একটা সি এল গেল আর কি ... '
    ---- ' না না ... সি এল দেব কেন, সিক লিভ আছে না ? '
    ঘরের সকলে হো হো করে হেসে উঠল। বিনয় বলে উঠল, ' দারুণ ... সাধু সাধু ... '
    অতীশ এই হাস্যমুখর শোরগোলে বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এর ওর মুখের দিকে তাকিয়ে বলল, ' কী হল ? '
    ---- ' না কিছু না ... ভাল আছ কিন্তু। আমরাই শালা হতভাগা ... '
    অতীশ নির্বিকারভাবে বলল, ' ও, এই কথা ... '

    এই সময়ে বিভূতিবাবু ওপর থেকে নেমে এলেন। বললেন, ' আবার উৎপাত শুরু হয়েছে। কাল চালতাবাগানে ঝামেলা হয়েছে শুনেছ তো ? '
    ---- ' হ্যাঁ, মেসোমশাই খবর পেলাম রাস্তায় বেরিয়ে .... '
    ---- ' কেন কাল বোমার আওয়াজ পাওনি ? আমি তো পেয়েছি। তখনই ভেবেছি মারামারি বেঁধেছে ... '
    সুভাষ বলল, ' আমরাও আন্দাজ করেছি ... ওঃ আর পারা যায় না ... এখন সব ক্লিয়ার তো মেসোমশাই ? '
    ---- ' মনে তো হয়। তবু বুঝেসুঝে বেরিও ... সে যাক, শিমূলতলায় যে ফটোগুলো তোলা হয়েছিল প্রিন্ট করিয়ে এনেছি। এই যে ... '
    বিভূতিবাবু একটা ক্লিক থ্রি ক্যামেরা নিয়ে গিয়েছিলেন। ওটায় বিভূতিবাবু আর মধুমিতা মিলে অনেক ছবি তুলেছিলেন।
    সবাই মিলে ছবিগুলো দেখতে লাগল। যে ছবিগুলোর মধ্যে দুর্বারের চোখ মধু এবং মিতাকে
    সতৃষ্ণ চোখে খুঁজে বেড়াতে লাগল।
    ছবিগুলো দেখতে দেখতে একটা পোস্টকার্ড সাইজের ছবি দুর্বারের হাতে এল। এতেও মধুমিতা আছে, তবে এটা শিমূলতলায় তোলা ছবি না। এই গুচ্ছের মধ্যে বোধহয় ভুল করে চলে এসেছে। ছবিতে মধুমিতার পাশে বেশ লম্বা একজন যুবক দাঁড়িয়ে আছে। বোধহয় ছাব্বিশ সাতাশ বছর বয়েস হবে।
    দুর্বার বলল, ' মেসোমশাই এটা তো শিমূতলায় তোলা না '।
    বিভূতিবাবু বললেন, ' কই দেখি দেখি ... এঃহে ... এটা ভুল করে ঢুকে গেছে এখানে ... এটা আলাদা রাখি .. '।
    বিভূতিবাবু ছবিটা আলাদা একটা খামে ঢুকিয়ে রাখলেন।
    দুর্বার কৌতূহল দমন করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে ফেলল, ' সঙ্গে কে ? ওর কোন দাদা টাদা নাকি ? '
    বিভূতিবাবু বললেন, ' না না দাদা কেন হবে ? ওর সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয়। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কানাডায় গেছে কি যেন পড়তে। ফিরে আসবে শিগ্গীর। তারপর আমাদের মিতার সঙ্গে বিয়ের কথা বলতে পার মোটামুটি পাকা ... যাক আমি চলি এখন ... রেশনের দোকানে লাইন দিতে হবে ... শুনলাম গম এসেছে কাল ... '
    দুর্বার নিজের মনে মনে হাসল সবার অলক্ষ্যে। ভাবল, আজও কেউ কেউ বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যায়। বোকার হদ্দ ...

    রাত্রি কিন্তু সঞ্চারীকে দেওয়া তার কথা রাখল।
    ওদের বাড়িতে গেল সন্ধে সাতটা নাগাদ। সঞ্চারী তাকে নিয়ে আগে অমলদের ঘরে ঢুকল। অমলের মা ঘরে বসে রামকৃষ্ণ কথামৃত পড়ছিলেন।
    সঞ্চারী বলল, ' এই দেখুন জেঠিমা ... কাকে নিয়ে এসেছি ... '। উনি বললেন, ' ওমা, রাত্রি যে ... কতদিন পরে দেখলাম ... আস না কেন ? '
    তৃণা এসে ঘরে ঢুকল। সংক্ষেপে বলল, ' অনেকদিন পর দেখা হল। ও একটু দোকানে গেছে। এক্ষুণি আসবে। ছেলেও গেছে বাবার সঙ্গে। বাবার খুব নেওটা। তুমি দাঁড়িয়ে রইলে কেন, বস না ... '
    রাত্রি বলল, ' হ্যাঁ, এসেছি যখন একটু বসে যাই ... '

    ( চলবে )
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন