@ কিশোরদা, হীরেনদা, রঞ্জনদা, শিবাংশুবাবু, kk,
ইন্দ্রানী, রীতা বন্দোপাধ্যায়, r2h, যোষিতা, দীপাঞ্জন, অমিত, অরণ্য, & / এবং ….
আমাদের পুত্রদেব তার বেড়ুক পিতার দৌলতে দশ বছর বয়সের মধ্যেই বহু জায়গায় ঘুরে নিয়েছে। আমার সে সৌভাগ্য হয়নি। আমি প্রথম ভ্রমণে গেছি বাবার সাথে পুরী - আঠারো বছর বয়সে। তবে ১৯৮২ তে ২২ বছর বয়সে চাকরি পেয়ে ভাইজ্যাগে গিয়ে - মানে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে - সেই যে বেড়ানোর নেশায় ধরলো - সে ঘোর আজও কাটেনি।
প্রথম চাকরিতে ছমাস ট্রেনিং পিরিওডে সিক লিভ ছাড়া আর কোনো ছুটি ছিল না। তখন একটা সাইটে (পাইলিংয়ের) কাজ শেষ ও অন্য সাইটে কাজ শুরুর মাঝে তিনমাসের মাথায় ডিসেম্বরে ভাইজ্যাগ থেকে হাওড়া এলাম বসের বদান্যতায় ৫ দিনের বিশেষ ছুটি নিয়ে। কিন্তু এক প্রিয় বন্ধুর সাথে ঘাটশিলা, রাঁচি, নেতারহাট ঘুরে আসার পোকা নড়ে উঠলো। চলে গেলাম। বাড়ি ফিরে ভাইজ্যাগে ফেরার পথে বিজয়ওয়ারাতে পোষ্টিং দাদার কাছে গেলাম ওর বাড়িতে ফেলে যাওয়া কিছু জিনিস পৌঁছাতে। সেখান থেকে আবার ওর সাথে মাদ্রাজ, মহাবলীপুরম ঘুরে ১২ দিন বাদে ভাইজ্যাগে ফিরলাম।
সাইট ইনচার্জ বললেন, কী ব্যাপার, ৫ দিনের জন্য বাড়িতে বাবা মার সাথে দেখা করতে গিয়ে এতো দেরী? যা সত্য তাই বললাম - স্যার, খুব ইচ্ছে করছিল, তাই কদিন বন্ধুয, দাদার সাথে বেড়িয়ে এলাম। চাইলে LWP করতে পারেন। তখনো নতুন সাইটে শুরু হয়নি। বস আমার আমার মুখের দিকে তাকিয়ে হেসে ফেলে সব এ্যাবসেন্ট প্রেজেন্ট করে দিলেন। অকপট সত্যভাষণের ফল সর্বদা না হলেও অনেকবার পেয়েছি। জীবনে এমন বস বেশ কয়েকটি পেয়েছি। তার প্রতিদানও দিয়েছি চুটিয়ে কাজ করে - কারণ এক হাতে তালি বাজে না।
কর্মজীবনে অকারণে ছুটি নিতাম না। ইলেকশন র্যালি করার মতো ঝটিকা সফর ভ্রমণ আমার কোনোদিন পছন্দ নয় - বিশেষতঃ প্রথম যাওয়া কোনো জায়গায়। আমার সৌভাগ্য, প্রোজেক্টে কাজ করেও, কাজের অবস্থা বুঝে ছুটি নিয়ে বেড়াতে যেতে চাইলে ছুটি না পাওয়া কখনো আমার ভ্রমণের অন্তরায় হয়ে দাঁড়ায় নি।
পেশগত জীবনে একটিমাত্র তেঁড়েটে বস চারবছর জ্বালিয়েছে। তার ক্ষেত্রে ইমেলে লিভ ইন্টিমেশন পাঠিয়ে, চাইলে LWP করতে পারেন জানিয়ে, বেড়াতে চলে গেছি। তবে কিছু করেনি কারণ barking dog never bites.
তবে সাড়ে পঞ্চান্নয় কর্মজীবনে ইতি টেনে আরো নানাবিধ বেড়ানোর সাথে বছরে একবার শীতে দীর্ঘ একাকী ভ্রমণের যে চসকা লেগেছে - এর মোহমায়া অনন্য - জমে ক্ষীর হয়ে গেছি এ আনন্দে। তবে বেড়াতে যাওয়া সব জায়গা নিয়ে - যেমন বহু প্রচলিত জায়গার ওপর লিখতে ইচ্ছে করে না।
গুরুতে ব্লগ লেখার সুযোগ পেয়ে তাই ভুলে যাওয়ার আগে নানা ভ্রমণের থেকে বিশেষ কিছু মনে রাখার মতো জায়গায় ভ্রমণস্মৃতি লিখে রাখছি। আপনাদের এমন ভ্রমণ অভিজ্ঞতা আনন্দদায়ক লাগছে জেনে উৎসাহ পাচ্ছি।